ট্রাক চাপা
নরসিংদীতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু
নরসিংদী সদর উপজেলায় ট্রাক চাপায় শিহাব (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর দেড়টায় নরসিংদী সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদঘাট এলাকার আলম মিয়ার ছেলে। তিনি নরসিংদীর সাজেদা ড্রাইং-এ শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, লাশটি হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।
তিনি আরও জানান, এ ব্যাপারে হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: কৃষি জমি থেকে মাটি কাটায় ২ যুবককে কারাদণ্ড, ভেকু মেশিন ও ২টি ট্রাক জব্দ
সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
৮ মাস আগে
সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেট শহরতলীর জালালাবাদ থানার টুকেরগাঁও এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ইফতারের আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মাসুক মিয়া (২৩)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১
এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাৎক্ষণিক তার নাম ঠিকানা পাওয়া যায়নি।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, এই ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তাৎক্ষণিক আহতের নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: নওগাঁয় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজশিক্ষার্থীর
৯ মাস আগে
দিনাজপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১
দিনাজপুরের দশমাইল এলাকায় মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও এক আরোহী।
মঙ্গলবার(২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনায় এই হতাহত হয়।
নিহত সাদেকুল ইসলাম বাচ্চু (৪০) চিরিরবন্দরের বড় বাউল গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। আহত আসলাম (৫০) রাজশাহীর দুর্গাপুর উপজেলার ডাঙ্গাপাড়ার সোলায়মান আলীর ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২, আহত ৪
তারা উভয়ে বরেন্দ্র বহুমুখি সেচ প্রকল্পে স্টাফ বলে জানা গেছে।
কাহারোল থানায় উপপরিদর্শক হুমায়ুন কবির জানান, দুর্ঘটনায় হতাহতদের তাৎক্ষণিকভাবে সঠিক পরিচয় পাওয়া যায়নি। তবে খবর পেয়ে তাদের পরিচিত জনরা উভয়ের পরিচয় নিশ্চিত করেছেন।
আহত আসলামকে আশঙ্কাজনক অবস্থায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
১১ মাস আগে
নোয়াখালীতে ট্রাক চাপায় নারী এনজিও কর্মী নিহত
নোয়াখালী শহরে ট্রাক চাপায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নারী মাঠ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে সোনাপুর মাইজদী আঞ্চলিক মহাসড়কে দত্তবাড়ির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দিনাজ সুলতানা জিতু (২৭) চট্রগ্রাম সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের খুলশী এলাকার লকু কলোনীর জাহাঙ্গীর হোসেনের মেয়ে। তিনি মাইজদী শহরের হাউজিং স্টেট এলাকায় বসবাস করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে সোনাপুর থেকে ইট বোঝাই একটি ট্রাক মাইজদী আসার পথে দত্ত বাড়ির মোড় এলাকায় একই দিকে আসা যাত্রীবাহী চলন্ত রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে রিকশা যাত্রী ওই নারী ছিটকে রাস্তায় পড়ে যায়। ট্রাক চালক দ্রুত পালিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে যাওয়া ওই নারীকে চাপা দিয়ে চলে যায়। এতে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: জৈন্তাপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি জানায়, নিহত জিতু সমাজ কল্যাণ ফাউন্ডেশনের একজন মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং ঐ কার্যালয়ে অবস্থান করতেন। সকালে মাঠ পর্যায়ে কাজ করে রিকশা যোগে হাউজিং স্টেট কার্যালয়ে ফিরছিলেন এ সময়ে তিনি দুর্ঘটনার শিকার হন।
ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত
১ বছর আগে
দিনাজপুরে ট্রাক চাপায় মুক্তিযোদ্ধা নিহত
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল ৯টায় পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ার পাথরখনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুক্তিযোদ্ধা শাহাদত আলী (৭০) পাবর্তীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনি এলাকার পালপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
আরও পড়ুন: মাগুরায় ইজিবাইকের চাপায় শিশু নিহত
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের রাস্তায় মুক্তিযোদ্ধা শাহাদত আলীকে একটি ট্রাক চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলে নিহত হন তিনি।
এছাড়া ঘাতক ট্রাক এবং চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) হারুন উর রশিদ বলেন, ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাককে আটক করতে সক্ষম হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত
১ বছর আগে
বিরামপুরে ট্রাক চাপায় দুলাভাই নিহত, আহত শ্যালিকা
দিনাজপুরে বিনোদন কেন্দ্র স্বপ্নপুরিতে পিকনিকে অংশ নিতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের আরেকযাত্রী চালকের শ্যালিকা আহত হয়েছেন।
শুক্রবার (৩ মার্চ) বিরামপুরের রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
নিহত মোটরসাইকেল চালক নুরনবী ইসলাম (৪০)। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধাবাড়ি এলাকার আশরাফ আলীর ছেলে।
আহত শ্যালিকার নাম হোসনে আরা বেগম (২০)। তিনি হাকিমপুর উপজেলার জালালপুর এলাকার এমদাদুল হকের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পিকনিকে অংশ নিতে মোটরসাইকেলে শ্যালিকা হোসনে আরাকে নিয়ে স্বপ্নপুরি যাচ্ছিলেন নুরনবী।
মোটরসাইকেলটি বিরামপুর রেলগেট এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নুরনবী ইসলামকে মৃত ঘোষণা করেন।
তবে তার শ্যালিকা হোসনে আরা আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, কোনো আপত্তি না থাকায় লাশ আইনি প্রক্রিয়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: জকিগঞ্জে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
গোবিন্দগঞ্জে বালুবোঝাই ট্রাক চাপায় ফল ব্যবসায়ী নিহত
১ বছর আগে
চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে তাসফিয়া আক্তার নামে পাঁচ বছরের একটি শিশু নিহত হয়েছে।
সোমবার বেলা দেড়টায় উপজেলার ধনারপাড় জোড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ঘটনায় আহত হয়েছে রুনিয়া আক্তার (৭) নামের আরেক শিশু। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ট্রাকসহ এর চালককে আটক করেছে।
আরও পড়ুন: ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
নিহত তাসফিয়া ধনারপাড় এলাকার অটোরিকশাচালক মো. ইব্রাহিমের মেয়ে। আহত রুনিয়া ওই এলাকার রাকিবুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুর দেড়টায় ধনারপাড় এলাকার প্রধানীয়া বাড়ির ওই দুই শিশু তাদের বাড়ির পাশে একটি দোকানে যাওয়ার জন্য বের হয়। সেখানকার সড়কের ওপর দিয়ে হাঁটার সময় আচমকা পেছন দিক থেকে একটি মালবাহী ট্রাক তাদের দুজনকেই চাপা দেয়।
এতে তাসফিয়ার মাথা, বুক, পিঠ, পা ও মুখমণ্ডল রক্তাক্ত জখম হয়। পরে ঘটনাস্থলেই মারা যায় সে।
অপর শিশু রুনিয়া আক্তারের শরীরের বেশ কিছু অংশও জখম হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ওই ট্রাকসহ এর চালককে আটক করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় ভ্যান চালক নিহত
ময়মনসিংহে ট্রাক চাপায় ২ জন নিহত
১ বছর আগে
যশোরে ট্রাকের চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩
যশোরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন।
রবিবার (১ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে যশোর-চৌগাছা সড়কের আমিন ইটের ভাটার সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতদের মধ্যে দু’জনের নাম পরিচয় পাওয়া গেলেও এখনও পাওয়া যায়নি নিহত ভ্যানচালকের পরিচয়।
আরও পড়ুন: ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২ বাকপ্রতিবন্ধী
নিহত ফারজানা নাসরিন সুমি(২১) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ছাত্রী এবং তার বাড়ি নড়াইলে। অপর নিহত জোহরা খাতুন(৪৫) যশোর সদরের চুড়ামনকাঠি ইউনিয়নের কমলাপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।
এছাড়া আহত অবস্থায় যশোর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন নিহত জোহরার স্বামী আমজাদ হোসেন এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক ও ক্রিয়া বিজ্ঞান বিভাগের ছাত্র মোতাসিন বিল্লাহ(২১)।
নিহত জোহরা খাতুনের লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। বাকি দু’জনের লাশ যশোর জেনারেল হাসপাতালে আনার প্রস্তুতি চলছে।
নিহতের স্বামী আমজাদ হোসেন জানায়, আমরা যশোর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলাম।পথিমধ্যে যশোর- চৌগাছা সড়কের চুড়ামনকাঠি রেললাইন পার হয়ে আমিন ইটভাটার সামনে পৌছালে চৌগাছার দিক থেকে আসা যশোরগামী বিএডিসির একটি ট্রাক সামনের দিক থেকে এসে আমাদের ভ্যানটিকে চাপা দেয়। ট্রাকের চাপায় আমার স্ত্রী ও ভ্যান চালকসহ তিনজন মারা যায়। আমি ও মোতাসিন বিল্লাহ নামে দুই জন বেঁচে যাই।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিকুর রহমান বলেন, ট্রাকচাপায় তিনজন মারা গেছে শুনেছি। তবে জোহরা নামে একজন নারীর লাশ হাসপাতালে এসেছে। দুইজনের লাশ এখনও আসেনি। একই ঘটনায় আমজাদ হোসেন ও মোতাসিম বিল্লাহ নামে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল ভর্তি দুইজন শঙ্কামুক্ত বলা যায়।
জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছে শুনেছি। ঘটনাস্থে পুলিশ আছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: সিরিয়ায় হামলায় নিহত ১০, কুর্দি বাহিনীর হাতে ৫২ জঙ্গি গ্রেপ্তার
কম্বোডিয়ায় হোটেল-ক্যাসিনোতে অগ্নিকাণ্ডে নিহত ১৯
১ বছর আগে
ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাকচাপায় আশরাফ আলী (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার মহেশপুরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় ভ্যান চালক নিহত
নিহত আফছার আলী লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পশ্চিম বেতগ্রাম এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে পলাশবাড়ী বন্দর থেকে একটি মোটরসাইকেলে করে দুইজন রংপুরে যাচ্ছিল। এসময় পলাশবাড়ী পৌরশহরের মহেশপুর ইক্ষু ক্রয় কেন্দ্রের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে জোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আফছার আলী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে বালুবোঝাই ট্রাক চাপায় ফল ব্যবসায়ী নিহত
জকিগঞ্জে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
২ বছর আগে
জকিগঞ্জে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের জকিগঞ্জে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মানিকপুর ইউনিয়নের কলাকুটা বাংলা বাড়ি এলাকার জকিগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জকিগঞ্জ সদর ইউনিয়নের সেনাপতির চক গ্রামের ফয়জুল ইসলামের ছেলে ইমন আহমদ (২৪) ও মানিকপুরের দেওয়ান চক গ্রামের আব্দুল মানিকের ছেলে মুক্তার হোসেন লাল (২৩)। তারা চাচাতো ভাই এবং দুজনই এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তবে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। আমরা ঘাতক ট্রাক চালককে আটকের চেষ্টা করছি।
আরও পড়ুন: বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে ৫০ বছর বয়সী নারী নিহত
নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কা, নিহত ২
২ বছর আগে