ভূরুঙ্গামারী
হালখাতা করেও ধারের অর্ধেকের বেশি টাকা ওঠেনি শিক্ষকের
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় এম এ এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল বন্ধুদের দেওয়া ধারের টাকা সময়মতো তুলতে না পেরে হালখাতার আয়োজন করেন। এই হালখাতার দিন ঠিক করে জানুয়ারির প্রথম সপ্তাহে পাওনাদারদের চিঠি দেন। সেই চিঠিতে দেওয়া নির্ধারিত দিন গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) বিকালে হালখাতা অনুষ্ঠিত হয়েছে।
হালখাতার আয়োজনে কোনো প্রকার কমতি ছিল না। আন্ধারীঝাড় বাজারের সিঙ্গাড়া হটস্পট নামের একটি দোকানে আয়োজন করা হয় এই হালখাতা। এ উপলক্ষে রঙিন কাগজ দিয়ে সাজানো হয় দোকানটি। ছিল চেয়ার-টেবিল, টাকার বাক্সের সামনে সাঁটানো হয় শুভ হালখাতার ব্যানার।
ধারের টাকা পরিশোধে আসা ব্যক্তিদের আপ্যায়ণ করা হয় মাংস বিরিয়ানি দিয়ে। প্যাকেটে করে সবাইকে তা দেওয়া হয়। কেউ খেয়ে গেছেন, আবার কেউ নিয়ে গেছেন।
যারা টাকা পরিশোধ করেছেন তাদের নাম খাতা থেকে কাটা হয়েছে। এদিকে, টাকা যারা ধার নিয়েছিলেন তারা বাদেও পুরো বিষয় দেখতে ভিড় করেন স্থানীয়রা। খোঁজখবর নেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা
হালখাতায় টাকা পরিশোধ করতে আসা সোলাইমান ইসলাম বলেন, ‘বেশ কিছুদিন আগে শিক্ষক আউয়ালের কাছে ৩ হাজার টাকা হাওলাত নিয়েছিলাম। হালখাতার চিঠি পেয়ে প্রথমে হতভম্ব হলেও আজ হালখাতা করলাম। বিরিয়ানি খেয়ে ধারের টাকা পরিশোধ করেছি।’
জব্বার মিয়া নামে আরেকজন বলেন, ‘সাড়ে ৬ হাজার টাকা ধার নিয়েছিলাম কয়েক মাস আগে। আজ হালখাতায় পরিশোধ করলাম। বিষয়টা ভালো লেগেছে। এতে ঋণমুক্ত হলাম।’
একই প্রতিষ্ঠানের শিক্ষক আনোয়ারুল হক বলেন, ‘আউয়ালের মন অনেক বড়। তিনি বন্ধু-বান্ধবদের টাকা ধার দিয়ে আনন্দ পান। সেই টাকা তোলার জন্য আজ হালখাতার আয়োজন করেছেন। বিষয়টি নেগেটিভলি না নিয়ে পজেটিভলি নেওয়া দরকার। কারণ, ধার নিয়ে মানুষ এখন দিতে চায় না। সেটা তোলার জন্য এই ব্যতিক্রমী আয়োজন করায় তাকে ধন্যবাদ।’
আরও পড়ুন: কুড়িগ্রামে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা
৯ মাস আগে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কাঠমিস্ত্রির
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট বাজারে এই দুর্ঘটনা ঘটে।
মৃত আব্দুস ছালাম ওই ইউনিয়নের ভেলীকুড়ি গ্রামের জহির উদ্দিনের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্মতা ডা. এএসএম সায়েম।
আরও পড়ুন: বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু
স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১২টার দিকে নতুন হাট বাজারের একটি দোকানঘরের টিন লাগাতে যান কাঠ মিস্ত্রি আব্দুস ছালাম। এসময় ঘরের চালে উঠতে গেলে হঠাৎ বিদ্যুতের তারের স্পর্শ লেগে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম সায়েম বলেন, ওই রোগী হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়েছে।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজধানীর চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
কুষ্টিয়ার খোকসায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
১ বছর আগে
কুড়িগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। তাদের উভয়ের বয়স ২ বছর। শুক্রবার (১৪ জুলাই) সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু দু’টি হচ্ছে- জাবির ও আদিব। তারা সম্পর্কে চাচাতো ভাই।
আরও পড়ুন: কুড়িগ্রামে অতিরিক্ত গরমে শ্বাসকষ্ট নিয়ে ২ শিক্ষার্থী হাসপাতালে
জাবির খামার বেলদহ গ্রামের আব্দুল হামিদ বাবুর ছেলে এবং আদিব একই গ্রামের আনোয়ার হোসেন ভুট্টুর ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায় শিশু দু’টি।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হবে।
আরও পড়ুন: কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার উপরে
কুড়িগ্রামে মাদক জব্দ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার
১ বছর আগে
কুড়িগ্রামে ৫০০ টাকা বাজি ধরে মধ্যরাতে নদে ঝাঁপ, যুবক নিখোঁজ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫০০ টাকা বাজি ধরে নদে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুরের দুধকুমার নদের শহিদুলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ বাবুল মিয়া (২২) পাইকের ছড়া ইউনিয়নের মাওলানা পাড়া গ্রামের আনিস আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাইকেরছড়া মাওলানা পাড়ার মোজাম্মেল হকের ছেলে হাসেম আলীর সঙ্গে তিলাই ইউনিয়নের খোঁচা বাড়ির চর এলাকার মৃত হযরত আলীর মেয়ের বিয়ে হয়। রবিবার রাত ১২টার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকায় দুধকুমার নদ পার হওয়ার জন্য শহিদুলের ঘাটের নৌকায় ওঠেন সবাই। নৌকাটি মাঝ নদে পৌঁছলে বরের ফুফাতো ভাই বাবুল মিয়া অন্যান্য বন্ধুদের সঙ্গে সাঁতরিয়ে নদ পার হওয়ার বাজি ধরেন। এরপর বন্ধুদের সঙ্গে ৫০০ টাকা বাজি ধরে নৌকা থেকে নদে ঝাঁপ দেন তিনি।
আরও পড়ুন: কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৪
কিছুদূর সাঁতরিয়ে যাওয়ার পর স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায় বাবুল। রাত থেকেই তার খোঁজ চালায় স্বজনরা।
তবে, পরদিন সোমবার সকাল ১১টা পর্যন্ত নদের বিভিন্ন জায়গায় খোঁজ করেও বাবুল মিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সকালে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এছাড়া, নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এলে উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।
আরও পড়ুন: কুড়িগ্রামে প্রধান শিক্ষককে মারধর: আ.লীগ নেতাকে দল থেকে অব্যাহতি
কুড়িগ্রামে অটোরিকশা কিনতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন চালক
১ বছর আগে
ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় যুবক আটক, মোটরসাইকেল জব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটর সাইকেলসহ ভারতীয় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ওই যুবকের নাম আবু সায়েদ (১৮)। সে ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলার আগমনী থানার ঝসকাল গ্রামের আব্দুল জলিলের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ যুবক আটক
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে বঙ্গসোনাহাট স্থলবন্দরে শূন্য রেখার আন্তর্জাতিক সীমানা পিলার ১০০৯ এর ভারতীয় অংশের সোনাহাট স্থলবন্দরে একটি গেট খোলা থাকায় যুবকটি মোটরসাইকেল নিয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করে। পরে বিএসএফ সিসি ক্যামেরার ফুটেজ থেকে ছবি সংগ্রহ করে বিজিবি সোনাহাট ক্যাম্পে অবহিত করে।
অপরদিকে স্থলবন্দরের ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদেরকেও বিষয়টি অবহিত করে। পরে স্থানীয়রা সোনাহাট স্থলবন্দর-ভূরুঙ্গামারী সড়কের ঘুন্টিঘর নামক স্থান থেকে ভারতীয় ওই যুবককে আটক করে বিজিবি সোনাহাট ক্যাম্পে সোপর্দ করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতীয় ওই যুবক বিজিবি সোনাহাট ক্যাম্পের হেফাজতে আছে বলে জানা গেছে।
এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল মোত্তাকিম এসপিপি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ভারতীয় যুবক আত্মীয়ের বাসায় যাওয়ার সময় ভুল করে বাংলাদেশে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘ফেসবুকে অসম্মানজনক স্ট্যাটাস’, যুবক আটক
রাজশাহীতে শিশু ধর্ষণ, যুবক আটক
১ বছর আগে
ভূরুঙ্গামারী খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভোটহাট গ্রামে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
নিহত শিশু যোবায়ের হোসেন (৫) ওই গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: মাগুরায় নছিমনচাপায় শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রতিবেশী ফরমান আলীর আঙ্গিনায় বন্ধুদের সঙ্গে খেলছিল শিশুটি।
এ সময় আঙ্গিনায় ব্যাটারিচালিত ভ্যানের ব্যাটারি বৈদ্যুতিকভাবে চার্জ দেয়া হচ্ছিল। অসাবধানতাবশত শিশুটি সেখানে স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।
এছাড়া ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গু: চট্টগ্রামে শিশুর মৃত্যু
পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
২ বছর আগে
ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইন জব্দ, গ্রেপ্তার ২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শনিবার ইয়াবা ও হেরোইন জব্দ করা হয়েছে। এ সময় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে তাদেরকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-রংপুরের মৃত. মনির উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৩৩) ও ভূরুঙ্গামারীর শামসুল হকের ছেলে শাহজাহান আলী (৪৩)।
আরও পড়ুন:চট্টগ্রামে ১১ জলদস্যু গ্রেপ্তার, দেশীয় অস্ত্র জব্দ
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলার দেওয়ানের খামার এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ফারুক মিয়াকে ১৯০ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাতে মানিককাজী এলাকায় অভিযান চালিয়ে শাহজাহান আলী নামে অপর মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে রবিবার সকালে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন:বেনাপোল সীমান্তে ৩০টি স্বর্ণের বার জব্দ, আটক ১
সিরাজগঞ্জে ৭০ হাজার টাকার জালনোট জব্দ, গ্রেপ্তার ৪
২ বছর আগে
আটকের ৮ ঘণ্টা পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মইদাম সীমান্তে শূন্য রেখা থেকে এক বাংলাদেশিকে আটকের আট ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ)। পরে তাকে আইন অনুযায়ী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
আটক কামাল হোসেন শেখ (৩৮) উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের আবুল হোসেনের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়দান বিওপি ক্যাম্পের বরাত দিয়ে উপজেলার পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, গত শনিবার বিকালে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৭৭ এর সাব পিলার ৭ এসের পাশ থেকে ভারতের পশ্চিমবঙ্গ কোচবিহার জেলার দিনহাটা থানার ১২৯ বিএসএফ দিঘলটারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা কামাল হোসেন নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যায়।
পরে বিএসএফ'র হেফাজতে থাকা বাংলাদেশিকে ফেরত আনার জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি পাঠানো হয়। ওইদিন দিবাগত রাতেই বিজিবি-বিএসএফ পর্যায়ে আন্তর্জাতিক মেইন পিলার ৯৭৫/৮ এস ও ৭৮/১২ এর স্থানে পতাকা বৈঠকের মাধ্যমে আটক কামাল হোসেনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১২ টার দিকে বিজিবি সদস্যরা কামাল হোসেনকে ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভারত যাওয়ায় তার বিরুদ্ধে বাংলাদেশ পার্সপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে কামাল হোসেনকে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: জাফলংয়ে গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর করলো বিএসএফ
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
২ বছর আগে
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সেনা সদস্য নিহত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় শিপন মিয়া (২৩) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার সোনাহাট সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেনা সদস্য উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল আওয়ালের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, নিহত শিপন সন্ধ্যার পরপরই একজন আরোহীসহ মটরসাইকেল যোগে ভূরুঙ্গামারী শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে সোনাহাট রেল সেতুর মাঝমাঝি পৌঁছেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে মটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শিপন মিয়া কিছুদিন আগে তার কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে এসেছেন বলে তার পারবারিক সূত্রে জানা গেছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটিকে আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে।
আরও পড়ুন: জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ২ মাদরাসা ছাত্র নিহত
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত
সুনামগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ২
২ বছর আগে
ভূরুঙ্গামারীতে এসিড নিক্ষেপের অভিযোগে যুবক আটক
জেলার ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের ময়দান গ্রামে বৃহস্পতির সন্ধ্যায় কিশোরীর শরীরে এসিড নিক্ষেপের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
৪ বছর আগে