প্রতিপক্ষের হামলা
কুড়িগ্রামে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবদল নেতা নিহত
কুড়িগ্রামের উলিপুরে প্রতিপক্ষের হামলায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উলিপুর পৌর শহরের থানা রোডে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল পৌর শহরের ক্যাবল টিভি ব্যবসায়ী আয়নাল হকের ছেলে ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক।
আরও পড়ুন: সিলেট সীমান্তে ভারতীয়র গুলিতে দুদিনে ২ বাংলাদেশি নিহত
স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে কিল-ঘুষি মারলে আশরাফুল মাটিতে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তার সঙ্গে থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ‘আমারা জানতে পেরেছি ধাক্কাধাক্কির ঘটনায় একজন মাটিতে পড়ে গিয়ে মারা গেছেন।’
আরও পড়ুন: মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত ৯
১ সপ্তাহ আগে
পদ্মার চর দখল নিয়ে প্রতিপক্ষের ‘হামলায়’ নিহত ১, আহত ১৫
কুষ্টিয়ায় পদ্মায় জেগে ওঠা চরের দখল নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে তৌহিদুল নামে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রবিবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে মিরপুর উপজেলার নওদা খাদিমপুর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত তৌহিদুল ইসলাম (৪৫) নওদা খাদিমপুর গ্রামের মৃত মোজাহার আলী সরদারের ছেলে। এ ঘটনায় আহতদের মধ্যে ১১ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, পদ্মা নদীতে জেগে ওঠা চরে চাষাবাদকে কেন্দ্র করে সরদার ও গায়েন বংশের মধ্যে বিরোধ চলছিল। দুই মাস আগে দাদাপুরীর চর নামে একটি নতুন চর জেগে উঠলে ওই চরের দখল নিয়েই মূলত দুই বংশের মধ্যে উত্তেজনা চলছিল।
আরও পড়ুন: কুমিল্লায় ডাকাতের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যুর অভিযোগ
এ ঘটনার জের ধরে শাহজাহান ও কদু সরদারের নেতৃত্বে ৬০ থেকে ৭০ জন অস্ত্রশস্ত্র নিয়ে তার দাদা হাতিয়ার সরদারের বাড়িতে হামলা চালান বলে জানান হাসপাতালে চিকিৎসাধীন রুবেল হোসেন। তার দাবি, শাহজাহান সরদারের গুলিতে তার চাচা তৌহিদুল ইসলাম নিহত হন এবং বড় চাচা জাহাঙ্গীর সরদারসহ ১৫ থেকে ২০ আহত হন।
নিহত তৌহিদুলের ছোট ভাই সুজন আলী বলেন, ‘শাহজাহান সরদার, কদু সরদার, মান্নান গায়েন, টিপু গায়েন ও রুবেল গায়েনসহ অন্তত শতাধিক লোক আমার চাচা আতিয়ার সরদারের বাড়িতে হামলা চালায়। এ সময় আমরা ভাইয়েরা ঠেকাতে গেলে আমাদের ওপর হামলা করা হয়। ওদের অনেকের হাতে বন্দুক ছিল। গুলিতে আমার ভাই তৌহিদুল মারা গেছেন।’
২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, ‘সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তৌহিদুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, চর দখল নিয়ে দুই বংশের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
হামলার পর পরিস্থিতি স্বভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিনুল ইসলাম।
এছাড়া পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: শরীয়তপুরে মা ইলিশ রক্ষা অভিযানে দুর্বৃত্তের হামলায় আহত ৮
১ মাস আগে
নাটোরে প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু
নাটোরের নলডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত জিল্লুর রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে নলডাঙ্গা উপজেলার চাঁদপুর গ্রামের রাশিদুল ইসলাম তার বাড়ির সামনের বিরোধপূর্ণ জমিতে অবস্থান নিলে প্রতিপক্ষ আবেদ আলীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে রাশিদুল ও জিল্লুর গুরুতর আহত হন। তাদের রামেক হাসাপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে জিল্লুর রহমান শনিবার সকালে মারা যান।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আবেদ আলী নামে একজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
দৌলতদিয়ায় নদীতে পড়ে পরিবহন শ্রমিকের মৃত্যু
৯ মাস আগে
নড়াইলে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু
নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত মাসুম মোল্যা নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার ৮দিন পর মারা যান তিনি।
মাসুম কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মহসিন মোল্যার ছেলে। এ ঘটনায় তার ভাই বিপ্লব মোল্যা গত ২০ সেপ্টেম্বর কালিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: নড়াইলে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চন্দ্রপুর গ্রামটিতে আধিপত্য বিস্তার নিয়ে মহসিন মোল্যার নেতৃত্বে মোল্যা গ্রুপ ও আতাউর মৃধার নেতৃত্বে মৃধা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে লড়াই চলে আসছিল। তারই জের ধরে গত ১৪ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মাসুম মাছের ঘের থেকে ফেরার পথে আতাউর মৃধার সমর্থকরা রাস্তায় ফেলে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন পর শুক্রবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, মাসুমের ওপর হামলার ঘটনায় ইতঃপূর্বেই তার ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তর করা হবে। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: নড়াইলে স্বামী-সন্তানের জন্য ওষুধ নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধার!
নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
১ বছর আগে
নাটোরে প্রতিপক্ষের হামলায় ৭ আ.লীগ নেতাকর্মী আহত
পূর্ব বিরোধের জেরে নাটোরের সিংড়ায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এমদাদুল হক বাবলুসহ দলটির স্থানীয় অন্তত সাত নেতাকর্মী আহত হয়েছেন।
এদের মধ্যে বাবলুসহ তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যায় সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নুরপুর বাজারের একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিনের সমর্থকরা।
আরও পড়ুন: নাটোরে ধর্ষণ ও মানবপাচার মামলার পৃথক রায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড
এ সময় ইউপি চেয়ারম্যান মইনুল হক চুন্নুর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে সাতজন আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
খবর পেয়ে হাসপাতালে যান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শুক্রবার এলাকার একটি ইফতার মাহফিল নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয় বলে জানান এলাকাবাসী।
গোলযোগের বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: বিএনপির কর্মসূচিতে হামলা: নাটোরে আ.লীগ ও যুবলীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ
১ বছর আগে
নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবকের হাত-পা বিচ্ছিন্ন
নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের কোপে এক যুবককের হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে। এসময় আহত হয়েছেন আরও পাঁচ জন।
শনিবার সকালে উপজেলার চাচুড়ি বাজারের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: লোহাগড়ায় কুপিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত বিচ্ছিন্নের অভিযোগ
গুরুতর আহত শারাফাত শেখ (৩৫) উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত সোলেমান শেখের ছেলে এবং ঈগল পরিবহনের চাচুড়ি বাজারের কাউন্টার ম্যানেজার।
আহতরা হলেন-কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত সোলেমান শেখের ছেলে ফুলমিয়া শেখ (৫০), নুরু মিয়া শেখের ছেলে শামীম শেখ (২৫), নিলু শেখের ছেলে পলাশ শেখ ও অলিয়ার মোল্যার ছেলে লোকমান মোল্যা (৪৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চন্দ্রপুর গ্রামের রবিউল মোল্যা ও আতাউর মৃধা পক্ষের মধ্যে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছিলো।
এরই জেরে শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে শারাফাত শেখ চাচুড়ি বাজারের বকুলতলায় ঈগল পরিবহনের কাউন্টরের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় রবিউল মোল্যা পক্ষের লোকজন শারাফাতকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
এতে তার বাঁ হাতের কব্জি ও পা শরীর থেকে বিছিন্ন হয়ে যায়। এসময় তাকে বাঁচাতে যাওয়া তার ভাই ফুলমিয়া শেখ, ভাতিজা শামীম শেখসহ পাঁচ জনকে কুপিয়ে জখম করে হামলাকারীরা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দু’জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকি আহতদের স্থানীয় হাসপাতালেই ভর্তি করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোছা. সাদিরা খাতুন বলেন, ওই এলাকায় দীর্ঘদিন গ্রাম্য দলাদলি আছে। আমরা নজর রাখছি আর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
আরও পড়ুন: তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে খুলনার যোগাযোগ বিচ্ছিন্ন
সিলেটে জমি নিয়ে বিরোধ, যুবকের কব্জি বিচ্ছিন্ন
১ বছর আগে
নাটোরে প্রতিপক্ষের হামলায় আ. লীগের বিভিন্ন সংগঠনের ৪ জন আহত
নাটোরে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন সংগঠনের চার জন আহত হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে শহরের চিহ্নিত সন্ত্রাসীরা এসব হামলা চালায়।
আহতদের মধ্যে জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন রিয়নকে (৪০) আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে গিয়ে ২ পুলিশ আহত
আহত পরিবহন শ্রমিক নেতা মোহম্মদ আশা (৩৫), সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান (৪৮) ও সাবেক ছাত্রলীগ নেতা বুলবুলকে (৪০) জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত পরিবহন শ্রমিক নেতা মোহম্মদ আশা অভিযোগ করে বলেন, দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগ সমর্থিত সেলিমের নেতৃত্বে শহরের চিহ্নিত সন্ত্রাসীরা এসব হামলা চালায়।
খবর পেয়ে বিকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান আহতদের দেখতে হাসপাতালে যান।
তিনি দ্রুত অভিযুক্তদের আটক করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, বিচ্ছিন্নভাবে যারা এসব হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: খেলা দেখা নিয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৭
বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে গিয়ে হামলায় ৫ বিএনপি নেতাকর্মী আহত
২ বছর আগে
ফিফা বিশ্বকাপ: বাহুবলে প্রতিপক্ষের হামলায় আর্জেন্টিনা সমর্থকের বাবা নিহত
হবিগঞ্জের বাহুবলে বিশ্বকাপ ফুটবল উন্মাদনার জেরে প্রতিপক্ষের হামলায় এক আর্জেন্টিনা সমর্থকের বাবা নিহত হয়েছেন। শনিবার সকাল ১১টায় উপজেলার সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত শাহ মো. আব্দুস সহিদ (৫৫) ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ব্রাজিল দল ক্রোয়েশিয়ার কাছে হেরে গেলে আর্জেন্টিনা সমর্থকরা আদিত্যপুর গ্রামে আনন্দ মিছিল বের করে।
আরও পড়ুন: হবিগঞ্জে শিক্ষা কর্মকর্তার দীর্ঘ বক্তৃতা, ১৮ ছাত্রী অসুস্থ
মিছিল চলাকালীন সময় আব্দুস সহিদের ছেলে আর্জেন্টিনা সমর্থক শাহ মো. রোকন মিয়ার সঙ্গে একই গ্রামের টেনু মিয়ার ছেলে ব্রাজিল সমর্থক সজিব মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এর জের ধরে শনিবার সকাল ১১টার দিকে হাওর থেকে ফেরার পথে আর্জেন্টিনা সমর্থক রোকনের বাবা আব্দুস সহিদকে একা পেয়ে টেনু মিয়ার লোকজন অতর্কিত হামলা চালায়।
হামলার এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে মারাত্মক আহত হন তিনি। তাৎক্ষণিক উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, শুক্রবার রাতে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে সকালে আব্দুস সহিদের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সহিদ মারা যান।
ঘটনার সঙ্গে জড়িতের গ্রেপ্তারে অভিযান চলছে। লাশ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।
আরও পড়ুন: উখিয়া ক্যাম্পে গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
২ বছর আগে
সিলেটে জমি নিয়ে বিরোধে ৩৫ বছর বয়সী যুবক খুন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি খুন হয়েছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে দৌলতপুর ইউনিয়নের চরচন্ডি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম (৩৫) ওই গ্রামের হাফিজ আব্দুল মান্নানের ছেলে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান, জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে সাইফুলের বিরোধ ছিল। মঙ্গলবার রাতে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে লোকজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
পড়ুন: ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
বোয়ালমারীতে পরকীয়ার জেরে মেয়ের সামনে মাকে কুপিয়ে হত্যা!
২ বছর আগে
বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত আ’লীগ নেতার মৃত্যু
সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সিলেট ওসমানী হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শেখ গয়াছ মিয়া (৫৫) উপজেলার বরুনী গ্রামের মৃত শেখ ইছকন্দর আলীর ছেলে ও উপজেলার দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক।
আরও পড়ুন: আ’লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন: ছেলেসহ ইউপি চেয়ারম্যান আটক
গত ২৮ মে (শনিবার) রাতে উপজেলার পীরের বাজার থেকে বাড়ি ফেরার পথে বরুনী গ্রামের রাস্তায় প্রতিপক্ষের হামলার শিকার হন। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান স্বজনরা। ওই হাসপাতালে প্রায় ৬ দিন চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
এই ঘটনায় নিহতের ছেলে মাজেদ আহমদ বাদী হয়ে বৃহস্পতিবার ২০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আট জনকে অজ্ঞাতনামা রাখা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয় আওয়ামী লীগের আরেক নেতা ও বরুনী গ্রামের মৃত জমির আলীর ছেলে মাসুক মিয়াকে।
আরও পড়ুন: আ’লীগ নেতা বদিউল আলমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
মামলার তদন্তকারি কর্মকর্তা বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জাহিদুল ইসলাম বলেন, মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করবো। মামলায় প্রকৃত আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
২ বছর আগে