অস্ত্র ও গুলি
পঞ্চগড় সীমান্তে বিজিবির অস্ত্র ও গুলি জব্দ
পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে অস্ত্রসহ গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের বোধগাঁও বিওপি’র টহলরত সদস্যরা আটোয়ারী উপজেলার দক্ষিণ ছেপড়াঝাড় সীমান্ত এলাকা থেকে দু’টি পিস্তল ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করে।
বিজিবির বোধগাঁও বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার গোলাম মোস্তফা জানান, আটোয়ারী উপজেলাধীন দক্ষিণ ছেপড়াঝাড় নামক সীমান্ত এলাকার বাংলাদেশ অভ্যন্তরে মেইন পিলার ৪০১ এর তিন সাব পিলার এলাকায় সন্দেহজনকভাবে একজন ভারতীয় নাগরিককে চ্যালেঞ্জ করলে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে চলে যায়।
পরে বিজিবি টহল দল ব্যাগটি থেকে দু’টি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মোবাইল আটোয়ারী থানায় হস্তান্তর করা হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, অস্ত্র, গুলি ও একটি মোবাইল আটোয়ারী থানায় জমা দিয়েছে বিজিবি। অস্ত্র উদ্ধারের ঘটনায় আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ১২০ কেজি সীসা জব্দ
বেনাপোলে ১০ স্বর্ণের বার জব্দ, ২ ভাই আটক
বেনাপোলে বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ২
জেলার শিবগঞ্জ উপজেলার গোপালপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
৪ বছর আগে