কোভিড-১৯ ভ্যাকসিন
স্কুলশিক্ষার্থীদের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মতি: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশের ১৮ বছরের নিচে স্কুলশিক্ষার্থীদের করোনার টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
রবিবার দুপুরে রাজধানীর বিসিপিএস মিলনায়তনে কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। স্কুলশিক্ষার্থীদের টিকার বিষয়ে তাঁর পরামর্শ চাইলে তিনি আমাদের অনুমোদন দিয়েছেন।’
তিনি বলেন,‘১২ থেকে ১৭ বছরের শিশুদের শিগগিরই টিকার আওতায় আনা হবে। এ লক্ষ্যে আমাদের প্রস্তুতি চলছে। তাদের ফাইজারের টিকা দেয়া হবে। আমাদের কাছে ৬০ লাখ ফাইজারের টিকা মজুদ আছে। আরও ৪০ লাখ ডোজ টিকা শিগগিরই পাবো। আমাদের টিকার কোনো সংকট নেই।’
আরও পড়ুন: আগামী মার্চের মধ্যে ৭০-৮০ শতাংশ মানুষকে টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে আট কোটি লোককে দুই ডোজ এবং মার্চ থেকে এপ্রিলের মধ্যে আরও চার কোটি দুই ডোজ টিকা দেয়া হবে। এর ফলে আগামী এপ্রিলের মধ্যে ৭০ শতাংশ মানুষ টিকার আওতায় আসবে বলেও প্রত্যাশা করেন তিনি।
ক্রয় ও বিভিন্ন উৎস থেকে জানুয়ারির মধ্যে প্রায় ১৬ কোটি টিকা আসবে উল্লেখ করে তিনি বলেন, ‘অক্টোবরে তিন কোটি, নভেম্বরে পৌনে চার কোটি, ডিসেম্বরে পাঁচ কোটি ও জানুয়ারি পৌনে চার কোটি ডোজ টিকা আসবে।’
আরও পড়ুন: ভারত থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা
সোমবার থেকে টিকা কার্যক্রম শুরু করছে ঢাবি
৩ বছর আগে
বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহে ২ সপ্তাহ সময় লাগবে: পররাষ্ট্রমন্ত্রী
সরকার তিনটি বিকল্প উত্স- রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্র থেকে কোভিড টিকার অনুসন্ধান করছে এবং এই প্রক্রিয়াটি শেষ করতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে বলে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন।
তিনি তার বাসভবনে সাংবাদিকদের বলেন, 'এটি একটি উপযুক্ত সময়। বাংলাদেশের তাত্ক্ষণিক প্রয়োজনের জন্য কমপক্ষে ২০ থেকে ৩০ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়ার জন্য ভারতের সাথে আলোচনাও চলছে।’
আরও পড়ুন: ভ্যাকসিন সহযোগিতা: চীন নেতৃত্বাধীন ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র নিজেদের সুরক্ষা নিশ্চিত করে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিনের সম্পূর্ণ স্টক বিশ্বব্যাপী সরবরাহ করা শুরু করবে।
হোয়াইট হাউস সোমবার জানায়, আগামী কয়েক মাসে রপ্তানির জন্য ৬০ মিলিয়ন ডোজ পর্যাপ্ত থাকার সম্ভাবনা রয়েছে ।
ড. মোমেন বলেন, বাংলাদেশ রাশিয়া ও চীন থেকে জরুরিভাবে ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিতে পারে। 'যেখানে পাব সেখান থেকেই আমরা ভ্যাকসিন নিব।'
কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় ভ্যাকসিন সহযোগিতা জোরদার করার বিষয়ে চীন নেতৃত্বাধীন ভার্চুয়াল বৈঠকে অংশ নেয়ার পর পররাষ্ট্রমন্ত্রী তার বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
তিনি বলেন, কোভিড-পরবর্তী দারিদ্র্য ও ই-কমার্স ফোরামের জন্য চীন একটি উন্নয়ন কেন্দ্র স্থাপনসহ তিনটি পরামর্শ শেয়ার করেছে।
আরও পড়ুন: রাশিয়ার টিকা 'স্পুটনিক ভি’ ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমাদের বহুপাক্ষিকতায় বিশ্বাস করা উচিত। আমরা সহযোগিতা ও অংশীদারিত্বের উপর জোর দিয়েছি।'
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দক্ষিণ এশিয়ার আরও চারটি দেশের পররাষ্ট্রমন্ত্রীকে দুপুর ২টায় শুরু হওয়ার ভার্চুয়াল বৈঠকে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।
আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে অংশ নেন।
ডা. মোমেন বলেন, চীন এই প্রক্রিয়াটিতে ভারতকেও স্বাগত জানিয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব ভারতেরই।
তিনি বলেন, চীন উপহার হিসেবে ৬ লাখ ভ্যাকসিনের ডোজ দেবে এবং আশা করি শিগগিরই বাণিজ্যিক ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ ভ্যাকসিন পাবে।
আরও পড়ুন: মে মাসের প্রথম সপ্তাহে ২১ লাখ টিকা আসছে
বাংলাদেশ চুক্তির মাধ্যমে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) দ্বারা উত্পাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ টিকার ৭০ লাখ ডোজ পেয়েছে। দ্বিপাক্ষিক অংশীদারিত্বের উপহার হিসেবেও বাংলাদেশ টিকার ৩৩ লাখ ডোজ পেয়েছে।
এটি ভারত থেকে যেকোনো দেশে পাঠানো বৃহত্তম পরিমাণ।
৩ বছর আগে
বিশেষ ফ্লাইটের যাত্রীদের জন্য কোয়ারেন্টাইন প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বেবিচক
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) শনিবার বিশেষ ফ্লাইটের যাত্রীদের কোয়ারেন্টাইন প্রক্রিয়া সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
এই আদেশ ২৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
সকল আগত বা বহির্গামী যাত্রীর বাধ্যতামূলকভাবে পিসিআর ভিত্তিক কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে।
আরও পড়ুন: শনিবার থেকে ৪ আন্তর্জাতিক গন্তব্যে ইউএস বাংলার বিশেষ ফ্লাইট
বিজ্ঞপ্তি অনুসারে, পিসিআর পরীক্ষাটি ফ্লাইট ছাড়ার ৭২ ঘণ্টার মধ্যে করতে হবে।
আগত যাত্রীদের মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিনের দুটি ডোজ প্রাপ্ত এবং সাথে টিকাদানের প্রমাণসহ পিসিআর ভিত্তিক কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট বহনকারীদেরও ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করতে হবে।
স্থানীয় প্রশাসন বাড়িতে তাদের কোয়ারান্টাইন নিশ্চিত করবে।
পিসিআর ভিত্তিক কোভিড-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট বহনকারী আগত যাত্রীদের এবং ভ্যাকসিনের প্রথম ডোজ প্রাপ্ত বা এখনও ভ্যাকসিন নেননি তাদের বাধ্যতামূলক ভাবে সরকার মনোনীত হোটেলগুলোতে যাত্রীদের নিজস্ব ব্যয়ে তিন দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: লকডাউন: আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইট চালু ১৭ এপ্রিল
তিন দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষ হওয়ার পরে কোভিড-১৯ পিসিআর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে। পিসিআর ভিত্তিক কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে মোট ১১ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ করার পর যাত্রীদের ছেড়ে দেয়া হবে।
স্থানীয় প্রশাসন তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পিসিআর ভিত্তিক কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজেটিভ হলে সেক্ষেত্রে যাত্রীকে নিজস্ব ব্যয়ে সরকার মনোনীত হোটেলে আইসোলেশনেথাকতে হবে।
টিকা দেয়ার বিষয়ে নিশ্চিত হলেই সংশ্লিষ্ট এয়ারলাইনস যাত্রীদের বোর্ডিং পাস প্রদান করবে।
আরও পড়ুন: বিদেশগামী প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে সরকার
সরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হোটেলগুলোতে যাত্রীদের জন্য আসন রয়েছে কিনা বা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য হোটেল রিজারভেশনের প্রমাণ রয়েছে কিনা তা এয়ারলাইন্সের অবশ্যই নিশ্চিত করতে হবে।
সরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হোটেলগুলোতে আসন পাওয়ানা গেলে যাত্রীরা হোটেলে রিজারভেশন নিশ্চিত করার পরেই কেবল ফ্লাইটে উঠবেন।
৩ বছর আগে
কোভিড-১৯ ভ্যাকসিন: বাংলাদেশের কাছে ‘বিকল্প কম’
করোনাভাইরাসের তিনটি ভ্যাকসিন যেহেতু শিগগিরই বাজারে আসার জন্য প্রস্তুত, এখন জনগণের মনে একটি প্রশ্ন দেখা দিয়েছে যে, সেখান থেকে একটি ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান আসলে কোথায়।
৪ বছর আগে
মস্কোতে বিনামূল্যে দেয়া হবে কোভিড-১৯ ভ্যাকসিন: মেয়র
মস্কোর মেয়র সের্গেই সোবইয়ানিন শুক্রবার ঘোষণা করেছেন যে মস্কোতে কোভিড-১৯ রোধে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হবে। খবর তাস’র।
৪ বছর আগে