দুই বোন
চট্টগ্রামে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) উপজেলার উত্তর গশ্চি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- প্রবাসী মোহাম্মদ সালাউদ্দিনের সাড়ে তিন বছর বয়সী মেয়ে সামিরা আক্তার ও মো. কামালের ৩ বছর বয়সী মেয়ে রেখা আক্তার। নিহতরা সম্পর্কে চাচাতো বোন।
আরও পড়ুন: দিনাজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
রাউজানের বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মো. ইয়াসিন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে নাস্তা করে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির দক্ষিণ পাশে পুকুরে পড়ে যায় দুই বোন। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি একপর্যায়ে সামিরার মা ঘরের জানালা দিয়ে পুকুরে ভাসমান রেখাকে দেখতে। তার চিৎকারে দুই কিশোর-কিশোরী ফাহিম ও সানজিদা পুকুরে নেমে রেখাকে উদ্ধার করে নিয়ে আসেন।
তিনি আরও বলেন, সামিরা মা খোঁজাখুঁজি করে পুকুর ঘাটের বেত ঝাড়ের ভেতর থেকে সামিরাকে উদ্ধার করেন। পরে দুইজনকে পথেরহাটস্থ পাইওনিয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাদের দুইজনকেই মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নাটোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
১ বছর আগে
নাটোরে খাদ্যে বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যুর অভিযোগ
নাটোরের সিংড়ায় খাদ্যে বিষক্রিয়ায় ফিমা খাতুম ও ফারিয়া খাতুন নামে দুই বোনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
নিহতরা হলেন- উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের মালকুড় গ্রামের প্রবাসী নাজিম উদ্দিনের ১৫ বছর বয়সী মেয়ে ফীমা ও ১০ বছরের ফারিয়া। ফীমা বাদুপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এবং ফারিয়া মালকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন জানান, তার ইউনিয়নের মালকুড় গ্রামের প্রবাসী নাজিম উদ্দিনের ১৫ বছর বয়সী মেয়ে ফীমা ও ১০ বছরের ফারিয়া বুধবার রাত ১১টার দিকে খাবার খাওয়ার পর উভয়ের পেটে ব্যাথা শুরু হয়। তাদেরকে পার্শ্ববর্তী বগুড়ার নন্দীগ্রাম উপজেলার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়।
আরও পড়ুন: নাটোরে ঘরে আগুন লেগে নারীর মৃত্যু, শিশুসহ আহত ৩
তিনি আরও জানান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফীমার মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ছোট বোন ফারিয়াকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ (বৃহস্পতিবার) সকাল ৭টায় সেখানে তার মৃত্যু হয়।
মালয়েশিয়া প্রবাসী নাজিম উদ্দিনের স্ত্রী আকলিনা বেগম মেয়েদের খাবার খেতে দিয়ে নামাজ পড়ছিলেন। মেয়েরা খাবার খেয়ে শুয়ে পড়ার কিছুক্ষণ পর পেটে ব্যাথা ও বমি শুরু হয় বলে প্রতিবশিদের বরাত দিয়ে জানান ইউপি চেয়ারম্যন।
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ দুপুরে প্রবাসীর বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে বলে জানান পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
আরও পড়ুন: নাটোরে ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত
নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
চাঁদপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
চাঁদপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কচুয়া উপজেলার গোহাট গ্রামের পুকুরে ডুবে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বাবুল হোসেনের মেয়ে ইভা সুলতানা ও ওই গ্রামের আরিফুর রহমানের মেয়ে সায়রা রহমান আদিবা। মেয়ে দুইটি সম্পর্কে চাচাতো বোন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
এদের দুইজনের বয়স পাঁচ বছর এবং এরা লতিফিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে খেলার সময় শিশুরা পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল জানান, পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে শিশুরা খেলার সময় পুকুরে পড়ে যায়। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনার পর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পাবনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
১ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার জেলার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দু’জন হলো- ওই গ্রামের রবিন মিয়ার মেয়ে আলেয়া আক্তার (৪) এবং রাজীব মিয়ার মেয়ে জান্নাত আক্তার (৪)। তারা সম্পর্কে চাচাতো বোন।
স্থানীয়দের থেকে জানা যায়, বাড়ির সদস্যরা নতুন ঘর নির্মাণ কাজে ব্যস্ত থাকায় তাদের অজান্তে আলেয়া ও জান্নাত গোসল করতে বাড়ির পাশের পুকুরে নামে। এক পর্যায়ে তারা দুজনই পানিতে ডুবে মারা যায়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ঈদের দিন পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
গোয়াইনঘাটে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
২ বছর আগে
কুড়িগ্রামে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
কুড়িগ্রামের উলিপুর উপজেলার সরদারপাড়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
জয়পুরহাটের পুকুর থেকে দুই বোনের লাশ উদ্ধার
জয়পুরহাট, ০১ অক্টো্বর (ইউএনবি)- পাঁচবিবি উপজেলার পূর্ব উঁচনা গ্রামের একটি পুকুর থেকে মঙ্গলবার সকালে দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
৫ বছর আগে