আইনজীবীর মৃত্যু
চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় আইনজীবীর মৃত্যু
চুয়াডাঙ্গা শহরের সংলগ্ন দৌলতদিয়াড়ে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোরে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের বিএডিসি সার গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনজুর হোসেন মনজু জেলার সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের ফায়ার সার্ভিস পাড়ার মৃত মাহতাব মন্ডলের ছেলে। তিনি চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে মনজুর হোসেন ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন। রাস্তা পারাপারের সময় বিএডিসি সার গোডাউনের সামনে একটি ইজিবাইক ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৬ স্বর্ণের বার জব্দ, যুবক আটক
চুয়াডাঙ্গায় শিক্ষককে মারধর: অভিযুক্ত ছাত্রকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছেন আদালত
৮২২ দিন আগে
সিলেটে করোনায় আইনজীবীর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের আইনজীবী শুভঙ্কর দাস চন্দনের মৃত্যু হয়েছে।
১৯৫৩ দিন আগে
করোনা উপসর্গে চাঁদপুরে আইনজীবীর মৃত্যু
করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর জেলা জজ আদালতের আইনজীবী ও আইনজীবী সমিতির এক সদস্যের মৃত্যু হয়েছে।
মৃত অ্যাডভোকেট এহসানুল হক গনি (৪৭) জেলার শাহরাস্তি উপজেলা শহরের উপলতা এলাকার সাবেক মেহের উত্তর ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক পাটোয়ারীর ছেলে।
২০০৯ দিন আগে