শারীরিক উপস্থিতি
১ ডিসেম্বর থেকে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারকাজ
আগামী ১ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।
সোমবার (২৯ নভেম্বর) প্রধান বিচারপতির আদেশক্রমে রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারকদের ভাতা বাড়ানোর বিল পেশ
এতে বলা হয়, প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারপতিদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী ১ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।
এর আগে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া ঠেকাতে গত বছরের ১১ মে থেকে ভার্চুয়ালি বিচার কার্যক্রম চালু হয়। তবে হাইকোর্ট বিভাগের কিছু বেঞ্চ শারীরিক উপস্থিতিতে এবং কয়েকটি বেঞ্চ ভার্চুয়ালে চলছিল। এখন ১ ডিসেম্বর থেকে সব আদালত শারীরিক উপস্থিতিতে চলবে।
আরও পড়ুন: যৌন হয়রানি রোধে সুপ্রিম কোর্টে ৫ সদস্যের কমিটি গঠন
৩ বছর আগে
৪ মাস পর ভার্চুয়ালি সোমবার বসছে আপিল বিভাগ
চারমাস বন্ধ থাকার পর সোমবার থেকে প্রতি সপ্তাহে দুদিন ভার্চুয়ালি বসছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
৪ বছর আগে