লাশ উদ্ধার
গাজীপুরের কারখানায় অগ্নিকাণ্ডে তিনজনের লাশ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনের ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকালে কারখানা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
পুলিশ জানায়, নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি লালমনিরহাটের বাবলু মিয়ার ছেলে মজলুম মিয়া।
আরও পড়ুন: গাজীপুরের বোতাম কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
এর আগে রবিবার রাতে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, রবিবার রাত পর্যন্ত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুটো লাশ আগুনে পুড়ে বিকৃত হয়ে গিয়েছে। তাই লাশ দুটোর পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। ধারণা করছি, প্রথম দিকে যে বিস্ফোরণ হয়েছে তখনই তাদের মৃত্যু হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম অ্যান্ড ইউ ট্রিমস্ লিমিটেড নামে ওই কারখানায় আগুন লাগে।
স্থানীয়রা জানান, রবিবার দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করেন। কারখানার আশপাশের বসতবাড়ির লোকজন তাদের আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র বাইরে নিরাপ; নিয়ে আসতে থাকে। পরপর বিস্ফোরণে আশপাশে প্রকম্পিত হয়ে উঠে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, দুপুর ১টার ৪০ মিনিটে শ্রীপুর ফায়ার স্টেশনে প্রথমে আগুন লাগার খবর দেওয়া হয়। ১টা ৫৬ মিনিটে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। যেহেতু কেমিক্যাল ড্রামে বিস্ফোরণের খবর ছিল তাই গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটিসহ পাঁচটি ইউনিট ডাকা হয়। সবমিলিয়ে মোট সাতটি ইউনিট আগুন য়িন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে তাদের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখানে প্রচুর কেমিক্যালের ড্রাম ছিল, আগুনের তাপে ড্রামগুলো ফুলে যাচ্ছিল। সেখান থেকে বিস্ফোরণ হয়।
আরও পড়ুন: গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট
১৬ ঘণ্টা আগে
নাটোরে শ্মশান মন্দিরে চুরি, হাত-পা বাঁধা ধোপার লাশ উদ্ধার
নাটোর শহরের কাশিমপুর কেন্দ্রীয় শশ্মানের মন্দিরের তালা ভেঙে চুরি করেছে দুর্বৃত্তরা।
এ সময় ঘটনাস্থল থেকে কুমার দাস নামে এক প্রতিবন্ধী ধোপার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।
মন্দির কমিটির সভাপতি সুবল দাস বলেন, ‘শনিবার সকালে শশ্মানের গার্ড দুলাল চন্দ্র প্রামাণিক সেখানে গিয়ে মন্দিরের চুরি ও ধোপার লাশের বিষয়টি দেখে এসে আমাকে জানায়। পরে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে আসে।’ প্রায় ৪ বছর ধরে কুমার দাস মন্দিরে থাকতো বলে জানান সভাপতি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, মন্দিরের গ্রিল কেটে বেশ কিছু কাঁসার বাসনপত্র চুরি করে নিয়ে গেছে। দেখে ফেলায় ধোপাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। ঘটনাটি তদন্ত করে অপরাধীদের আটক করা হবে বলে জানান ওসি।
২ দিন আগে
শার্শা সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পাচভুলট সীমান্তে বাংলাদেশ-ভারত শূন্যরেখার ইছামতি নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে হাওর থেকে যুবকের লাশ উদ্ধার
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, বিজিবির কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশটি নদীর পাড়ে ফেলে গেছে।
খুলনা-২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান, সীমান্তের শূন্যরেখা ইছামতি নদীর পাড়ে উলঙ্গ অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে ছিল। লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তি স্থানীয় নয় বলে জানা গেছে।
আরও পড়ুন: চাঁদপুরে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার
৫ দিন আগে
নাটোরের রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নাটোরের বাগাতিপাড়ায় রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার টেটনপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা পুলিশের।
এলাকাবাসী জানায়, সোমবার সকালে বাগাতিপাড়া উপজেলার টেটনপাড়া এলাকায় রেল ব্রিজের নিচে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক জানান, লাশটির পরিচয় নিশ্চিত হতে পিবিআই কাজ করছে।
আরও পড়ুন: কীর্তনখোলায় স্পিডবোট ডুবে নিখোঁজ আরও ৩ জনের লাশ উদ্ধার
২ সপ্তাহ আগে
ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে ফোরম্যানের লাশ উদ্ধার
ময়মনসিংহ নগরীর নওমহল এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে রমজান আলী (২৪) নামে এক ফোরম্যানের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
নিহত রমজান আলী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পূর্ববালাক কাশীনাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: গোপালগঞ্জে ইজিবাইকচাপায় শিশুর মৃত্যু
এছাড়া রমজান দীর্ঘ ৫ বছর ধরে ময়মনসিংহ নগরীর নওমহল এলাকায় ভবন নির্মাণের কাজ করে আসছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ধারণা করা হচ্ছে- পূর্ব শত্রুতার জেরে তাকে খুন করা হয়েছে।
তিনি বলেন, নির্মাণাধীন ভবনটিতে মোট ২৫ জন নির্মাণশ্রমিক কাজ করেন। এদের অভ্যন্তরীণ জেরে ঘটনাটি ঘটতে পারে। এছাড়া ঘটনার রহস্য উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন: সিলেটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২ সপ্তাহ আগে
কিশোরগঞ্জে এক পরিবারের ৪ জনের লাশ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবের একটি বাসাবাড়ি থেকে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে পৌর শহরের রানীর বাজার এলাকার একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- জনি বিশ্বাস, তার স্ত্রী নিপা রাণী বিশ্বাস, তাদের ৭ বছরের ছেলে ধ্রুব বিশ্বাস ও ৫ বছরের মেয়ে কথা বিশ্বাস।
আরও পড়ুন: ঝালকাঠিতে হাসপাতালের ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার
জনি বিশ্বাস ভৈরবে ওয়ার্কশপ মিস্ত্রী হিসেবে কাজ করতেন। কর্মসূত্রে ভৈরব পৌর শহরের রানীর বাজারের একটি বাসায় ভাড়া থাকতেন তারা। তাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরায়।
স্থানীয়রা জানান, পরিবারটি কিছুদিন ধরেই ওই এলাকায় বাস করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, জনি বিশ্বাসের লাশটি ঝুলন্ত অবস্থায় এবং তার স্ত্রীর লাশটি গলা কাটা অবস্থায় রয়েছে।
তিনি জানান, ধ্রুব ও কথাকে শ্বাসরোধ করে মারা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: টেকনাফ সমুদ্রসৈকতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার
লাশগুলো ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
৩ সপ্তাহ আগে
নওগাঁর মান্দায় ২ জনের লাশ উদ্ধার
নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবক ও পুকুরের পাড় থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষ্মীরামপুর এলাকায় যুবকের লাশ উদ্ধার করা হয়। এছাড়া নওগাঁ-রাজশাহী মহাসড়কের শাহপুকুর এলাকা থেকে বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়।
নিহতদের নাম শফিকুল ইসলাম বাবু (৩২) ও রতন চন্দ্র মোদক (৬৩)। তাদের মধ্যে শফিকুল গোপালগঞ্জের সদর উপজেলার আড়পাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। অন্যদিকে রতন চন্দ্র মোদক মান্দা উপজেলার কালিগ্রাম এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর লাশ উদ্ধার
শফিকুল ইসলাম বাবুর মা শেফালি বেগম মোবাইলফোনে বলেন, ‘আমার ছেলে ঢাকার গাবতলী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করে। গত সোমবার শ্বশুর বাড়ি পাবনা যাওয়ার কথা বলেছিল। গত দুই দিন ধরে তার মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার মান্দা থানা পুলিশের মাধ্যমে ছেলের লাশ উদ্ধারের বিষয়টি জানতে পারি।’
অন্যদিকে নিহত রতন মোদকের নাতি বাঁধন কুমার মোদক বলেন, ‘আমার দাদু ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে মান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুকুরের পাড়ে তার লাশ পাওয়া যায়।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘উদ্ধার হওয়া লাশ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘নিহত যুবকের কাছে পাওয়া মোবাইলফোনের সূত্র ধরে তার নাম ও পরিচয় শনাক্ত করা হয়। এসব বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: যশোরে বাস থেকে হেলপারের লাশ উদ্ধার
১ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে নিখোঁজের চারদিন পর নেপাল টপ্পো নামে ৫ বছরের এক আদিবাসী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নেপাল টপ্পো শেখপুরার দুলাল টপ্পোর ছেলে।
পুলিশ জানায়, নেপাল টপ্পো গত ১৬ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ১৭ নভেম্বর গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বুধবার সকালে বাড়ির অদূরে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে নেপালের লাশ উদ্ধার করে।
গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাসার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নেপাল টপ্পো ডুবে মারা গেছে নাকি কেউ তাকে হত্যা করেছে এ ব্যাপারে নিশ্চিত নয় পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
লাশ উদ্ধারের ঘটনায় আপাতত থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান তিনি।
১ মাস আগে
যশোরে বাস থেকে হেলপারের লাশ উদ্ধার
যশোরে সরদার ট্রাভেলস নামে একটি বাসের ভেতর থেকে বাপ্পি নামে বাসচালকের এক সহকারীর (হেলপার) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে শহরের মনিহার এলাকায় দাঁড়িয়ে থাকা বাসের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাপ্পি গোপালগঞ্জের কাশিয়ানীর শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
আরও পড়ুন: পল্লবীতে ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরদার ট্রাভেলসের বাসটি যশোর-ঢাকা মহাসড়কের পাশে বন্ধ করে অবস্থান করছিল। রাতে বাসটিতে একাই ঘুমিয়ে ছিলেন বাপ্পি। সকালে বাসের চালক ও সুপারভাইজার এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেয় তারা।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তার পিঠে ও কোমরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বাপ্পির পিঠে ও কোমরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া, গাড়ির ভেতর থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, ডিবি পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
১ মাস আগে
ফতুল্লায় লিংক রোড থেকে লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. ইমেন আলী নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার ফতুল্লা ভুইগড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ওভারপাসের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইমেন আলী (৫২) জামালপুরের ইসলামপুর উপজেলার রামচন্দ্রা এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে। তার পরনে ছিল লাল ও নেভি ব্লু রঙের ডোরাকাটা টি-শার্ট এবং সাদা রঙের লুঙ্গি।
পুলিশ জানায়, সকালে লিংক রোডে ওভার পাসের ওপর ঢাকামুখী লেনে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠান।
এর আগে অজ্ঞাত অবস্থায় উদ্ধার করা লাশের পরিচয় প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইমেন আলী মাছ ব্যবসায়ী ছিলেন। ভোর ৬টায় কোনো আড়ৎ থেকে মাছ কিনতে যাওয়ার সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করে থাকতে পারে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো. কামাল বলেন, সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করি। এরপর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। নিহতের মাথার পেছনে ও কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া একটি হাতের কব্জি ভাঙা ছিল।
তিনি আরও বলেন, ‘রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কোনো সিএনজি বা গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। তার বাড়ি জামালপুর জেলায় হলেও তিনি আশপাশের কোথাও থাকতেন। আমরা তার বিষয়ে বিস্তারির তথ্য উদঘাটনের চেষ্টা করছি।’
১ মাস আগে