কাদের
বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ নয়: কাদের
বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিএনপির হাতে গণতন্ত্র, ভোট, নিরাপত্তা, মুক্তিযুদ্ধ, কিছুই নিরাপদ নয়। তারা একাত্তরের বাংলাদেশ চায় না। তারা হত্যা ও সন্ত্রাস চায়। তারা দুর্নীতি ও স্বৈরাচার চায়।’
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর গুলিস্তানে বাংলাদেশ শ্রমিক লীগ আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি অনুমতি ছাড়া কোনো সমাবেশ করলে পালাবার পথ পাবে না। বিএনপির দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটামের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি বলেছে আওয়ামী লীগকে কবরস্থানে পাঠাবে। বিএনপির রাজনীতিরই এখন কবরস্থানে যাওয়ার পালা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সমালোচনা করে তিনি বলেন, সরকার যদি অবৈধ হয়, তাহলে খালেদা জিয়ার মুক্তির জন্য অবৈধ সরকারের কাছে আবেদন করলেন কেন?আরও পড়ুন: বাংলাদেশের মানুষের বঞ্চনার ইতিহাস দূর হয়ে গেছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
সরকারের অনুমতি নিতে হবে; অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সিনিয়র এই নেতা বলেন, যারা ভাঙচুর করতে আসবে তাদের শায়েস্তা করা হবে।
তিনি দলের নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে গণতন্ত্র নিরাপদ নয়। শেখ হাসিনার কারণেই বাংলাদেশ অনেক শান্তিপূর্ণ। তার মতো সৎ নেতা রাজনীতিতে বিরল বলেও উল্লেখ করেন কাদের।
আরও পড়ুন: সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে নেত্রী ডাকলে সাড়া দিতে বলেন। বিএনপির হাতে ক্ষমতা গেলে বাংলাদেশ আবার অন্ধকারে নিমজ্জিত হবে।
মহাসমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন: বিএনপি এক দফার দাবিতে থাকলে নির্বাচনী বাস মিস করবে: সালমান এফ রহমান
বিএনপি ড. ইউনূসকে নিয়ে ওয়ান ইলেভেনের অশুভ খেলায় লিপ্ত হতে চায় : কাদের
কামাল হোসেনকে নিয়ে গত নির্বাচনের পর বিএনপি এবার ডক্টর ইউনূসকে নিয়ে ১/১১’র অশুভ খেলায় লিপ্ত হতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার আগে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘এটা ভালো সময় নয়। এখানে একটি শয়তান আছে। পাপাচারের সংখ্যা বেড়েছে। এখানে অশান্তির আশঙ্কা রয়েছে। শ্রী কৃষ্ণের পরামর্শ মতো শান্তি বজায় রাখতে আমাদের সতর্ক থাকতে হবে।’
আরও পড়ুন: মেট্রোরেল ও পদ্মা সেতু প্রমাণ করে আ. লীগ কথায় নয় কাজে বিশ্বাসী: কাদের
তিনি বলেন, ‘গত সাড়ে ১৪ বছরে এটা প্রমাণিত হয়েছে যে, শাসক হিসেবে রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে হিন্দু সম্প্রদায়ের কাছের মানুষ আর কেউ নেই। আওয়ামী লীগ যখন ছিল তখন হিন্দু ভাই-বোনেরা নিরাপদ ছিল।’
তিনি আরও বলেন, ‘এখন আমি ভয় পাচ্ছি। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে কোনো অপশক্তি যদি এমন কিছু করে, যা হিন্দুদের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল সৃষ্টি করতে পারে। তাই আমাদের আরও সতর্ক হতে হবে।’
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মণীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক রমেন মন্ডল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য হাজী সেলিম প্রমুখ।
আরও পড়ুন: গুম ও হত্যার দায় সরকারের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে বিএনপি: কাদের
মেট্রোরেল ও পদ্মা সেতু প্রমাণ করে আ. লীগ কথায় নয় কাজে বিশ্বাসী: কাদের
মেট্রোরেল ও পদ্মা সেতু বাস্তবায়ন করে আওয়ামী লীগ সরকার যে কথায় নয়, কাজে বিশ্বাসী তা এরই মধ্যে প্রমাণ করেছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা-ফার্মগেট অংশের উদ্বোধন উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন। এরপর রবিবার যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে বলে প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন।
ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কাদের আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা তাদের কথা রাখে।
আরও পড়ুন: শনিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ নেতা বলেন, ‘সরকার পতন তো দূরের কথা, বিএনপি নিজেদের অস্তিত্বের সংকট নিয়ে চিন্তিত।’
তিনি বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস বা সহিংসতার বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ সজাগ রয়েছে।
দলের কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মীদের আস্থা নেই। কালো পতাকা নিয়ে আন্দোলন করা সম্ভব নয় বলেও জানান কাদের। ‘এটি একটি শোক মিছিলে পরিণত হয়।’
আরও পড়ুন: গুম ও হত্যার দায় সরকারের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে বিএনপি: কাদের
গুম ও হত্যার দায় সরকারের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে বিএনপি: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অভ্যন্তরীণ কোন্দলের কারণে গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ সরকারের ওপর দোষ চাপানোর অপচেষ্টা করছে।
তিনি বলেন, ‘বিএনপি নেতারা বিদেশি বন্ধু ও তাদের প্রতিনিধিদের সহানুভূতি পাওয়ার আশায় গুম-হত্যার ঘটনা নিয়ে অবিরাম মিথ্যাচার করে চলেছেন। তারা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফলে গুম ও হত্যাকাণ্ডের জন্য সরকারের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।’
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি নেতাদের ‘অসত্য, মিথ্যা ও বানোয়াট’ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: ষড়যন্ত্রকারীরা প্রস্তুত হচ্ছে, আমরাও প্রস্তুত আছি : ওবায়দুল কাদের
তিনি এ দাবিকে ভিত্তিহীন আখ্যায়িত করে বলেন, বিএনপি নেতারা দীর্ঘদিন ধরে গুম নিয়ে যেসব বানোয়াট বক্তব্য দিয়ে আসছেন, তা বাস্তবতা বর্জিত।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, চট্টগ্রাম বিএনপি নেতা জামাল উদ্দিনের নিখোঁজের জন্য প্রথমে আওয়ামী লীগকে দায়ী করা হলেও পরে দেখা গেছে জামাল উদ্দিন বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের শিকার।
একইভাবে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের নিখোঁজের পর সরকারকে দোষারোপ করার অপচেষ্টা করা হলেও পরে দেখা গেছে বিএনপি নেতা ভারতে আত্মগোপন করে আছেন বলে মন্তব্য করেন আ.লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, এমনকি বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা নিয়েও বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন, ইলিয়াস আলীকে জোর করে গুম করেছে বিএনপি নেতারা- যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে।
কাদের বলেন, ‘বিএনপি গুম নিয়ে মিথ্যা বক্তব্য দিচ্ছে এবং আন্তর্জাতিক মঞ্চে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সরকারকে দোষারোপ করছে। কিন্তু তাদের নিখোঁজ হওয়ার নাটকের পেছনের গল্প আজ মানুষের অজানা নয়।’
আরও পড়ুন: বিশ্বের কিছু বড় শক্তি বাংলাদেশে তাদের অনুগত সরকার চায়: প্রধানমন্ত্রী
তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামলে ঘটে যাওয়া গুম ও হত্যার বিভিন্ন ঘটনার উল্লেখ করেন।
‘বাংলাদেশ আওয়ামী লীগ খুন-গুমের রাজনীতিতে বিশ্বাস করে না। বরং আওয়ামী লীগই বারবার হত্যা, অভ্যুত্থান, গুম ও ষড়যন্ত্রের নিষ্ঠুর শিকার হয়েছে।’
তিনি বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক প্রতিকূলতা ও চ্যালেঞ্জ কাটিয়ে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।
কাদের বলেন,‘আমরা উন্নত, সমৃদ্ধশালী ও স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি সুখী, সমৃদ্ধ, নিরাপদ, শান্তিপূর্ণ ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। যেখানে সাংবিধানিক বিধান অনুযায়ী সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠিত ও সুসংহত হবে।’
আরও পড়ুন: বঙ্গবন্ধু হত্যার মূল হোতাদের চিহ্নিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ইউনূসকে ব্যবহার করে বিএনপির ‘নতুন খেলা’ শুরু: কাদের
বিএনপির আন্দোলনে ভাটা পড়ায় ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে নতুন খেলা শুরু করেছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের মাটিতে তাদের এই অশুভ খেলা খেলতে দেওয়া হবে না।
বুধবার (৩০ আগস্ট) সচিবালয়ে জাতির পিতার ৪৮তম শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ এবং বাংলাদেশ সচিবালয় বহুমূখী সমবায় সমিতি এই কর্মসূচির আয়োজন করে।
যুক্তরাষ্ট্রের একটি পত্রিকায় প্রকাশিত নোবেল বিজয়ীদের সাম্প্রতিক বিবৃতির পেছনে অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, পত্রিকায় বিবৃতির জন্য জায়গা পেতে দুই মিলিয়ন ডলার খরচ হয়েছে।
আরও পড়ুন: গুমের শিকারদের স্মরণে বুধবার কর্মসূচি পালন করবে বিএনপি
মন্ত্রী বলেন, তারা আবারও ১/১১-এর স্বপ্ন দেখছে। ড. ইউনূস সে সময় অনেক চেষ্টা করেছিলেন। তার স্বপ্ন পূরণ হয়নি।’
তিনি বলেন, কেউ কেউ ইউনুসের মামলা স্থগিত করতে বলেন, মামলা কীভাবে স্থগিত হবে? মামলার কাগজপত্র, দলিল দস্তাবেজ ঠিক আছে কি না দেখেন। আপনারা হাওয়ায় একটা বিবৃতি ছেড়ে দিলেন। আবার এরসঙ্গে একটু দ্বিধা লাগে, যখন অবাধ-সুষ্ঠু নির্বাচনের দাবি করা হয়। তারা বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে চান। বাংলাদেশে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে ভণ্ডুল করতে নতুন প্ল্যাটফর্ম করতে চান। পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের মাটিতে এই অশুভ খেলা আমরা খেলতে দেব না।
মন্ত্রী বলেন, নোবেল পেয়েছেন বলে কোনো অপরাধ করেও অব্যাহতি পেয়ে যাবেন- এটা কোন দেশের আইনে আছে। শ্রমিকের অর্থ আত্মসাৎ করেন যিনি, তার মতো নোবেল বিজয়ী শ্রেষ্ঠ সন্তানের আমাদের প্রয়োজন কী? শ্রমিকের অর্থ আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে মামলা করেছেন শ্রমিকরা।
আরও পড়ুন: ষড়যন্ত্রকারীরা প্রস্তুত হচ্ছে, আমরাও প্রস্তুত আছি : ওবায়দুল কাদের
শেখ হাসিনা নির্বাচনে হারলে, হেরে যাবে বাংলাদেশ: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা পরাজিত হলে, বাংলাদেশ হেরে যাবে।
তিনি বলেন, দেশের দরিদ্র মানুষকে বাঁচাতে শেখ হাসিনাকে জিততেই হবে।
আরও পড়ুন: আ.লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাল কাদের
শনিবার (২৬ আগস্ট) বিকালে ঢাকার মিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি প্রশ্ন রেখে বলেন, শেখ হাসিনার বিকল্প নেই, দেশে শেখ হাসিনার চেয়ে যোগ্য প্রধানমন্ত্রী কে?
তিনি বলেন, বিএনপি শেখ হাসিনার পদত্যাগ চায়। জনগণ তত্ত্বাবধায়ক সরকার ও সংসদ ভেঙে শেখ হাসিনার পদত্যাগ চায় না।
বিএনপিকে সন্ত্রাস, দুর্নীতি ও মানুষ হত্যাকারী দল উল্লেখ করে তিনি বলেন, বিরোধীরা আবার ক্ষমতায় এলে এক রাতেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে।
আওয়ামী লীগ নেতা আরও বলেন, ক্ষমতা দখল করতে পারলে বিএনপি মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে গ্রাস করে দেশকে পাকিস্তান ও আফগানিস্তানে পরিণত করবে।
ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন- সংসদ সদস্য আগা খান মিন্টু, দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।
আরও পড়ুন: আন্দোলনে ব্যর্থ হয়ে শোক মিছিল করেছে বিএনপি: কাদের
বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন চায় জাতিসংঘ: ওবায়দুল কাদের
আন্দোলনে ব্যর্থ হয়ে শোক মিছিল করেছে বিএনপি: কাদের
ঢাকা, ২৫ আগস্ট (ইউএনবি)- আন্দোলন করার চেষ্টায় ব্যর্থ হয়ে বিএনপি শোক মিছিল করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপি-জামায়াতের সহিংসতা, নৈরাজ্য ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আওয়ামী লীগ ঢাকা দক্ষিণ মহানগর শাখার আয়োজনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এক শান্তি সমাবেশে বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আন্দোলনে ব্যর্থতার পর বিএনপি শোক মিছিল করছে। দলটি অলস বসে থাকার স্বপ্ন দেখে, নিষেধাজ্ঞা ও ভিসা নীতির আতঙ্ক ছড়ায়।’
আরও পড়ুন: সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের ২১ নেতা বহিষ্কার
আ.লীগ নেতা বলেন, আ.লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে দেশে এমন কোন রাজনৈতিক শক্তি নেই যে আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে।
বিএনপি কেন কালো পতাকা মিছিল করছে এবং তাদের কোনো নেতা মারা গেছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন: সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট: কিশোরগঞ্জে ছাত্রলীগের ৭ নেতাকে অব্যাহতি
তিনি আরো বলেন, এখন বিএনপি নেতারা শোক মিছিল বের করে আন্দোলনকে ধ্বংস করছে।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য দেন।
শুক্রবার রাজধানীর নয়াপল্টন ও শ্যামলী এলাকায় কালো পতাকা হাতে পৃথক দুটি মিছিল বের করে বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগর শাখা তাদের এক দফা দাবির মধ্যে রয়েছে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সাধারণ নির্বাচন।
আরও পড়ুন: বিএনপিকে লাল পতাকা দেখিয়েছে জনগণ: তথ্যমন্ত্রী
আ.লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাল কাদের
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার বিকালে তেজগাঁও জেলা আওয়ামী লীগ ভবনে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা জেলা আওয়ামী লীগের মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমাদের মধ্যে বিভক্তি থাকলে আমাদের শত্রুরা সুবিধা নেবে।’
কাদের বলেন, এদেশের ইতিহাসে দু’টি নাম অমর: বঙ্গবন্ধু ও শেখ হাসিনা।
‘১৯৭৫ সালে আমরা যে যুদ্ধ করেছি তা ছিল টিকে থাকার লড়াই’ উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৭৫ সালের পর শেখ হাসিনা এদেশের সবচেয়ে বড় অর্জন। তার নেতৃত্বেই সব উন্নয়ন হয়েছে।’
আরও পড়ুন: সরকার কচুরিপানার পানি নয় যে ধাক্কা দিলে পড়ে যাবে: হানিফ
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপির অত্যাচারে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনি। আওয়ামী লীগের ২২ হাজার নেতাকর্মীদের হত্যা করেছে বিএনপি।
তিনি প্রশ্ন রেখে বলেন, যারা ভুয়া ভোটার তৈরি করে, ভোট চুরি করে, সন্ত্রাস করে এবং ক্ষমতা দখল করে তাদের কাছ থেকে আওয়ামী লীগ কী শিক্ষা নেবে?
কাদের বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা কঠোর হাতে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত।
তিনি বলেন, ‘আন্দোলনের নামে যে হাতগুলো আগুন নিয়ে আসবে আমরা তাদের পুড়িয়ে দেব। ‘আমরা লাঠি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর হাত ভেঙে দেব।’
আরও পড়ুন: বিএনপি থাকলে রাজনীতির মাঠ কলুষমুক্ত হবে না: তথ্যমন্ত্রী
খালেদার চিকিৎসার বিষয়ে আইনের বাইরে আওয়ামী লীগের কিছু করার নেই: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আইনি কাঠামোর বাইরে তাদের কিছু করার নেই।
শনিবার (১৯ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আরও পড়ুন: বিএনপির হাতে গণতন্ত্র নিরাপদ নয়: কাদের
এসময় এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘(বিএনপি) খালেদার স্বাস্থ্য নিয়ে যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে বেশি তার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করছে। এটি এখন নোংরা পর্যায়ে চলে গেছে।’
সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেন, ‘বিএনপি সমর্থিত আইনজীবীরা মামলাগুলো নিয়ে দীর্ঘসূত্রিতা করছেন এবং খালেদা জিয়াকে মরার আগেই কয়েকবার মেরে ফেলছে মির্জা ফখরুলরা।’
আরও পড়ুন: আমন্ত্রণ ছাড়াই কিছু বিদেশি আসেন: কাদের
বিএনপি নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা এখনও দেশবিরোধী ষড়যন্ত্র করছে: কাদের
বিএনপি নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা এখনও দেশবিরোধী ষড়যন্ত্র করছে: কাদের
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি দেশবাসীকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং তাদের প্রতিহত করার আহ্বান জানান।
মঙ্গলবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এ কথা বলেন।
আরও পড়ুন: ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: কাদের
মঙ্গলবার সকাল ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যা না করলে বাংলাদেশ এতদিনে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হতো।
স্বাধীনতাবিরোধী ও গণতন্ত্রবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও দেশের অভিন্ন শত্রু বলেও জানান কাদের।
আরও পড়ুন: বিএনপি উন্নয়নের সুবিধা নেয় কিন্তু প্রশংসা করতে পারে না: ওবায়দুল কাদের