মহাপরিচালক
ঘুমধুম সীমান্তে বিজিবি মহাপরিচালকের সঙ্গে মিয়ানমার বিজিপি’র সঙ্গে কুশালাদি বিনিময়
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যগণ। এসময়, ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজের কাছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে কুশালাদি বিনিময়সহ মিষ্টি বিতরণ করেন।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে ১২টা ৩০মিনিট পর্যন্ত বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যগণ ৩৪ বিজিবি’র অধীনস্থ সীমান্ত এলাকাটি পরিদর্শন করেন।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদের (ঢাকা-২০ সংসদ সদস্য) সঙ্গে মো. হাবিবুর রহমান (বগুড়া-৫ সংসদ সদস্য), শামসুল আলম দুদু (জয়পুরহাট-১ সংসদ সদস্য), পীর ফজলুর রহমান (সুনামগঞ্জ-৪ সংসদ সদস্য), নূর মোহাম্মদসহ (কিশোরগঞ্জ-২ সংসদ সদস্য) কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উজ সাকিব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি’র মহাপরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ঘুমধুম বিওপি পরিদর্শনের সময় দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ এবং সৈনিকদের সঙ্গে কুশালাদি বিনিময় করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সীমানা পেরিয়ে দুই যুবকের ভারতে প্রবেশ, ফিরিয়ে আনল বিজিবি
কক্সবাজারে ৫.৬ কোটি টাকার মাদক উদ্ধার: বিজিবি
জঙ্গি, সন্ত্রাসবাদ ও মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে র্যাব: মহাপরিচালক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, বাংলাদেশ সরকারের নির্দেশনায় জঙ্গি, সন্ত্রাসবাদ ও মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে র্যাব। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অতন্ত্র প্রহরী হয়ে র্যাব অবিরাম কাজ করে যাচ্ছে।
র্যাব-৯ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১টায় র্যাব-৯ এর সদর দপ্তরে সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিবন্ধিত নিউজ পোর্টালের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে র্যাব ডিজি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে মানুষের আস্থা অর্জন ও জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে র্যাব-৯। ২০০৫ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠার পর থেকে র্যাব-৯ এর যেসকল সদস্য দেশের তরে কাজ করে জীবন বিলিয়ে দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কমনা এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করছি।
এম খুরশীদ হোসেন বলেন, আইনশৃঙ্খলার রক্ষায় নিয়োজিত থাকার পাশাপাশি র্যাব-৯ সকল দুর্যোগ মুহুর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে। বিগত বন্যায় অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়াসহ নানা সহায়তা প্রদান করেছে র্যাব-৯। এছাড়াও বিভিন্ন সময় মেডিক্যাল ক্যাম্প গঠন করে স্বাস্থ্যসেবা প্রদান, এতিমদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করে তাদের মুখে হাসি ফুটানোসহ নানা সমাজসেবামূলক কর্মকাণ্ড র্যাব-৯ পরিচালনা করছে। আগামীতেও এসকল কর্মকাণ্ড অব্যাহত রাখবে র্যাব-৯।
আরও পড়ুন: জঙ্গিরা দুই ভাগে বিভক্ত হয়ে দুর্গম এলাকায় আশ্রয় নিয়েছে: র্যাব মহাপরিচালক
মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাবের মহাপরিচালক বলেন, যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞায় র্যাবে যেসব সংস্কারের কথা বলা হয়েছে, তার দায়িত্ব সরকারের। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে সব অভিযোগের জবাব দেয়া হয়েছে। সরকার বিষয়টি নিয়ে কাজ করছে। সংস্থার কেউ আইনবিরোধী কাজ করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
র্যাব তার নীতিতে অবিচল উল্লেখ করে মহাপরিচালক বলেন, ‘সংস্থায় কেউ যদি অপরাধ করে সংস্থার নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। নিষেধাজ্ঞায় নাম থাকা ৭৬ জনের তালিকা অনুসারে তদন্ত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্ত রিপোর্ট জমা দেয়া হয়েছে।’
অপর এক প্রশ্নের জবাবে এম খুরশীদ হোসেন বলেন, বান্দরবনের গহীন পাহাড়ে সন্ত্রাসবিরোধী অভিযান এখনও চলমান রয়েছে। গহীন অরণ্যে শুধু নয়;জঙ্গি-সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, সেখানেই অভিযান চালাবে র্যাব। জঙ্গি-সন্ত্রাসীদের কাছে র্যাব হবে আতঙ্কের নাম।’
আরও পড়ুন: পার্বত্য চট্রগ্রামে র্যাবের জঙ্গিবিরোধী অভিযানে আটক ১০
র্যাবের সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র কি অসন্তুষ্ট?: প্রশ্ন প্রধানমন্ত্রীর
র্যাবের সংস্কারের প্রশ্নই আসে না: মহাপরিচালক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নবনিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গিবাদ ও অপরাধ মোকাবিলায় কৃতিত্বপূর্ণ অপরাধবিরোধী এই এলিট ফোর্সকে সংস্কারের কোনো প্রশ্নই আসে না।
তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে, আমি কোনো সংস্কারের কারণ দেখি না। এর সংস্কারের ব্যাপারে আমরা কিছুই করছি না। আমরা আমাদের নির্ধারিত নিয়মে কাজ করছি। আমরা আইন লঙ্ঘন করে কিছু করি না। সেক্ষেত্রে সংস্কারের প্রশ্নই আসে না।’
শনিবার ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং সরকার সরকারি চ্যানেলের মাধ্যমে এর জবাব দিয়েছে। এটা (আমাদের জন্য) কোনো চ্যালেঞ্জ নয়।’
তিনি আরও বলেন, এলিট ফোর্স আইন-শৃঙ্খলা রক্ষা এবং জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক মোকাবিলায় তাদের ভূমিকা অব্যাহত রাখবে।
আরও পড়ুন: র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড উল্লেখযোগ্য কমেছে: পিটার হাস
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় ডিজি এসব কথা বলেন।
সম্প্রতি পিটার হাস জানান যে র্যাবের বিষয়ে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন হয়নি এবং হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার সংগঠনগুলো র্যাবকে মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করায় এর জবাবদিহিতা ও সংস্কার না হওয়া পর্যন্ত সংস্থাটির ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
এলিট এই আইন-শৃঙ্খলা বাহিনীকে বেশ কয়েকটি জোরপূর্বক গুম এবং তথাকথিত ক্রস-ফায়ার ঘটনার জন্য দায়ী করা হয়েছে। যদিও সংস্থাটি তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় ‘সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ’ এবং জার্মান থিঙ্ক ট্যাঙ্ক ‘ফ্রেডরিখ এবার্ট স্টিফটাং’ আয়োজিত এক আলোচনায় মার্কিন রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।
হাস বলেছিলেন যে র্যাব এবং এর সাতজন সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার উদ্দেশ্য তাদের শাস্তি দেয়া নয়; বরং তাদের আচরণ পরিবর্তন এবং জবাবদিহি করা।
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, আমরা অতীতের ঘটনাগুলোর জবাবদিহিতা চাই।
আরও পড়ুন: র্যাবের বর্তমান ডিজি চৌধুরী আবদুল্লাহ নতুন আইজিপি
র্যাবের ওপর হামলা, ফেনীতে ছাত্রলীগ সভাপতি বহিস্কার
বাংলাদেশ বেতারের মহাপরিচালক আর নেই
বাংলাদেশ বেতারের প্রথম মহাপরিচালক (ডিজি) এনামুল হক (৯৩) মারা গেছেন।
তার পরিবার জানিয়েছে,মঙ্গলবার রাতে নগরীর ইউনাইটেড হাসপাতালে এই প্রবীণ সাংবাদিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ বেতারের মহাপরিচালক হন। দুই বছর পর তাকে প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের (পিআইডি) দায়িত্ব দেয়া হয়।
আরও পড়ুন: ঢাকার প্রথম মেয়র বিএনপি নেতা আবুল হাসনাত আর নেই
১৯৮০ সালে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে তিনি প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পান।
তিনি নিউ নেশন পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বহু দেশীয় ও আন্তর্জাতিক প্রকাশনার জন্য শত শত নিবন্ধ লিখেছেন।
তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
তাকে বারিধারা জে ব্লকের একটি কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুন: যুদ্ধাপরাধী গিয়াস উদ্দিন খান আর নেই
মেজর (অব.) এম এ মালেক চৌধুরী আর নেই
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন ডিজি দায়িত্ব নিচ্ছেন
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
বুধবার বিকালে ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এ উপলক্ষ্যে ‘বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান’-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী ও নবনিযুক্ত মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফএসসিডি সদর দপ্তরের মিডিয়া সেলের ইনচার্জ উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান সিকদার।
অনুষ্ঠানে সকল বিভাগের বিভাগীয় উপ-পরিচালক, প্রশিক্ষণ কমপ্লেক্সের অধ্যক্ষ এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পহেলা বৈশাখ উদযাপনকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে র্যাব সতর্ক অবস্থানে আছে: ডিজি
অবৈধ ইটভাটা ধ্বংসের নির্দেশ বাস্তবায়ন হয়নি, পরিবেশের ডিজিসহ ৫ ডিসিকে হাইকোর্টে তলব
বিএসটিআইয়ের সাবেক মহাপরিচালক ড. আজিজ মারা গেছেন
বাংলাদেশে পাটের পাল্প প্রযুক্তি উদ্ভাবনের অগ্রদূত এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) সাবেক মহাপরিচালক ড. আজিজুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহে…রাজিউন)।
শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান বলে তার পরিবার জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
উত্তরা ছয় নম্বর সেক্টরের ঈদগাহে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র নাজিউর রহমান মঞ্জুর বড় ভাই ছিলেন।ড. আজিজ বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কর্ণফুলী পেপার মিলস, জিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি এবং সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: আ’লীগ নেতা বদিউল আলমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
তিনি বাংলাদেশ এনার্জি মনিটরিং ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।
তিনি বিখ্যাত শিক্ষাবিদ ও রসায়নবিদ কুদরত ই খুদার সঙ্গে গবেষক হিসাবে কাজ করেন এবং বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিলের (বিসিএসআইআর) গবেষণা কর্মকর্তা হিসাবে তার কর্মজীবন শুরু করেন।
তিনি লিডস ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেন।
বাংলাদেশের ভোলার সন্তান ড. আজিজ একজন কলম্বো প্ল্যান স্কলার ছিলেন।
আরও পড়ুন: আ’লীগ নেতা সারওয়ার জাহানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সাংবাদিক হাবীবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
মাউশির মহাপরিচালক হলেন নেহাল আহমেদ
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার এক প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তার চলতি দায়িত্বের কারণে তিনি পদোন্নতির দাবি করতে পারবেন না ।
তবে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কোনো কর্মকর্তাকে ঢাকা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দিলে চলতি দায়িত্বের আদেশ বাতিল বলে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
আরও পড়ুন: মাউশির উপপরিচালকের স্বামী হত্যার ঘটনায় মামলা, আটক ৫
বিচার প্রশাসন ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক নাজমুন আরা সুলতানা
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে বুধবার তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আইন ও বিচার বিভাগরের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৯৫ সালের বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আইনের ১১ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানাকে তার যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য নিয়োগ প্রদান করলেন।
আরও পড়ুন: পৌর নির্বাচন: ছাতকে প্রথম নারী মেয়র প্রার্থী
উক্ত পদে কর্মরত থাকাকালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন–ভাতা এবং অন্যান্য সুবিধাপ্রাপ্ত হবেন।
বিচারপতি নাজমুন আরা সুলতানা দেশের প্রথম নারী বিচারক হিসেবে ১৯৭৫ সালের ২০ ডিসেম্বর মুনসেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে যোগ দেন এবং ধাপে ধাপে জেলা জজ হিসেবে পদোন্নতি পান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার সরকার গঠন করলে ২০০০ সালে হাইকোর্ট বিভাগের প্রথম নারী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলেই তিনি আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালের ৭ জুলাই অবসরে যান তিনি।
আরও পড়ুন: চাঁদপুরে প্রথম নারী জেলা প্রশাসকের যোগদান
এবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালক হিসেবেও নিয়োগ পেলেন তিনি।
আরও পড়ুন: গাইবান্ধায় প্রথম নারী সাংবাদিক আফরোজা ভাষা সৈনিক কার্জন আলী পদক পেয়েছেন
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের বর্তমান মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামীকাল ২০ মে শেষ হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডা. খুরশীদের মেয়াদ বাড়ল ২ বছর
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে আরও দুই বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
পূজায় ফরিদপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি
দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে ফরিদপুর জেলা আনসার ও ভিডিপি স্ট্রাইকিং ফোর্স ও কুইক রেসপন্স টিম।