বিজিবি সদস্য
জৈন্তাপুরে চোরাকারবারিদের হামলায় ২ বিজিবি সদস্য আহত
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারিদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হওয়া অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৫ মার্চ) আনুমানিক রাত ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের টিপরাখলা সীমান্তে ১২৮৭-৮৮ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিজিবি সদস্যরা হলেন— মো. হারুনুর রশিদ ও মো. জমশেদ হোসেন।
আরও পড়ুন: আরাকান আর্মির হাতে আটক ২৯ জেলেকে ফিরিয়ে এনেছে বিজিবি
স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টার দিকে উপজেলার ঘিলাতৈল, ফুলবাড়ী, তলাল, টিপরাখলা, করিমটিলা, কমলাবাড়ী, গোয়াবাড়ী ও বাইরাখেল সীমান্ত দিয়ে প্রতিদিন লাইন ‘ম্যানেজ’ করে চোরাকারবারি দলের সদস্যরা ভারতীয় গরু, মহিষ অবৈধভাবে জৈন্তাপুর বাজারে নিয়ে আসে।
এদিকে অবৈধ পথে ভারতীয় গরু প্রবেশের খবরে ১৯ বিজিবির জৈন্তাপুর (রাজবাড়ী) বিওপির টহল দল সীমান্তের ১২৮৭-৮৮ নম্বর মেইন পিলারের মধ্যবর্তী টিপরাখলা সীমান্তে অবস্থান নেয়। চোরাকারবারিরা সীমান্তে গরু নিয়ে প্রবেশের আগমুহূর্তে বিজিবির অবস্থান টের পেয়ে হামলা চালায়। হামলায় দুই বিজিবি সদস্য গুরুতর আহত হন। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে হাতাহাতি ও ইট-পাথর নিক্ষেপ করে একটি গরু রেখেই বাকি গরুগুলো নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় চোরাকারবারিরা।
পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি টহল দলের আহত দুই সদস্যকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আরও পড়ুন: চোরাকারবারি ধরতে গিয়ে সড়কে প্রাণ গেল বিজিবি সদস্যের
জৈন্তাপুর বিওপির ক্যাম্প কমান্ডারের সরকারি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আহত বিজিবি সদস্যরা সুস্থ আছেন। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।’
৪৮ দিন আগে
মাগুরায় ছুরিকাঘাতে বিজিবি সদস্য নিহত
মাগুরার শ্রীপুর উপজেলায় মঙ্গলবার রাতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
আরও পড়ুন: ঝালকাঠিতে সালিশ বৈঠকে সাবেক বিজিবি সদস্য নিহত
নিহত রাশেদুল ইসলাম (৫৫) হোগলডাঙ্গা গ্রামের কাওসার মোল্লার ছেলে এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য।
তবে আহতদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: নিজ অস্ত্র বুকে ঠেকিয়ে বিজিবি সদস্যের আত্মহত্যা
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় জানান, গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে মেম্বার প্রার্থীকে ভোট দেয়াকে কেন্দ্র করে কাজলি গ্রামের হান্নান মোল্যার সমর্থকদের সঙ্গে পবন মোল্লার গ্রুপের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাত সাড়ে ৮টার দিকে পবন মোল্লার অনুসারীরা হান্নান মোল্লার গ্রুপের সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আহত করে।
আরও পড়ুন: বুকে গুলি করে আত্মহত্যার চেষ্টা পুলিশ সদস্যের!
তিনি জানান, স্থানীয়রা আহতদেরকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন।
৯৬৯ দিন আগে
কিশোরীকে ধর্ষণ: বিজিবি সদস্যকে আত্মসমর্পণের নির্দেশ
ধর্ষণের অভিযোগ থেকে এক বিজিবি সদস্যকে অব্যহতি দিয়ে বিচারিক আদালতের দেয়া আদেশের বিরুদ্ধে নীলফামারীর এক কিশোরীর করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। ওই আদেশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করে মামলার আসামি ওই বিজিবি সদস্য মো. আক্তারুজ্জামানকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আইনজীবী বদরুন নাহার।
এর আগে গত ১৫ জুন দরিদ্র পরিবারের ওই কিশোরী স্বশরীরে হাইকোর্টের উপরোক্ত বেঞ্চে হাজির হয়ে তার ধর্ষণের বিচার চান। ওই কিশোরী আদালতে সেদিন বলেন, আমার বয়স ১৫ বছর। আমি ধর্ষণের শিকার। একজন বিজিবি সদস্য আমাকে ধর্ষণ করেছে। কিন্তু নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে খালাস দিয়েছে। আমরা গরিব মানুষ, আমাদের টাকা পয়সা নাই। আমরা আপনার কাছে বিচার চাই।
এরপর আদালত ওই কিশোরীর কাছে জানতে চান, যে তার কাছে মামলা সংক্রান্ত কোনো কাগজপত্র আছে কি না? তখন কিশোরী মামলার কাগজ আছে বলে আদালতকে জানান। ওই সময় উপস্থিত সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনজীবী বদরুন নাহারকে মামলাটির দেখভাল করতে বলেন আদালত।
আরও পড়ুন: চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
পরে গত ২৬ জুন ধর্ষণের অভিযোগ থেকে বিজিবি সদসদ্যকে অব্যহতির আদেশ বাতিল চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করেন আইনজীবী বদরুন নাহার। আপিলে নারাজি আবেদন গ্রহণ করার নির্দেশনাও চাওয়া হয়। আদালত শুনানি নিয়ে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে এ মামলার একমাত্র আসামি বিজিবি সদস্য মো. আক্তারুজ্জামানকে অব্যহতির আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে আসামিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।
আইনজীবী বদরুন নাহার জানান, এখন কিশোরীর পক্ষে হাইকোর্টে করা এই আপিলের ওপর চূড়ান্ত শুনানি হবে।
জানা যায়, নীলফামারীর সৈয়দপুর উপজেলার এক ভ্যানচালকের সন্তান ওই ভুক্তভোগী কিশোরী। বিজিবি সদস্য আক্তারুজ্জামানের বিরুদ্ধে ২০২০ সালের ২১ নভেম্বর ধর্ষণ মামলা করেন কিশোরীর মা। এ ঘটনার তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া যায়নি মর্মে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ১৭ মে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামিকে মামলা থেকে অব্যাহতি দেন। এরপরই ওই কিশোরী বিচার চেয়ে হাইকোর্টে আসেন।
আরও পড়ুন: কেন্দুয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
১০৩৯ দিন আগে
করোনা: ঠাকুরগাঁওয়ে বিজিবি সদস্য, চিকিৎসকসহ শনাক্ত ১৪
ঠাকুরগাঁওয়ে এক দিনে তিন বিজিবি সদস্য, চিকিৎসক, কলেজ শিক্ষক ও স্বাস্থ্য সহকারীসহ নতুন করে ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
১৭৪১ দিন আগে