জর্জ ফ্লয়েড
মিশিগানে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় বিক্ষোভ
মিশিগানের গ্র্যান্ড র্যাপিডসে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি হত্যার ঘটনায় বেশ কয়েকদিন ধরে অঞ্চলটিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, গ্র্যান্ড র্যাপিডস পুলিশ বিভাগ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে, এক পুলিশ অফিসারের ব্যাপক গুলিবর্ষণের মুখে প্যাট্রিক লিওয়া নিহত হয়েছেন। এই ভিডিও প্রকাশের পর বুধবার প্রথম বিক্ষোভ শুরু হয়।
প্যাট্রিক লিওয়া (২৬) ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে আসা একজন উদ্বাস্তু। গ্র্যান্ড র্যাপিডসের একটি বাড়ির সামনের বাগানে অফিসারের সঙ্গে লড়াইয়ের পর তিনি নিহত হন। যদিও ঘটনায় জড়িত অফিসারের নাম প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: মহাকাশ স্টেশনে ৬ মাস অবস্থানের পর ফিরলেন ৩ চীনা নভোচারী
স্থানীয় টিভি চ্যানেল ডব্লিউজেডজেডএম জানিয়েছে, ঘটনার ভিডিও প্রকাশের পর বুধবার রাতে শত শত লোক ডাউনটাউনে মিছিল করে। এসময় তারা লাওয়াকে গুলি করা অফিসারের নাম প্রকাশের দাবি জানায়।
এছাড়াও গ্র্যান্ড র্যাপিডসের সম্প্রদায়ের সদস্যরা শুক্রবার রোজা পার্ক সার্কেলের ডাউনটাউনে জড়ো হয়ে স্লোগান দিয়েছেন।
পুলিশের হাতে জর্জ ফ্লয়েড ও অন্যান্য কৃষ্ণাঙ্গ মৃত্যু সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা জুড়ে বিক্ষোভের জন্ম দিয়েছে।
ওয়াশিংটন পোস্ট অনুসারে, এই বছর মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ২৫৫টি পুলিশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: ফিলিপাইনে ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১৬৭, নিখোঁজ ১১০
২ বছর আগে
জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড: করোনা বিরতির পর আবার বিচার শুরু
জর্জ ফ্লয়েডের অধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত সাবেক তিন মিনিয়াপোলিস পুলিশ অফিসারের বিচার সোমবার আবার শুরু হবে বলে আশা করা হচ্ছে। গত সপ্তাহে আসামিদের একজনের করোনা শনাক্ত হলে এই বিচার কাজ হঠাৎ স্থগিত করা হয়।
অভিযুক্তরা হলেন, জে. আলেকজান্ডার কুয়েং, থমাস লেন ও টু থাও।
ঘটনার সময় অফিসার ডেরেক চৌভিন যখন ফ্লয়েডকে হাতকড়া পরানো অবস্থায় নির্যাতন করছিলেন তখন তারা তাকে চিকিৎসা সহায়তা দিতে ব্যর্থ হন।
আরও পড়ুন: গভীর কুয়ায় আটকা পড়া মরক্কোর শিশুটি মারাই গেল
কুয়েং ও থাওকে হত্যাকাণ্ডে হস্তক্ষেপ করতে ব্যর্থ হওয়ার জন্যও অভিযুক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডটি বিশ্বব্যাপী বর্ণবাদ ও পুলিশি ভূমিকার পুনর্বিবেচনার জন্য প্রতিবাদের সূত্রপাত করে।
বিচারিক কার্যক্রম শুরু হওয়ার দু’সপ্তাহের মাথায় গত বুধবার করোনা শনাক্তের কারণে তা স্থগিত করা হয়। তবে তিন আসামির মধ্যে কার করোনা শনাক্ত হয়েছে তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে জর্জ ফ্লয়েডকে জাল নোট রাখার অভিযোগে হাঁটু দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে এক শ্বেতাঙ্গ পুলিশ। বর্ণবিদ্বেষ থেকেই ফ্লয়েডকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন অনেক কৃষ্ণাঙ্গরা।
আরও পড়ুন: সিরিয়ায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত ১৩
২ বছর আগে
ব্ল্যাক লাইভস ম্যাটার: সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে বৈশ্বিক মুভমেন্ট
‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিশ্বজুড়ে কয়েক হাজার মানুষের দেয়া একটি শ্লোগান যা হ্যাশট্যাগ ব্যবহার করে কৃষ্ণাঙ্গদের প্রতি একটি নৈতিক সমর্থন তৈরি করে।
৪ বছর আগে