যশোরের বসুন্দিয়া কাঁঠাল হাট
আম্পান ও করোনার থাবায় বসুন্দিয়ার কাঁঠালের হাটে হাহাকার
বৃহত্তর যশোর অঞ্চলের একটি ঐতিহ্যবাহী হাট বসুন্দিয়া কাঁঠাল হাট। আগের মতো তার জৌলুস না থাকলেও কাঁঠাল মৌসুমে প্রতি হাটবার এখান থেকে হাজার হাজার কাঁঠাল দেশের বিভিন্ন জেলায় যায়। তবে, করোনা আর আম্পানের কারণে এবারের দৃশ্যপটটা অন্য রকম।
৪ বছর আগে