পজেটিভ
রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৮ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজেটিভ ছিল ৮ জনের। বাকিদের মধ্যে ৯ জন শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া একজন করোনামুক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসকল চিকিৎসাধীন রোগীর মৃত্যু হয়।
আরও পড়ুনঃ কুমিল্লাতে করোনায় ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত একদিনে মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৪ জন নারী।
আরও পড়ুনঃ বিশ্বে করোনায় মোট মৃত্যু ৪০ লাখ ছাড়াল
পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৮ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৪৫৪ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৪৮৫ জন। আইউসিইউতে চিকিৎসাধীন ২০ জন।
আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় মৃত্যু ৩, নতুন শনাক্ত ১০৩
শামীম ইয়াজদানী আরও জানান, রাজশাহীর ৪২৯ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৫ শতাংশ বেড়ে শনাক্তের হার ২৬ দশমিক ৫৭ শতাংশ। যা আগের দিন ছিল ২১ দশমিক ৯২ শতাংশ।
৩ বছর আগে
করোনাতে কুমিল্লায় একদিনে ৭ মৃত্যু
কুমিল্লায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে চার জন পুরুষ এবং তিনজন নারী। তাদের বয়স ৩৩ বছর থেকে ৮৫ বছরের মধ্যে। বর্তমানে কুমিল্লায় করোনাতে মোট মৃত্যুর সংখ্যা ৫০০ জনে পৌঁছালো।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় পাড়া মহল্লায় কমিটি গঠনের নির্দেশ
কুমিল্লার সিভিল সার্জন ডা. মোবারক হোসেন ইউএনবিকে জানান, গত চব্বিশ ঘণ্টায় জেলায় ৩০৩ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।এদের মধ্যে ১০৬ জনই সিটি করপোরেশন এলাকার।
আরও পড়ুনঃ বগুড়ায় করোনা ও উপসর্গে ১৯ মৃত্যু, শনাক্ত ২৩৮
এছাড়া জেলায় মোট করোনা শনাক্তের সংখ্য ১৫ হাজার ৫৬২ জন। এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৭ জন।
৩ বছর আগে
রামেকে রেকর্ড ২২ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে রাজশাহীর ১৪ জনসহ রেকর্ড ২২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে মারা যাওয়াদের মধ্যে পাঁচজনের করোনা পজেটিভ ছিল। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।
আরও পড়ুনঃ করোনা: খুলনার তিন হাসপাতালে ১০ মৃত্যু
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন মারা যাওয়াদের ১৪ জনই রাজশাহীর। বাকিদের মধ্যে চাঁপাইনবাগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর পাঁচজন।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৬ জন। এর মধ্যে রাজশাহীর ৪৭ জন, চাঁপাইনবাবগঞ্জের সাতজন, নাটোরের চারজন, নওগাঁর চারজন, পাবনার একজন, কুষ্টিয়ার একজন ও জয়পুরহাটের দুইজন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৬ জন।
আরও পড়ুনঃ করোনায় রেকর্ড শনাক্তের দিনে ১১৫ জনের মৃত্যু
এই হাসপাতালে বুধবার সকাল ৬টা পর্যন্ত ৪০৫ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৪৬২ জন।
তিনি জানান, চিকিৎসাধীন রোগীদের মধ্যে রাজশাহীর ৩০৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬ জন, নাটোরের ৩৫ জন, নওগাঁর ৪৩ জন, পাবনার ১৬ জন, কুষ্টিয়ার পাঁচজন, চুয়াডাঙ্গার একজন, জয়পুরহাটের একজন, দিনাজপুরের একজন ও মেহেরপুরের একজন।
এছাড়া আইউসিইউতে চিকিৎসাধীন আছেন ২০ জন।
৩ বছর আগে
রাজশাহীতে করোনায় ১ মাসে ৩৫২ মৃত্যু
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের পাঁচজনের করোনা পজেটিভ ছিল এবং বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টার মধ্যে মৃত আটজনই রাজশাহীর। বাকিদের মধ্যে চাঁপাইনবাগঞ্জের দুইজন, নাটোরের একজন, নওগাঁর একজন রয়েছেন।
আরও পড়ুনঃ দেশে করোনা আক্রান্ত ৯ লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত্যু ১১২
তিনি আরও জানান, এ নিয়ে চলতি এক মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৩৫২ জন। এর মধ্যে রাজশাহীর ১৬৭ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১১৫ জন। এছাড়াও মারা যাওয়া ৩৫২ জনের মধ্যে ১৭১ জনের করোনা পজেটিভ ছিল। বাকি ১৮১ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন।
আরও পড়ুনঃ কুষ্টিয়াতে করোনায় আরও ৮ মৃত্যু
তিনি জানান, চিকিৎসাধীন রোগীদের মধ্যে রাজশাহীর ৩০০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬ জন, নাটোরের ৩৫ জন, নওগাঁর ৪০ জন, পাবনার ২২ জন, কুষ্টিয়ার চারজন, চুয়াডাঙ্গার একজন, দিনাজপুরের একজন ও মেহেরপুরের একজন। আইউসিইউতে চিকিৎসাধীন আছেন ২০ জন।
৩ বছর আগে
কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়েছেন বিদেশফেরত ৪ করোনা পজেটিভ রোগী
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অস্থায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার থেকে রবিবার রাতে চারজন করোনা পজেটিভ রোগী পালিয়েছেন।
পালিয়ে যাওয়া রোগীদের বাড়ি পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলায়। ভারত থেকে আসা ১২ জন করোনা রোগী অবস্থান করছিলেন কোয়ারেন্টাইন সেন্টারে।
আরও পড়ুন: ইউরোপীয় দেশগুলো থেকে আসা যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক: বেবিচক
জানা গেছে, রবিবার বিকালে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে ১২ জন বাংলাদেশি নারী-পুরুষ দেশে ফেরেন। কাস্টমস-ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অস্থায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়। করোনা আক্রান্তদের নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টাইনে অবস্থান বাধ্যতামূলক করা হয়। সেখান থেকে রাতেই চারজন পালিয়ে গেছেন। বর্তমানে আটজন অবস্থান করছেন।
আরও পড়ুন: যুক্তরাজ্য থেকে আসলে ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক: মন্ত্রিসভা
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আগমনকারী দেশি-বিদেশি নাগরিকদের নিজ খরচে এখানে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেয় জেলা করোনা প্রতিরোধ কমিটি। এজন্য একটি মেডিকেল টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। প্রাথমিকভাবে ১০টি কক্ষে ৫০ শয্যার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে ১৫০ শয্যায় উন্নীত করা হবে।
আরও পড়ুন: ব্রিটেনফেরত যাত্রীদের ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া ওই চারজনের ঠিকানায় খোঁজ করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে উদ্যোগ নেয়া হয়েছে।
৩ বছর আগে
করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে কুমিল্লায় ৫ মৃত্যু
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই পুরুষ এবং উপসর্গ নিয়ে দুই পুরুষ ও এক নারী মারা গেছেন।
৪ বছর আগে
কুমেক হাসপাতালে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে ৪ মৃত্যু
করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চারজন মারা গেছেন।
৪ বছর আগে