শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ
শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে গুলি: সিরাজগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমে ছাত্রকে গুলিকরার ঘটনায় কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক ডা. রায়হান শরীফকে সাময়িক বরখাস্তের পর বুধবার ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।
তবে অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা প্রতিবাদ সভা, সমাবেশসহ অন্যান্য কর্মসূচি অব্যাহত রাখবে বলে তা জানিয়েছেন।
বুধবার সকালে ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।পরে পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে তারা কর্মসূচি থেকে সরে আসেন তারা।
আরও পড়ুন: শ্রেণিকক্ষে গুলি: সিরাজগঞ্জ মেডিকেল কলেজের প্রভাষক বরখাস্ত
শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান, কলেজ প্রশাসনের আশ্বাসে এবং অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফকে সাময়িক বরখাস্তের পর ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তারা বৃহস্পতিবার যথারীতি ক্লাস শুরু করবে।
কলেজের অধ্যক্ষ ডা. আমিরুল হোসেন চৌধুরী বলেন, স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে শিক্ষককে সাময়িক বরখাস্ত করায় শিক্ষার্থীরাও তাদের ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করেছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে মেডিকেল শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় মামলা
সিরাজগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষকের গুলিতে মেডিকেল ছাত্র গুলিবিদ্ধ
৮ মাস আগে
সিরাজগঞ্জে মেডিকেল শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় মামলা
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আশিক তমালকে গুলি করার ঘটনায় অভিযুক্ত সেই শিক্ষক ডা. রায়হান শরীফের নামে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে আহত শিক্ষার্থী তমালের বাবা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। আরাফাত আশিক তমাল শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুন: মামলা জট কমাতে হলে বিচারকের সংখ্যা বাড়াতে হবে: প্রধান বিচারপতি
রায়হান শরীফ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক। তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাকের ছেলে এবং শহরের দত্তবাড়ি মহল্লার বাসিন্দা।
এদিকে এ ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
কমিটির অন্য দুই সদস্য হলেন- স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এ বিষয়ে ওই কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমিরুল হোসেন চৌধুরীকে বার বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, সোমবার রাতে আহত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শিক্ষককে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় ২ শিশুকে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন
দুর্নীতির মামলায় ড. ইউনূসসহ ৮ জনের জামিন
৮ মাস আগে
সিরাজগঞ্জে করোনা রোগীর সংখ্যা হাজার ছাড়াল
সিরাজগঞ্জে নতুন করে আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।
৪ বছর আগে