র্যাব মহাপরিচালক
২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে র্যাব
‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট র্যাব’ স্লোগানে বৃহস্পতিবার (৭ মার্চ) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এর আগে বুধবার রাজধানীর কুর্মিটোলায় র্যাবের সদর দপ্তরে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এলিট ফোর্সের ১২০ জন কর্মকর্তাকে তাদের বীরত্বপূর্ণ পারফরম্যান্স ও বিশেষ সেবার জন্য ‘র্যাব মহাপরিচালক পুরস্কার’ দেওয়া হয়েছে।
২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্মৃতি দিবস-২০২৪ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর র্যাব সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
দায়িত্ব পালনকালে নিহত ৩৩ র্যাব সদস্যের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তাও দেওয়া হয়।
৯ মাস আগে
দুই জঙ্গির পলায়নকে 'ব্যর্থতা' বলেছেন র্যাব মহাপরিচালক
চলতি বছরের ২০ নভেম্বর ঢাকার একটি আদালত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গির পলায়ন এবং এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে না পারাকে ‘ব্যর্থতা’ বলেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
শনিবার রাজধানীতে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক গণমাধ্যমকে বলেন, ‘আমরা আত্মসমালোচনায় বিশ্বাস করি। দুই জঙ্গি পালিয়ে গেছে; আমরা এটা অস্বীকার করছি না। দুই জঙ্গি (আদালত থেকে) এভাবে পালিয়ে যাওয়ায় এটা আমাদের ব্যর্থতা।’
আরও পড়ুন:আদালত চত্বর থেকে ২ জঙ্গি ছিনতাই: ১০ আসামির ৫ দিনের রিমান্ড
তিনি আরও বলেন, ‘জঙ্গিরা দীর্ঘদিন ধরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল, এবং আমরা এখনও তাদের খুঁজে বের করতে পারিনি। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যার দায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের সদস্য আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
২০ নভেম্বর জঙ্গিদের সহযোগীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পিটিয়ে এবং চোখে কিছু রাসায়নিক ছিটিয়ে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের প্রাঙ্গণ থেকে তাদের নিয়ে যায়।
পরে এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন:পুলিশ হেফাজত থেকে জঙ্গি পালানোর দায় এড়াতে পারে না আইনশৃঙ্খলা বাহিনী: র্যাব
১ বছর আগে
জঙ্গিরা দুই ভাগে বিভক্ত হয়ে দুর্গম এলাকায় আশ্রয় নিয়েছে: র্যাব মহাপরিচালক
র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, অনেক তরুণ বাড়ি থেকে পালিয়ে জঙ্গি সংগঠনে যোগ দিয়ে কেউ কেউ বান্দরবানে আশ্রয় নিয়েছে। তাদের কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে জঙ্গিরা এখন দুই ভাগে বিভক্ত হয়ে গভীর দুর্গম এলাকায় আশ্রয় নিয়েছে। তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জ আদমজী নগর র্যাব -১১ প্রধান কার্যালয়ে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনার পাশাপাশি সমাজের সকলকে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।
আরও পড়ুন: জঙ্গিবাদবিরোধী অভিযান: ৩০ অক্টোবর পর্যন্ত থানচি ও আলীকদমে নিষেধাজ্ঞা
তিনি আরও বলেন, সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আইন-শৃংখলা বাহিনীর অভিযান পরিচালনার পাশাপাশি সমাজের সকলকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষক, গণপ্রতিনিধিসহ সমাজের সকল স্টেক হোল্ডারদের নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দেশ থেকে মাদক নির্মূল সম্ভব।
তাই মাদক নির্মূলে সমাজের সকল স্টেক হোল্ডারদের সচেতনতা বৃদ্ধিসহ আন্তরিক সহযোগিতা কামনা করছি।
বুধবার দুপুরে সময় সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে আমদানি করা ৩৭ কোটি টাকার বিভিন্ন ব্র্যান্ডের ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ আদালতের নির্দেশে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার মুখ্য বিচারিক হাকিম বেগম ফারহানা ফেরদৌস, জ্যেষ্ঠ বিচারিক হাকিম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন), র্যাব-১১ অধিনায়ক (সিইও) কর্ণেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউটর) শাওন শায়লাসহ র্যাব ও বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা।
র্যাব মহাপরিচালক জানান, এই অবৈধ বিদেশি মদের চালান আমদানি কারবারের সঙ্গে জড়িতদের মধ্যে মো. নাজমুল মোল্লা (২৩) ও মো. সাইফুল ইসলাম সাইফুল (৩৪) কে গ্রেপ্তার করেছে র্যাব। এরই ধারাবাহিকতায় পরদিন ২৪ জুলাই সকালে বিমানবন্দর এলাকা থেকে এ চক্রের অন্যতম হোতা আব্দুল আহাদকে (২২) গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা মাদক আমাদানি ও বিক্রির সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।
আরও পড়ুন: আটক জঙ্গি ও কুকি-চিনের ১০ সদস্যকে জেল হাজতে পাঠাল আদালত
পার্বত্য চট্রগ্রামে র্যাবের জঙ্গিবিরোধী অভিযানে আটক ১০
২ বছর আগে
রিজেন্টের এমডির দেয়া তথ্যের ভিত্তিতেই সাহেদকে গ্রেপ্তার: র্যাব মহাপরিচালক
রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের দেয়া তথ্যের ভিত্তিতেই রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
৪ বছর আগে