ডুমুরিয়া
খুলনায় বাসের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু
খুলনার ডুমুরিয়ায় পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী খুলনা জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহ আলম নিহত হয়েছেন। এ ঘটনায় চালক জুয়েল মিয়া গুরুতর আহত হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন বরাতিয়া বিশ্বাস বাড়ি মোড়ে টার্নিংয়ে এ দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার
প্রত্যক্ষদর্শীরা জানায়, চুকনগর থেকে মোটরসাইকেলে করে জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহ আলম ও বটিয়াঘাটা এলাকার জুয়েল মিয়া খুলনার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির (ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৫৫) যাত্রীবাহী ইমাদ পরিবহন মোটরসাইকেলটিকে সাজোরে ধাক্কা দেয়। প্রচণ্ড আঘাতে মোটরসাইকেলটি ভেঙে চুরে দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে। এ সময় মোটরসাইকেল আরোহী শাহ আলম ও চালক জুয়েল মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ভেঙে ফেটে রক্তাক্ত জখম হয়।
পরে খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্যকে মৃত বলে ঘোষণা করেন।
হাইওয়ে থানায় উপপরিদর্শক (এসআই) পারভেজ মুন্সী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বাসটির পিছু নিয়ে আটক করতে সক্ষম হই। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, মুর্মূর্ষ অবস্থায় আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর পুলিশ সদস্য শাহ আলমের মৃত্যু হয়। আহত জুয়েল মিয়ার অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: ময়মনসিংহে ব্যবসায়ী যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
বোনের বাড়ির উঠান থেকে যুবকের হাত-পা ভাঙা লাশ উদ্ধার
১ বছর আগে
খুলনার ডুমুরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
খুলনার ডুমুরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
গৃহবধূ বিধিকা বিশ্বাস উপজেলার কুলবাড়িয়া গ্রামের সাগর বিশ্বাসের স্ত্রী।
আরও পড়ুন: দিনাজপুরে সীমান্ত এলাকা থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বিধিকার সঙ্গে সাগর বিশ্বাস ও তার পরিবারের বিভিন্ন বিষয়াদি নিয়ে মনোমালিন্য চলছিল।
তার জের ধরে বৃহস্পতিবার বিকালে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। এ কারণে রাগে ও ক্ষোভের বশে সে আত্মহত্যা করে।
বিষয়টি ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নাটোরে বিল থেকে কৃষকের লাশ উদ্ধার
গাজীপুরে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে
খুলনাঞ্চলের লবণাক্ত জমিতে সূর্যমুখীর হাসি
খুলনা জেলার ডুমুরিয়ায় লবণাক্ত পতিত জমিতে সূর্যমুখী ফুলের চাষে সফলতা এসেছে। স্বল্প খরচে বাম্পার ফলনে লাভবান হওয়ার আশা করছেন কৃষকরা।
উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় হচ্ছে সূর্যমুখীর চাষ। সবুজ গাছের ফাঁকে ফাঁকে শোভা পাচ্ছে সূর্যমুখীর হাসি।
চলতি মৌসুমে সূর্যমুখী চাষ করে বেশি লাভের স্বপ্ন বুনছেন কৃষকরা। তাছাড়া সূর্যমুখী ফুলের অপরূপ এ দৃশ্য দেখতে ছেলেমেয়েরা ছুটছেন উপজেলার বিভিন্ন জমিতে।
আরও পড়ুন: মুগ্ধতা ছড়াচ্ছে সূর্যমুখীর হাসি
এদিকে ডুমুরিয়ার লবণাক্ত জমিতে হাইব্রিড জাতের সূর্যমুখীর চাষ করা হয়েছে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত এলাকা পরিদর্শন করে কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছেন বলে জানান কৃষকরা।
এছাড়া সূর্যমুখী চাষে সফলতা দেখে অন্য কৃষকরাও চাষে আগ্রহ দেখাচ্ছন।
কালিকাপুর গ্রামের সূর্যমুখী চাষী সাইফুল ইসলাম মোড়ল জানান, কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ ও সার পেয়ে জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেন। অল্প সময় ও কম পরিশ্রমে ফলন ও দাম ভালো পাওয়ার আশা তার।
তিনি আরও জানান, প্রতি বছর ৩৩ শতক জমিতে এ ফুল চাষ করেন। কৃষি অফিস বীজের পাশাপাশি সার কীটনাশকও সরবরাহ করে।
চাষি মোহাম্মদ জানান, তিন বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেন। পাঁচ থেকে ছয় বছর ধরে লবণাক্ত এ জমি পড়ে থাকতো। আমন ধান ছাড়া আর কোনো ফসল এখানে হতো না।
কৃষি অফিস থেকে সূর্যমুখী ফুল চাষের পরামর্শ দেয়। তারাই জমির চাষাবাদের সার ও বীজ দিয়েছে।
এছাড়া সব সময় সহযোগিতা করেছে। যে কারণে বাম্পার ফলন হয়েছে। জমিতে ফলন ভালো দেখে এখন আশপাশের অনেক কৃষকই সূর্যমুখী চাষে আগ্রহ দেখাচ্ছেন।
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইনসাদ ইবনে আমিন জানান, সূর্যমুখী চাষে কৃষকদের উৎসাহিত করতে উপজেলা কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ দেওয়া হয়।
চলতি মৌসুমে ডুমুরিয়া উপজেলায় ৩৩৮ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। আগামীতে এর চেয়ে আরও বেশি চাষ হওয়ার সম্ভবনা রয়েছে।
তিনি বলেন, আমন মৌসুমে ধান লাগানোর পর জমিগুলো পড়ে থাকতো। সেসব জমিতে কৃষি প্রণোদনার সহযোগিতায় সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে, ফলনও ভালো হয়েছে।
এ চাষে ভালো ফলন দেখে এলাকার অন্য কৃষকদের মধ্যে সূর্যমুখী ফুলের চাষে আগ্রহ দেখা দিয়েছে। এতে অনাবাদি জমির পরিমাণ কমার পাশাপাশি পূরণ হবে স্থানীয় সূর্যমুখী তেলের চাহিদা।
আরও পড়ুন: সূর্যমুখীর হাসিতে স্বপ্ন দেখছেন খুলনার কৃষকরা
অনাবাদি জমিতে সূর্যমুখীর হাসিতে হাসছে কৃষক
১ বছর আগে
ডুমুরিয়ায় এক বছরেও শেষ হয়নি গার্ডার ব্রিজ নির্মাণ, দুর্ভোগে মানুষ
খুলনার ডুমুরিয়ায় ১৫ মিটার গার্ডার ব্রিজ নির্মাণে মেয়াদ ছিল ছয়’মাস। কিন্তু বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ডুমুরিয়া বাজারের দক্ষিণে শালতা নদীর শাখা খালের উপর সাড়ে ৭৮ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। অভিযোগ উঠেছে মাত্র ৩০ ভাগ কাজ করেই ঠিকাদারি প্রতিষ্ঠান বেশিরভাগ বিল তুলে নিয়েছে। অবশ্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় বিষয়টি অস্বীকার করে বলছে, কাজে ৪০ ভাগ অগ্রগতি হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোনো বিলই পরিশোধ করা হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, যোগাযোগ সহজ করতে ডুমুরিয়া বাজার হতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অভিমুখে শালতা নদীর শাখা খালের উপর ১৫ মিটার গার্ডার ব্রিজ এবং দুই পাশে ১৫ মিটার করে মোট ৩০মিটার ডাবল ইট বসাতে প্রকল্প গ্রহণ করা হয়।
ব্রিজটি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয় সাড়ে ৭৮ লাখ টাকা। কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওমর ফারুক। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নে মেয়াদ ধরা ছিল ২০২২ সালের ১৪ আগস্ট। অর্থাৎ সময় ছিল মাত্র ছয়’মাস। কিন্তু এক বছরেও সেই কাজ শেষ করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: ‘ঈশ্বরের ইচ্ছা’, গুজরাটে ব্রিজ ধসে ১৩৫ জনের মৃত্যুর ঘটনায় এক অভিযুক্তের মন্তব্য
সরেজমিনে দেখা গেছে, বেইজ ঢালাইয়ের কিছু কাজ করা হয়েছে। অন্য কোনো কাজই হয়নি। দীর্ঘদিন পড়ে থাকায় রোদ-বৃষ্টিতে ব্রিজে ব্যবহৃত রডে মরিচা এসেছে। কাজ আপাতত বন্ধ রয়েছে।
প্রদীপ নাথ ও গোবিন্দসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, সামান্য কাজ করে ঠিকাদারের লোকজন চলে যায়। দীর্ঘদিন কাজ বন্ধ। কিন্তু কাজ ফের শুরু হচ্ছে না। কাজ বন্ধ থাকায় নদী লাগোয়া দোকানঘর ভেঙে পড়ছে। এছাড়া ক্রেতারাও দোকানে আসতে চায় না। ফলে বেচা-বিক্রি একদম কমে গেছে। জনগণকেও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঠিকাদার ওমর ফারুক বলেন, কাজ তো চলছে, ইতিমধ্যে অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে।
ডুমুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী রাসেল আহমেদ বলেন, নির্মাণ সামগ্রী দাম চড়া সেকারণেই ঠিকাদার মূলত কাজ করেনি। এছাড়া জোয়ারের পানিও কিছুটা প্রতিবন্ধকতা তৈরি করেছে।
তিনি জানান, কাজে ৪০ ভাগ বাস্তবায়ন অগ্রগতি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোনো বিল পরিশোধ করা হয়নি। বরং নির্ধারিত সময়ে কাজ না করায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হচ্ছে।
এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান বলেন, অর্থ সংকটে প্রকল্পটি সময় মতো বাস্তবায়ন সম্ভব হয়নি। প্রকল্পটির টাকা বাড়ানো হবে। এরপর ঠিকাদার ঠিকমতো কাজ না করলে কার্যাদেশ বাতিল করা হবে।
ডুমুরিয়ায় এক বছরেও শেষ হয়নি গার্ডার ব্রিজ নির্মাণ, দুর্ভোগে মানুষ
আরও পড়ুন: ভোলায় ট্রাক-অটোরিকসাসহ বেইলি ব্রিজ ভেঙে খালে, আহত ৩
১ বছর আগে
খুলনার সদ্য সাবেক ডিসি ও ডুমুরিয়ার ইউএনওকে হাইকোর্টে তলব
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভদ্রা ও হরি নদীর জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ প্রতিপালন না করায় খুলনার সদ্য সাবেক জেলা প্রশাসক ও ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট।
সদ্য সাবেক ডিসি মো. মনিরুজ্জামান তালুকদার ও ডুমুরিয়ার ইউএনও শরীফ আসিফ রহমানকে ১০ জানুয়ারি হাজির হয়ে আদেশ প্রতিপালন না করার বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি)’র এক আবেদনে বুধবার (৭ ডিসেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
আরও পড়ুন: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেক ডিজঅনার মামলা করতে পারবে না মর্মে হাইকোর্টের রায় স্থগিত
গত বছরের ১২ ফেব্রুয়ারি একটি ইংরেজি দৈনিকে ‘ইউনাইটেড দে কিল রিভার্স’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে একই বছরের ২২ ফেব্রুয়ারি রিট করা হয়। এরপর গত বছরের ২৫ ফেব্রুয়ারি আদালত রুলসহ আদেশ দেন।
আইনজীবী মনজিল মোরসেদ জানান, খুলনার জেলা প্রশাসক ও ডুমুরিয়ার এসি ল্যান্ডকে সিএস/আরএস অনুসারে জরিপ করে ভদ্রা ও হরি নদীর সীমানা নির্ধারণ করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছিলেন। সে অনুসারে জেলা প্রশাসন জরিপ করে ১৪টি ইটভাটার তালিকা আদালতে দাখিল করেন। এরপর ইটভাটা উচ্ছেদের নির্দেশনা চেয়ে আবেদন করা হয়। আদালত গত বছরের ১৪ ডিসেম্বর ৬০ দিনের মধ্যে ১৪টি স্থাপনা অপসারণ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
কিন্তু আদেশ প্রতিপালন না করায় আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়। এরপর ২৫ অক্টোবর আদালত রুল জারি করেন। এরপরও ইটভাটা উচ্ছেদ না করায় এইচআরপিবির পক্ষে বিবাদীদের বিরুদ্ধে ব্যক্তিগত হাজিরার আবেদন করেন। শুনানি শেষে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ও ডুমুরিয়ার ইউএনও শরীফ আসিফ রহমানকে ১০ জানুয়ারি তলব করেন বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ। প্রসঙ্গত, সম্প্রতি জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বদলি হয়েছেন।
আরও পড়ুন: ৩ ব্যাংকের কয়েক হাজার কোটি টাকার ঋণ ‘কেলেঙ্কারি’: জড়িতদের তালিকা চান হাইকোর্ট
ওয়াসার এমডি বিষয়ে দুদকের অনুসন্ধান অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট
১ বছর আগে
খুলনায় ২ ভাইয়ের লাশ উদ্ধার
খুলনার ডুমুরিয়ায় এক সঙ্গে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার সেনপাড়া গ্রামে মাছের ঘের থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: দিনাজপুরে আবর্জনা থেকে নারীর লাশ উদ্ধার
তারা হলেন-সেনপাড়া গ্রামের মলঙ্গী বাড়ির মৃত হাছেন মলঙ্গীর ছেলে নাজমুল মলঙ্গী (৩০) ও তার ভাই এনামুল মলঙ্গী (২৫)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি জানান, বিকালে নাজমুল ও এনামুল দুই ভাই মাছের ঘেরে যান। রাতে তারা বাসায় না ফেরায় বাড়ির লোকজন তাদের খুঁজতে বের হয়। পরে রাত ১০টার দিকে ঘেরের পাশে তাদের লাশ পড়ে থাকতে দেখা যায়।
আরও পড়ুন: মেহেরপুরে ইবি শিক্ষার্থীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
সন্ধ্যায় বৃষ্টির সময় বজ্রপাত হয়। তাদের শরীরে বজ্রপাতের আঘাতের চিহ্ন রয়েছে। বজ্রপাতে তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
২ বছর আগে
ডুমুরিয়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে আত্মহত্যার অভিযোগ
খুলনার ডুমুরিয়ায় পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূর বিষপানে আত্নহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার চুকনগরে নিজ বাড়িতে তিনি বিষ পান করেন বলে জানা যায়।
নিহত মালা বেগম (৩০)ডুমুরিয়া উপজেলার দক্ষিণ চুকনগর গ্রামের নাসির উদ্দীন মাহমুদের স্ত্রী। এই দম্পতির আব্দুল্লাহ (৪) ও হোজাইফা (৯ মাস) দুটি ছেলে সন্তার রয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা!
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে স্বামী নাসির উদ্দীনের সঙ্গে স্ত্রী মালা বেগমের পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়া-বিবাদ হয়। এ কারণে স্ত্রী মালা বেগম রাগে ও ক্ষোভের বশে পরিবারের সবার অগোচরে নিজের শোয়ার ঘরে গিয়ে বিষ পান করেন। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন বিষপানের বিষয় টের পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মারা যান।
তিনি আরও জানান, লাশ সুরতহাল প্রতিবেদন জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে দুই যুবকের আত্মহত্যা
ফতুল্লায় ঋণের চাপে যুবকের আত্মহত্যা!
২ বছর আগে
খুলনায় দুটি ট্রাকের সংঘর্ষে আহত ৫
খুলনার ডুমুরিয়ায় দুইটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব ঝিলেরডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ট্রাক চালক বাবুর অবস্থা খুব আশঙ্কাজনক।
আরও পড়ুন: নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শিহাব মোল্লা জানান,শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এবং সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী দুইটি ট্রাক ডুমুরিয়ার পূর্ব ঝিলেরডাঙ্গা এলাকায় পৌঁছালে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা চালক ও তাদের সহকারীরা গুরতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকের কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: টেকনাফে সড়ক দুর্ঘটনায় ২ রোহিঙ্গা নিহত
এব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কনি মিয়া জানান, দুর্ঘটনায় কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। আহতদের মধ্যে ড্রাম ট্রাক চালক বাবুর অবস্থা আশঙ্কাজনক।
২ বছর আগে
খুলনায় গৃহবধূর লাশ উদ্ধার
খুলনার ডুমুরিয়া উপজেলায় ২২ বছর বয়সী এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বানিয়াখালি এলাকার থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত পিয়ারী বেগম একই এলাকার হাসান শেখের স্ত্রী।
পিয়ারী বেগমকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
আরও পড়ুন: খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
স্বজনদের অভিযোগ, মাত্র দুই মাস আগে হাসানের সঙ্গে পিয়ারীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই হাসান তাকে মারধর করে আসছিল। শুক্রবার সকালে তারা জানতে পারেন পিয়ারী মারা গেছেন এবং সেখানে গিয়ে দেখতে পান হাসানের ঘরে পিয়ারীর লাশ পড়ে আছে।
এ ব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চাকরি না পেয়ে হতাশায় যুবকের ‘আত্মহত্যা’, গ্রেপ্তার ১
এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য হাসান ও তার মা ময়না বেগমকে থানায় ডাকা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।
২ বছর আগে
ডুমুরিয়ায় অপহরণের ১৪ দিন পরও উদ্ধার হয়নি মাদরাসা ছাত্রী
খুলনার ডুমুরিয়ায় অপহরণের ১৪দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি মাদরাসা ছাত্রী। এ ঘটনায় করা মামলার এজাহার নামীয় আসামি স্কুল শিক্ষকের বিরুদ্ধে নেয়া হয়নি বিভাগীয় ব্যবস্থা। গত ২ জুন উপজেলা সদরে ডুমুরিয়া গ্রাম থেকে ওই মাদরাসা ছাত্রীকে অপহরণ করা হয়।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মসজিদের সামনে পৌঁছালে ওই ছাত্রী (১৬) কে পূর্ব ডুমুরিয়ার রেজাউল সরদারের ছেলে তুর্য্য সরদার একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। এ কাজে আগে থেকে সহযোগিতা করে আসছিল এজাহার নামীয় আসামি পূর্ব ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাফিজা বেগম ও রেজাউল সরদার। ঘটনার পাঁচদিন পর আসামি রেজাউল সরদারকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়।
ঘটনা প্রসঙ্গে মাদরাসা ছাত্রীর বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার ১৩দিন পেরিয়ে গেলেও আজও উদ্ধার হয়নি তার মেয়ে। এজাহার নামীয় আসামি শিক্ষক হাফিজা বেগমের বিরুদ্ধে গ্রহণ করা হয়নি বিভাগীয় ব্যবস্থা।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল বলেন, শিক্ষিকা হাফিজা বেগমের বিষয়টি অবহিত করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এ প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, মাদরাসা ছাত্রী অপহরণের ঘটনায় আসামি রেজাউল সরদারকে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভিকটিম উদ্ধার ও অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: বরিশালে সাংবাদিককে অপহরণ চেষ্টার অভিযোগে আটক ১
অপহরণের পর ধর্ষণ: বরিশালে ২ যুবক গ্রেপ্তার
২ বছর আগে