অটোচালক
রাজশাহীতে অটোচালককে হত্যার পরে মাটিচাপা, আটক তিন
রাজশাহী এয়ারপোর্ট থানা এলাকায় অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা করে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে ভুগরইল গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ
সোমবার (২১ অক্টোবর) কলাই খেতে পুঁতে রাখা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত অটোরিকশা চালক সিরাজুল ইসলাম (৬৫) নওগাঁর মহাদেবপুরের কাঞ্চন গ্রামের বাসিন্দা।
হত্যার অভিযোগে আটকরা হলেন- রাতুল, ফিরোজ ও শুভ। তিনজনের বাড়িই রাজশাহীতে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকতার বলেন, আটক তিনজন সিরাজুলকে হত্যা করে লাশ মাটিচাপা দিয়ে অটোরিকশা নিয়ে চলে যায়। রাজশাহীর গোদাগাড়ীতে গিয়ে তারা অটোরিকশাটি বিক্রির চেষ্টা করে। সেসময় তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের বিষয়টি উঠে আসে।
তিনি বলেন, বিষয়টি এয়ারপোর্ট থানা-পুলিশকে জানানো হলে ওই তিনজনের দেখানো স্থান থেকে লাশ উদ্ধার করা হয়। কলাই খেতে মাটিচাপা দিয়ে পুঁতে রাখা হয়েছিল সিরাজুলের লাশ। এর আগে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে তারা।
ওসি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় হত্যা মামলা করা হচ্ছে।
আরও পড়ুন: হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন
২ মাস আগে
গোবিন্দগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুলা নামে এক আটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার সাপমারা ইউপির সিন্টাজুরি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত দুলা উপজেলার রামপুরার গ্রামের বাসিন্দা।
রবিবার(১৪ এপ্রিল) রাতে দুলাকে গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করে দুর্বত্তরা অটো নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: গাজীপুরে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার
সোমবার সকালে পথচারীরা লাশটি পরে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুর আলম শাহ জানান, হত্যাকারীরা তাকে ছুরি মেরে হত্যার পর তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে।
আরও পড়ুন: নরসিংদীতে নিজ ঘর থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার
৮ মাস আগে
কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল অটোচালকের, আহত ৩
চাঁদপুরের ফরিদগঞ্জে রূপসা এলাকায় কুকুরের প্রাণ বাঁচাতে পাশ কাটিয়ে যাওয়ার সময় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে এই ঘটনা ঘটে।
অটোরিকশা চালক মো. শাহ আলম ফরিদগঞ্জ পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামের ব্যাপারীবাড়ির মৃত আইউব আলীর ছেলে।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাক উল্টে নিহত ১, আহত ২০
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি তিনজন যাত্রী নিয়ে রূপসা বাজারে দিকে যাচ্ছিলেন। এ সময় সড়কে থাকা একটি কুকুরকে পাশ কাটাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা খায় অটোরিকশাটি। তাতে অটোরিকশাচালক শাহ আলমসহ অন্য যাত্রীরা আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম ইউএনবিকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামে কর্ণফুলী এক্সপ্রেসের সঙ্গে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনের সংঘর্ষে আহত ৩
সিলেটে ট্রাকের ধাক্কায় যুবক নিহত, পুলিশ সদস্য আহত
১০ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অটোচালকের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের জমি থেকে সাদ্দাম হোসেন নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশরাফপুর গ্রামের বিল থেকে গলায় রশি প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: দক্ষিণ কেরাণীগঞ্জে নারীর লাশ উদ্ধার
নিহত যুবক সাদ্দাম হোসেন উপজেলার বিদ্যাকুট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কান্তি জানান, সাদ্দাম বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়। এরপর তার কোনো সন্ধান মিলেনি। পরে শুক্রবার সকালে বিলের জমিতে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠান। এছাড়া ঘটনাটির তদন্ত চলছে।
আরও পড়ুন: মেসের কক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ফরিদগঞ্জে নারীর গলাকাটা লাশ উদ্ধার
১১ মাস আগে
গাজীপুরে অটোচালক ও বয়াতির গলাকাটা লাশ উদ্ধার
গাজীপুরে আমিনুল ইসলাম নামে এক অটোচালক ও আমির হামজা নামে এক বয়াতিকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে।
শনিবার দিবাগত রাতে কোনাবাড়ি থানার আমবাগ আতাউর মার্কেটসংলগ্ন বারেক রোড মোড়ে এবং কালিয়াকৈর উপজেলার মৌচাক কলাবাধা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত আমিনুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জোড়বাড়িয়া গ্রামের মৃত সাহা আলীর ছেলে।
তিনি কোনাবাড়ি আমবাগ আতাউর মার্কেট এলাকায় দুলালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থেকে অটোরিকশা চালাতেন।
নিহত আমির হামজা বিভিন্ন স্থানে গান বাজনা করে সংসার চালাতেন। এলাকাবাসী বয়াতি হিসেবে চেনেন তাকে।
আরও পড়ুন: গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে বারেক রোড মোড়ে রাস্তার উপর আমিনুলকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যার পর পালিয়ে যায়।
স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে রানা ও রোমান নামের দুজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক কলাবাধা এলাকা থেকে আমির হামজা নামে এক ব্যক্তির গলাকাটা লাশ নিজের বসত ঘর থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে যেকোনো সময় নিজ বসত ঘরে আমির হামজাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে রবিবার সকালে হাসপাতাল মর্গে পাঠায়।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহীদুল ইসলাম জানান, নেশাগ্রস্ত হওয়ায় এবং গান বাজনার সঙ্গে জড়িত থাকায় আমির হামজার স্ত্রী সন্তানদের নিয়ে টাঙ্গাইলে থাকেন।
তিনি বলেন, এ কারণে নিজ ঘরে একা ঘুমাতেন আমির হামজা। কী কারণে কারা তাকে হত্যা করেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ‘আপত্তিকর ফেসবুক পোস্ট’ দেওয়ার অভিযোগে গাজীপুরে ছাত্রদল নেতা গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার
১ বছর আগে
কিশোরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর অটোচালকের লাশ উদ্ধার
কিশোরগঞ্জে নিখোঁজের চারদিন পর অটোরিকশার চালক রকিবুল হাসান রকির লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলার যশোদল ইউনিয়নের বানিয়াকান্দি এলাকার নরসুন্দা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নাটোরে নিজ ঘর থেকে আরেক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার
নিহত রকিবুল হাসান রকি (২০) যশোদল ইউনিয়নের কোনামাটি গ্রামের শাহিন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রকি নিখোঁজ হন। পরিবারের লোকজন একই দিনে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়রি করেন। সোমবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পেছনে নরসুন্দা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে রকির পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করল পিবিআই
তুরস্কে আরও ৪ জনের লাশ উদ্ধার করল বাংলাদেশ সম্মিলিত দল
১ বছর আগে
ফুলবাড়িতে অটোচালকের লাশ উদ্ধার
দিনাজপুরের ফুলবাড়িতে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার রাজারামপুরের একটি ইউক্ল্যালিপ্টাস বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জনি আহমেদ (২২) ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর (টাওয়ারের মোড়) গ্রামের আতাউর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান,রবিবার সকালে উপজেলার শিবনগর ইউপির রাজারামপুর গ্রামের হকের ভাটা সংলগ্ন ইউক্ল্যালিপ্টাস বাগানে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ এ ফোন করেন তারা। পরে লাশ উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ।
তার ছোট ভাই রনি আহমেদ জানান,ইজি বাইক চালাতে শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে ঘরে ফিরেনি জনি। প্রায় মাস সাতেক আগে বিয়ে হয়েছিল তার।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ওই যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছেন তারা। সুরতহাল রিপোর্টে গলায় ধারাল অস্ত্রের আঘাতের ক্ষত চিহ্ন পাওয়া গেছে। পিবিআই'র একটি টিম ঘটনাস্থলে আলামত সংগ্রহ করেছে।
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে লাশের ময়নাতদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাকচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামে নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
২ বছর আগে
কুষ্টিয়ায় অটোচালককে হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
কুষ্টিয়ার ভেড়ামারায় অটোরিকশা চালক সুজন শিকদারকে (৩৪) হত্যার দায়ে এক আসামির মৃত্যুদণ্ড এবং দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম আসাদ (৩৪) কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর দত্তপাড়া গ্রামের ইউনুচ আলীর ছেলে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম (৩১) ঝিনাইদহ জেলার কয়াগাছি মুক্তাঙ্গন আবাসন প্রকল্প এলাকার আমজাদ দফাদারের ছেলে এবং রাজু মোল্লা (২৬) ঝিনাইদহ জেলার বড় খরিখালি গ্রামের গনি মোল্লার ছেলে।
রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডাদেশ আসামি রাজু এবং শরিফুল আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম আসাদ এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেছেন আদালত।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৮ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার জগতির বাসিন্দা সুজন তার ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান না পাওয়ায় তার ভাই আলমগীর শিকদার কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ২৯ মার্চ সকালে ভেড়ামারা থানা পুলিশ ভেড়ামারার সাতবাড়ীয়া এলাকার একটি লিচু বাগান থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে। খবর পেয়ে সুজনের ভাই আলমগীর ঘটনাস্থলে গিয়ে সুজনের লাশ শনাক্ত করেন। এ ঘটনায় ওইদিনই নিহতের ভাই আলমগীর বাদী হয়ে ভেড়ামারা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
মামলার দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক মহানন্দ সিং ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চুড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মামলায় ১০ জনের সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেন আদালত।
রায়ে আদালত উল্লেখ করেন, মূলত অটোরিকশা ছিনতাইয়ের জন্য পরিকল্পিতভাবে সুজন শিকদারের অটোরিকশা ভাড়া করে ওই আসামিরা। কিন্তু ছিনতাইকারীদের চিনে ফেলায় কৌশলে ভেড়ামারার ওই নির্জন এলাকায় নিয়ে গিয়ে তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ছিনাতাইকারীরা।
২ বছর আগে
আখাউড়ায় অটোচালকের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নাজিরুল ইসলাম (৩৫) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে পৌর শহরের মসজিদপাড়া বাইপাস পল্লী বিদুৎ অফিস সংলগ্ন এলাকার রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ।
নিহত নাজিরুল ইসলাম সদর ইপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের মৃত আবুল ছালেকের ছেলে।
আরও পড়ুন: কীর্তনখোলায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
নিহতের স্ত্রী মাহমুদা বেগম বলেন, ‘বুধবার সন্ধ্যায় অটো নিয়ে বের হন নাজিরুল ইসলাম। রাতে ফিরে না আসায় খোঁজাখুঁজি করি। পরে খবর পেয়ে আখাউড়া থানায় গিয়ে লাশ শনাক্ত করি।’
আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মঈন উদ্দিন জানান, রাতে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে টহলরত অবস্থায় রাত সোয়া ১টার দিকে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন রাস্তার পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে কাছে গিয়ে তাকে মৃত অবস্থায় পেয়ে থানা নিয়ে আসি। নিহত ব্যক্তির বাম পায়ের ছুরির আঘাত ও দুই হাতের বৃদ্ধাঙ্গুলের কাটা চিহ্ন পাওয়া গেছে।
আরও পড়ুন: বগুড়ায় নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার
ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
২ বছর আগে
লালমনিরহাটে অটোচালকের গলা কাটা মরদেহ উদ্ধার
কালীগঞ্জ উপজেলায় ধান খেত থেকে এক অটোরিকশার চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
৪ বছর আগে