ক্রীড়াঙ্গন
খালেদা জিয়ার মৃত্যুতে স্থবির ক্রীড়াঙ্গন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ফেডারেশন কাপ, নারী ফুটবল লীগ, বিপিএলসহ দেশের ক্রীড়াঙ্গনের সব ধরনের কর্মসূচি স্থগিত করেছে ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থাগুলো।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোক বিরাজ করছে। প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ বাতিল করা হয়েছে। এই ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে।
অপরদিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে জানিয়েছে, জাতীয় শোকের অংশ হিসেবে এদিন ফেডারেশন কাপের দুটি ম্যাচই স্থগিত করা হয়েছে। এছাড়া নোয়াখালীতে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালও স্থগিত করা হয়েছে।
বাফুফে আরও জানায়, কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া নারীদের তিনটি লিগ ম্যাচ স্থগিত করা হয়েছে।
বাফুফের সহ-সভাপতি ফাহাদ রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়াকে সম্মান প্রদর্শনের জন্য এদিনের সব ধরনের ক্রীড়া কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, আগামীকাল খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় ওইদিন খেলা হবে কি না, তা এখনো নিশ্চিত নই।
খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবি, বাফুফে, ক্রিকেটারদের সংগঠন কোয়াবসহ অন্যান্য জাতীয় ক্রীড়া সংস্থাগুলোও শোকবার্তা প্রকাশ করেছে।
১১ ঘণ্টা আগে
মানিকগঞ্জে সেরা সাংবাদিকের পুরস্কার পেলেন মিহির
জেলা পর্যায়ে ক্রীড়াঙ্গনের সংবাদ পরিবেশনে বিশেষ অবদান রাখায় এই বছরের টুর্নামেন্ট সেরা সাংবাদিকের পুরস্কার পেলেন মনিরুল ইসলাম মিহির।
সোমবার বিকালে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার ও ট্রফি বিতরণ অনুষ্ঠানে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।
আরও পড়ুন: ইউএনবি এবং ঢাকা কুরিয়ারে এডিটর এট লার্জ হিসেবে যোগ দিলেন আফসান চৌধুরী
মনিরুল ইসলাম মিহির একাত্তর টেলিভিশন, বণিক বার্তা, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) ও দি বাংলাদেশ টুডে’র মানিকগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টারস ইউনিটির (টিআরইউ) সভাপতি ও মানিকগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক।
আরও পড়ুন: মেহেরপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেপ্তার
বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিত হওয়া বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ টুর্নামেন্টে জেলার ৮টি দল অংশ নেয়।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় সদর উপজেলা দল। বঙ্গবন্ধু টুর্নামেন্টের ফাইনাল খেলায় পৌরসভা দলকে ২-০ গোলে হারায় সদর উপজেলা দল।
আরও পড়ুন: চট্টগ্রামে দুই নারীসহ ৪ ভুয়া সাংবাদিক আটক
জেলা প্রশাসক এস, এম ফেরদৌস বলেন, সাংবাদিকরা ক্রীড়াঙ্গনের সংবাদ বেশি বেশি করে তুলে ধরার জন্য, ক্রীড়াঙ্গনে সাংবাদিকদের উৎসাহ দেয়ার জন্য এবং ক্রীড়া বান্ধব সাংবাদিকতার জন্য ইতোপূর্বে ক্রীড়াঙ্গনের সেরা সাংবাদিকের পুরস্কার প্রদানের ঘোষনা দেয়া হয়েছিল। এরই ধারাবাকিতায় এবারের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টর সংবাদ প্রকাশে বিশেষ অবদান রাখায় এবার সেরা সাংবাদিকের পুরস্কার পেয়েছেন মনিরুল ইসলাম মিহির।
এসময় পৌর মেয়র মো. রমজান আলী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা ক্রীড়া কর্মকর্তা আখতারুজ্জামান রেজা তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনসহ ক্রীড়াঙ্গনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৬৬৬ দিন আগে
মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনে আর্থিক অনুদান প্রদান
মানিকগঞ্জ ক্রীড়াঙ্গনের খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠকসহ সংশ্লিষ্ট ৭০ জনের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
১৯৮১ দিন আগে