র্যাব-৫
কেরু অ্যান্ড কোম্পানিতে পাওয়া বোমাটি ১০ ঘণ্টা পর নিষ্ক্রিয়
চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড (চিনিকল) চত্বরে ঝোপের মধ্যে একটি সন্দেহজনক বোমাসদৃশ বস্তুটি আসলেই বোমা ছিল। কেরুজ ক্লাবের পাশে টানা ১০ ঘণ্টা পাহারা দেওয়ার পর বোমাটি উদ্ধার করে রাজশাহী র্যাব-৫ এর প্রশিক্ষিত দল। শেষপর্যন্ত বোমাটি নিষ্ক্রিয় করে তারা।
র্যাব-৫ এর প্রশিক্ষিত দল গতরাত (বৃহস্পতিবার) ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পরে আধুনিক পদ্ধতিতে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। বিকট শব্দে বোমাটি ফাটিয়ে নিষ্ক্রিয় করে দলটি।
জনবহুল এলাকায় শক্তিশালী বোমা পাওয়ার খবরে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কেরু অ্যান্ড কোম্পানির কয়েকজন নিরাপত্তাকর্মী কোম্পানির জেনারেল অফিস ও ক্লাবের পাশের ঝোপের মধ্যে লাল টেপ মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু দেখতে পান। সন্দেহজনক বস্তুটি দেখে তারা দর্শনা থানা পুলিশ ও সেনাক্যাম্পে খবর দেন। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সেনাবাহিনী চলে গেলেও পুলিশ ও কেরুর নিরাপত্তাকর্মীরা সেটি পাহারা দেয়। এরপর রাজশাহী র্যাব-৫ এর প্রশিক্ষিত দলটি এসে বোমাটি উদ্ধার ও নিষ্ক্রিয় করে।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘রাজশাহী র্যাব-৫ এর বোম ডিসপোজাল টিম এসে বোমাটি উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে। আমরা প্রকৃত ঘটনা কী এবং কে বা কারা বোমাটি রেখেছে—সে বিষয়ে তদন্ত করছি। শিগগিরই প্রকৃত ঘটনা উন্মোচন ও অপরাধী শনাক্ত করা হবে।’
কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) আল ফারুক ওমর শরীফ গালিব ও নিরাপত্তা কর্মকর্তা মোফাজ্জল হাসান বলেন, বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। আমরা প্রকৃত ঘটনা উন্মোচনে পুলিশকে সাহায্য করছি।
এদিকে, এ ঘটনা নিয়ে নানা গুজব ও জল্পনা শুরু হয়েছে কেরু চিনিকল এলাকায়। কেউ কেউ বলছেন, এই ঘটনা সদ্য স্থগিত হয়ে যাওয়া শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে পরিকল্পিতভাবে কোনো পক্ষ করেছে। এটি ষড়যন্ত্রের অংশ বলেও নাম প্রকাশ না করে অনেকে মন্তব্য করেছেন।
৭৮ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে অবধৈ ভারতীয় মোবাইলসহ আটক ১: র্যাব
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজলোর রানিহাটি এলাকা থেকে এক দোকান মালকিকে অবৈধ মোবাইল ফোন রাখার অপরাধে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৪৯টি অবধৈ ভারতীয় মোবাইল ফোন সেট জব্দ করেছে বলে জানিয়েছে র্যাব।
আটক রিপন আলি (২২) উপজেলার রসিকনগর সন্ন্যাসিপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে।
আরও পড়ুন: ফরিদপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক: র্যাব
র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত ৮টার দিকে রানিহাটি বাজারের বাটা মার্কেটে অভিযান পরিচালনা করে। অভিযানে ‘রিপন টেলিকম’ নামে মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে আনুমানিক ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ৪৯টি অবৈধ মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে জেএমবি ‘সদস্য’ আটক: র্যাব
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।
১৩৬৬ দিন আগে
রাজশাহীতে ‘জেএমবি’র ৩ সদস্য আটক
রাজশাহী বিভাগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় তিন সদস্যকে আটকের কথা জানিয়েছে র্যাব-৫।
১৫৮৭ দিন আগে
জয়পুরহাটে বিদেশি অস্ত্র, ম্যাগজিনসহ যুবক আটক
জয়পুরহাটের পাঁচবিবির সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তল, দেশীয় ওয়ানশুটার গান, ৫ রাউন্ড তাজা গুলি ও ২টি ম্যাগজিনসহ যুবককে আটক করেছে র্যাব।
১৬৫৬ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ৬ টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করেছে র্যাব।
১৬৫৬ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ২ বেকারিকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধে দুই বেকারির মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৭৪৭ দিন আগে
আসামি ধরতে গিয়ে পানিতে ডুবে র্যাব কর্মকর্তার মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকের মামলার আসামি ধরতে পিছু ধাওয়া করতে গিয়ে শনিবার ছোট যমুনার নদীর পানিতে ডুবে এক র্যাব কর্মকর্তার মৃত্যু হয়েছে।
১৭৪৯ দিন আগে