ব্যাংক ম্যানেজার
এক মিনিটের ব্যাংক ম্যানেজার ৮ম শ্রেণির ছাত্রী
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাট সোনালী ব্যাংক শাখায় এক মিনিটের জন্য ম্যানেজার হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার কালিকাগাঁও ডি হাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাফা মনি।
এ বিষয়ে সোনালী ব্যাংক ম্যানেজার শামসুজ্জোহা (জুয়েল) বলেন, কয়েকদিন আগে স্কুল ব্যাংকিং হিসাব খোলার ক্যাম্পেইন এবং ছাত্র- ছাত্রীদের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উদ্বুদ্ধ করতে কালিকা গাঁও ডি হাট উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলেন তিনি। স্কুল ব্যাংকিং সম্পর্কে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীর বাড়িতে আগুন
সে সময় তিনি ঐ স্কুলের ছাত্র ছাত্রীদের প্রশ্ন করে বলেন, বড় হয়ে তোমরা কে কে ব্যাংক ম্যানেজার হতে চাও? তখনি অষ্টম শ্রেণির ছাত্রী সাফামনি দাঁড়িয়ে বলেন- আমার স্বপ্ন আমি বড় হয়ে একজন ব্যাংক ম্যানেজার হবো।
সাফা মনি মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে তার বাবা শহিদুল ইসলাম ও মা সুরাইয়া বেগমকে নিয়ে গড়েয়া হাট সোনালী ব্যাংক শাখায় একটি স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে গেলে সোনালী ব্যাংক ম্যানেজার সাফা মনির শ্বপ্ন পূরনে তাকে এক মিনিটের ব্যাংক ম্যানেজার তৈরি করেন।
আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ছাত্রীরা এগিয়ে
এক মিনিটের ম্যানেজার হওয়ার অনুভূতি ব্যক্ত করে সাফা মনি বলে, আজ আমি খুবই আনন্দিত। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন লেখাপড়া শিখে একজন ব্যাংক ম্যানেজার হতে পারি।
সাফা মনির বাবা ও মা বলেন, আমাদের মেয়েকে এক মিনিটের ম্যানেজার হওয়ার এই সুযোগ দেওয়ার জন্য গড়েয়া হাট সোনালী ব্যাংক শাখার সবাইকে ধন্যবাদ জানাই।
আরও পড়ুন: ১৪ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন জবি ছাত্রী খাদিজা
৯ মাস আগে
কাশ্মীরে হামলাকারীর গুলিতে ২ হিন্দু নাগরিকের মৃত্যু
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বৃহস্পতিবার হামলাকারীরা একজন হিন্দু ব্যাংক ম্যানেজার এবং একজন শ্রমিককে গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, যারা এই অঞ্চলের ভারতীয় শাসনের বিরুদ্ধে তারা এ হামলার জন্য দায়ী।
জম্মু-কাশ্মীর পুলিশ পৃথক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে চাদুরা শহরের কাছে একটি ইট কারখানায় জঙ্গিরা দুই হিন্দু শ্রমিককে গুলি করে আহত করেছে। তাদের হাসপাতালে নেয়া হলে সেখানে বিহারের এক শ্রমিকের মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার, সন্দেহভাজন জঙ্গিরা দক্ষিণ কুলগাম জেলায় ব্যাংক ম্যানেজার বিজয় কুমারকে গুলি করে হত্যা করেছে। ভারতের রাজস্থান রাজ্যের বিজয় গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে মারা যান।
সোশ্যাল মিডিয়ায় পোস্টকৃত সিসিটিভি ফুটেজে দেখা গেছে একজন মুখোশধারী আততায়ী ব্যাংকে ঢুকে বিজয়ের ওপর গুলি ছুড়ছে।
আরও পড়ুন: মিয়ানমারে সহিংসতায় ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
কাশ্মীরে ক্যাব খাদে পড়ে নিহত ৯
২ বছর আগে
করোনা: ঠাকুরগাঁওয়ে ব্যাংক ম্যানেজারের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যাদুরাণীহাট শাখার ম্যানেজার মারা গেছেন।
৪ বছর আগে