ডেলিভারিম্যান
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নিহত
রাজধানীর মাতুয়াইল এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেন (৫০) কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা। তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, শাহাদাত হোসেনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
১ বছর আগে
‘রাইডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের’ আওতায় ডেলিভারিম্যানদের প্রশিক্ষণ দিল দারাজ কেয়ারস
দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস, দারাজ বাংলাদেশ, সম্প্রতি হাসিমুখ সমাজকল্যাণ সংস্থার সহযোগিতায় ক্যারিয়ার কাউন্সেলিং সেশনের আয়োজন করেছে।
এই সেশনটি দারাজের রাইডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের একটি অংশ, যেখানে রাইডারদের এই প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের খাপ খাইয়ে নিতে কম্পিউটার দক্ষতার পাশাপাশি বিভিন্ন আচরণগত ও পারিপার্শ্বিক শিক্ষা দেয়া হয়।
সেশনটি পরিচালনা করেন হাসিমুখ সমাজকল্যাণ সংস্থার সহপ্রতিষ্ঠাতা ও সভাপতি নুসরাত আক্তার এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো.আব্দুল কাইয়ুম।
আরও পড়ুন: দারাজ মাস্টারকার্ড ‘সেভ স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন ২০২৩ শুরু
১ বছর আগে
মেয়েদের ছবি নিয়ে ব্ল্যাকমেইল, ডেলিভারিম্যান গ্রেপ্তার
অনলাইনে পণ্য অর্ডারকারীর ব্যক্তিগত ছবি, ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইলের অভিযোগে মো. মিজানুর রহমান ওরফে আল-আমিন (২২) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত উপকমিশনার রেজওয়ান আহমেদ এ তথ্য জানান।
আরও পড়ুন: দিনাজপুরে জামায়াত শিবিরের ৭ নেতাকর্মী আটক
গ্রেপ্তার মিজান জামালপুরের চরগাঁওকোড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
জিএমপির অতিরিক্ত উপকমিশনার রেজোয়ান আহমেদ জানান, অভিযুক্ত মিজান দারাজ অনলাইন শপের ডেলিভারি ম্যান। অনলাইন শপে নারী ও উঠতি বয়সি মেয়েদের পণ্য ডেলিভারির সময় ব্যক্তিগত ছবি, ভিডিও সংগ্রহ করে প্রতারণা, যৌন সম্পর্ক স্থাপন করতে চাপ ও টাকা দাবি করে আসছিলেন মিজান। ভুক্তভোগী এক নারী ও তার পরিবারের এমন অভিযোগের ভিত্তিতে গাজীপুরে সদর থানার রথখোলা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, অনলাইন শপে নারী ও উঠতি বয়সি মেয়েদের পণ্য ভেলিভারি দেয়ার কথা বলে কৌশলে তাদের মোবাইলটি হাতে নিত। তারপর মোবাইলের গ্যালারিতে ঢুকে শেয়ারিং অপশনে গিয়ে শেয়ার উইথ পার্টনার হিসাবে ডেলিভারি ম্যান তার ব্যক্তিগত জিমেইল একাউন্ট অ্যাড করে মোবাইলটি ক্রেতাকে ফেরত দিয়ে দিত। পরবর্তীতে ডেলিভারি ম্যান মোবাইলের গুগল ফটোতে ঢুকে শেয়ারকৃত নারী ক্রেতার গুগলে থাকা সব ছবি তার মোবাইলে ডাউনলোড করে নিয়ে নিত। পরে নারীর আপত্তিকর ও গোপন মুহূর্তের ছবি নিয়ে ব্ল্যাক মেইল করাসহ টাকা দাবি এবং টাকা না দিলে তা ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে আসছিল।
গ্রেপ্তার মিজানুরের ফোনে ভুক্তভোগী এমন অনেক নারীর ব্যক্তিগত মুহূর্ত ও আপত্তিকর ছবিসহ বিভিন্ন ব্যক্তির ১১ ইমেইল আইডি লগইন অবস্থায় পাওয়া গেছে।
তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও পর্নগ্রাফী আইনে মামলা হয়েছে। এছাড়া গ্রেপ্তার মিজান জামালপুরের একটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
আরও পড়ুন: বরগুনায় মাদক জব্দ, বরখাস্ত পুলিশ সদস্য আটক
নওগাঁয় ডাকাত দলের ৭ সদস্য আটক
১ বছর আগে
শিক্ষকতা ছেড়ে শখের পিৎজা বানানোকে করলেন পেশা
ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বাসায় বসে পিৎজা বানানোটা ছিল তার শখের একটি অংশ। বাসায় অতিথি এলে নিজেই বানিয়ে খাওয়াতেন মজাদার সব স্বাদের পিৎজা। এক সময়ের এ শখের পিৎজা বানানো এখন তার জীবিকায় রূপ পেয়েছে।
৪ বছর আগে