অর্থ আত্মসাতের অভিযোগ
অর্থ আত্মসাতের অভিযোগ: চট্টগ্রামের ৩ সার্ভেয়ার কারাগারে
চট্টগ্রামের ভূমি অধিগ্রহণ শাখার এক কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের মামলায় তিন সার্ভেয়ারকে সোমবার কারাগারে পাঠিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বলেন, চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছা তাদের জামিনের আবেদন খারিজ করে এ আদেশ দেন।
অভিযুক্তরা হলেন- রাঙ্গুনিয়া ভূমি অফিসের মো. মজিবুর রহমান (৪০), মো. আমানতুল মাওলা (৩৬) ও আশীষ চৌধুরী (৫০)।
আদালত সূত্রে জানা গেছে, আউটার রিং রোড প্রকল্প বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে জমি অধিগ্রহণ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এর মধ্যে উত্তর পতেঙ্গা এলাকায় মোট শূন্য দশমিক ২৩ শতাংশ জমি অধিগ্রহণ করেছে কর্তৃপক্ষ।
আসামিরা তাদের পদ ব্যবহার করে জমি অধিগ্রহণের জন্য এক কোটি ১৩ লাখ টাকা আত্মসাৎ করেন।
পরে চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক জাফর আহমদ বাদী হয়ে মামলাটি করেন।
আরও পড়ুন: খুলনায় নাশকতার মামলায় বিএনপির ৬৬ নেতাকর্মী কারাগারে
চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে বয়স বাড়িয়ে শিশুকে কারাগারে পাঠানোর অভিযোগ
১ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
অভিযুক্ত রফিকুল ইসলাম উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
এর আগে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের ১১ লাখ ৬৫ হাজার ১৫০ টাকা আত্মসাৎ করার প্রমাণ পায় তদন্ত কমিটি।
আরও পড়ুন: বৃক্ষপ্রেমিক শিক্ষক নুরুল ইসলাম
এবিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক জানান, স্কুলের অর্থ আত্মসাৎ করার বিষয়ে স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করলে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।
৩ বছর আগে
অর্থ আত্মসাতের অভিযোগে সাহেদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
এনআরবি ব্যাংক থেকে ১ কোটি ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করীমসহ চারজনের বিরুদ্ধে বুধবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪ বছর আগে