ইতালির প্রধানমন্ত্রী
আগস্টে বাংলাদেশ সফরে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে চলতি বছরের আগস্টের শেষ সপ্তাহে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
দুই দেশের কর্মকর্তারা সফরটি সফল করতে চূড়ান্ত প্রস্তুতির কাজ করছেন বলে ইউএনবিকে জানিয়েছেন সংশ্লিষ্ট একটি কূটনৈতিক সূত্র।
এর আগে, চলতি মাসের শুরুতে বাংলাদেশ সফরে আসেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। ৫ মে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
বৈঠকে বৈধ উপায়ে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেওয়ার পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় নিরাপদ ও বৈধ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ এবং বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তারা।
আরও পড়ুন: আমরা কূটনীতিতে বিশ্বাসী, পুশ-ইন করি না: স্বরাষ্ট্র উপদেষ্টা
এছাড়া ঢাকার সঙ্গে রোমের দ্বিপাক্ষিক সম্পর্ক নবায়ন ও পুনরুজ্জীবিতকরণ নিয়েও আলোচনা করেন তারা। এ লক্ষ্যে, চলতি বছরের সেপ্টেম্বরের আগেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশ সফর করবেন বলে সে সময় জানান মাত্তেও।
অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধের মতো বিষয়ে বাংলাদেশও ইতালির সঙ্গে কাজ করতে আগ্রহী বলে ওই বৈঠকে মাত্তেওকে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, ‘ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা দেশটির প্রতি কৃতজ্ঞ। তারাও ইতালির প্রতি সন্তুষ্ট।’
ওই বৈঠকে গত বছরের সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথাও উল্লেখ করে প্রধান উপদেষ্টা। বৈঠকে দুই দেশ একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান তিনি।
২০০ দিন আগে
সম্পর্কের ‘নতুন অধ্যায়’ শুরু করতে প্রধান উপদেষ্টাকে ইতালির প্রধানমন্ত্রীর আহ্বান
ঢাকা-রোম সম্পর্কের একটি ‘নতুন অধ্যায়’ শুরুর আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেন, ইতালীয়রা বাংলাদেশের বন্ধু।
মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের সাইড লাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ইতালির প্রধানমন্ত্রী বলেন, 'আসুন আমরা আমাদের সম্পর্কের নতুন একটি অধ্যায় শুরুর চেষ্টা করি।’
অধ্যাপক ইউনূস শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের একটি সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরে বলেন, এটি বাংলাদেশের সমগ্র জাতির জন্য 'রিসেট বোতাম' চেপে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে।
আরও পড়ুন: প্রাতিষ্ঠানিক সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করবে কানাডা: ড. ইউনূসকে জাস্টিন ট্রুডো
ইতালি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কারের পদক্ষেপে সমর্থন করবে বলে জানান জর্জিয়া মেলোনি।
তিনি আরও বলেন, ‘অবশ্যই আপনি আমাদের ওপর নির্ভর করতে পারেন।’
ইতালিতে বাংলাদেশ থেকে অভিবাসনকে আনুষ্ঠানিক করার ও বৈধ চ্যানেলে আরও বেশি বাংলাদেশি শ্রমিকের প্রবেশের পথ প্রশস্ত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এতে ঝুঁকিপূর্ণ অবৈধ অভিবাসন কমবে বলে মন্তব্য করেন তিনি।
মেলোনি একমত পোষণ করে বলেন, অনিয়মিত অভিবাসন বন্ধ করতে এবং ইতালিতে কাজের সুযোগ তৈরিতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে উভয় দেশের একসঙ্গে কাজ করা উচিত।
বৈঠকে আরও ছিলেন, জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান, জ্যেষ্ঠ সচিব লামিয়া মোর্শেদ ও প্রটোকল প্রধান খন্দকার মাসুদুল আলম।
আরও পড়ুন: বাংলাদেশের নতুন যাত্রা সফল করতে বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা প্রধান উপদেষ্টার
৪৩৬ দিন আগে
কোভিড-১৯: ‘স্টেট ইমার্জেন্সি’ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়াল ইতালি
সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণের প্রেক্ষিতে ইতালিতে ভ্রমণকারীদের বাধ্যতামূলকভাবে ফেস মাস্ক পড়াসহ নানা বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার।
১৮৮৪ দিন আগে
ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশিদের ‘ভাইরাস বোমা’ বলেননি: পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ-ইতালির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে বিপদে ফেলতে পারে, এমন ধরনের সংবাদ প্রকাশ না করার জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
১৯৭২ দিন আগে