র্যাব-১১
কুমিল্লায় ইফতেখার হত্যা মামলায় গ্রেপ্তার ৪
হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে কুমিল্লার দাউদকান্দির উপজেলার পিপইয়াকান্দি গ্রামের এসএসসি পরীক্ষার্থী ইফতেখার হাসান হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ কুমিল্লা।
বৃহস্পতিবার কুমিল্লার শাকতলায় এক সংবাদ সম্মেলনে র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এই তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- নাসির উদ্দিন, ইয়াছিন, হৃদয় ও মাইনউদ্দিন।
আরও পড়ুন: ফরিদপুরে ৮ ‘ডাকাত সদস্য’ গ্রেপ্তার
সংবাদ সম্মেলনে বলা হয়, পিপিইয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে এসএসসি পরীক্ষার্থী ইফতেখার হাসান ইমন গত ২০ ডিসেম্বর রাতে মাহফিলে যাওয়ার পথে পূর্বশত্রুতার জের ধরে নাসির উদ্দিন তার সহযোগিদের নিয়ে ইমনের ওপর হামলা চালায়। এসময় তারা ইমনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও লাঠিপেটা করে। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই দিন রাতেই তিনি মারা যান।
আরও পড়ুন: মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১
এ ব্যাপারে নিহতের চাচা জামাল বাদী হয়ে দাউদকান্দি থানায় ১২ জনকে এজহার ও অজ্ঞাত কয়েকজনেকে উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এরপর র্যাব আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করে মামলার আসামি নাসির উদ্দিন, ইয়াছিন, হৃদয় ও মাইনউদ্দিনকে গ্রেপ্তার করে।
আসামিদের দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
২ বছর আগে
নারায়ণগঞ্জে নারী আটক, এক কেজি গাঁজা জব্দ
নারায়ণগঞ্জে এক নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার বন্দর থানাধীন কদমরসুল এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধারের দাবি করেছে র্যাব-১১ ।
আটক আমেনা বেগম (৩৩) মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন দক্ষিণ উগাকান্দি এলাকার মোঃ নুর আলমের স্ত্রী।
আরও পড়ুনঃ সিরাজগঞ্জে নারীসহ ২ মাদক ‘ব্যবসায়ী’ আটক
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ জানায়, আমেনা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ভূইয়ারপাড় আলসাভা এলাকায় বসবাস করার পাশাপাশি নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমেনা স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে বিশেষ কৌশলে গাঁজা সংগ্রহ করেন এবং অভিনব কৌশলে পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও র্যাব জানিয়েছে।
৩ বছর আগে
জ্বালানি তেল চোর সিন্ডিকেটের ৯ সদস্য গ্রেপ্তার
ডেমরা ও রূপগঞ্জ এলাকায় পার্কিং করা গাড়ি থেকে জ্বালানি তেল চুরি করা সিন্ডিকেটের ৯ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় ১ হাজার ২৩০ লিটার ডিজেল ও ৩টি পিকআপ জব্দ করেছে র্যাব।
বুধবার রাত সাড়ে ১২ টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল বুধবার রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীর ডেমরা থানাধীন চনপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জ্বালানি তেল চোরাই সিন্ডিকেটের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে। অপর একটি অভিযানে একই দিন সকাল সাড়ে ৭ টায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন সাওঘাট এলাকা হতে জ্বালানি তেল চোরাই সিন্ডিকেটের আরও ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে র্যাব।
আরও পড়ুন: রাজধানীর তেজগাঁওয়ে র্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১
গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল্লাহ (২৫), মো. রাজু (২৫), মো. মহিন (১৮), মো. মানিক (৩২), মো. জনি (১৮), মো. জনি (৩২), মো. মনিরুজ্জামান (৩৬), মো. জামশেদ আলী (২৯), মো. মাসুম ভূইয়া বাচ্চু (৩২)।
এসময় আসামিদের কাছ থেকে ১ হাজার ২৩০ লিটার চোরাই ডিজেল, ৪টি খালি ড্রাম, জ্বালানি তেল চুরির কাজে ব্যবহৃত বিশেষভাবে মোটর সংযুক্ত করা ৩টি পিকআপ ভ্যান, ১ টি নসিমন গাড়ি ও চোরাই জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ের নগদ ১৭ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুন : সাভারে র্যাবের অভিযানে জাল সার্টিফিকেট তৈরি চক্রের সদস্য আটক
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ডেমরা থানাধীন চনপাড়া ও রূপগঞ্জ থানাধীন সাওঘাট এলাকায় জ্বালানি তেল চুরি ও কেনাবেচার একাধিক সিন্ডিকেট গড়ে উঠেছে। মহাসড়কে চলাচলরত গাড়ীগুলো রাস্তার পাশে পার্কিং করে গাড়ীর ড্রাইভার ও হেলপার ঘুমিয়ে থাকা অবস্থায় এই চোরাই সিন্ডিকেটের সক্রিয় সদস্যরা বিশেষ কায়দায় মোটর ফিটিং করা পিকআপ ভ্যান ব্যবহার করে অভিনব কৌশলে উক্ত গাড়ীগুলো থেকে তেল চুরি করে। গাড়ীর ড্রাইভার ও হেলপার তেল চুরির বিষয়টি টের পেয়ে গেলে সিন্ডিকিটের সদস্যরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে তাদের জিম্মি করে এবং জোরপূর্বকভাবে তেল চুরির পাশাপাশি ড্রাইভার ও হেলপার এর নিকট হতে টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
আরও পড়ুন:অস্ত্রসহ জয়পুরহাটে চরমপন্থী ‘কাদামাটি’ গ্রুপের ২ সদস্য আটক
প্রাথমিক অনুসন্ধানে আরও জানা যায়, এই সিন্ডিকেট আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশে চুরি করা তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ক্ষুদ্র তেল ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে, যা ব্যবহার করে গাড়ির ইঞ্জিন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করে যে, পরস্পরের যোগসাজশে তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে রাস্তার পাশে পার্কিং করা গাড়ি থেকে জ্বালানি তেল চুরি করে মজুদ করে এবং অবৈধভাবে কেনাবেচা করে।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৩ বছর আগে
কুমিল্লায় করোনার ভুয়া রিপোর্ট তৈরির অভিযোগে গ্রেপ্তার ১
কুমিল্লায় করোনাভাইরাসের ভুয়া রিপোর্টসহ সব ধরণের ভুয়া সনদ তৈরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
৪ বছর আগে