লাইসেন্সবিহীন
নারায়ণগঞ্জে লাইসেন্সবিহীন ১১ হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ
নারায়ণগঞ্জের লাইসেন্সবিহীন ১১টি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন। বুধবার(২৪ জানুয়ারি) জেলা সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের কাছে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা এসেছে। জেলার মোট ২০০ হাসপাতাল ও ক্লিনিকের মধ্যে সনদ না থাকা ১১টি বন্ধ রাখার নির্দেশ পাঠিয়েছি। এ ছাড়াও তালিকার বাইরে কোনো প্রতিষ্ঠান আছে কি না তা দেখার জন্যও আমরা অভিযান চালাচ্ছি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস সংকট পুঁজি করে সিলিন্ডার ও বৈদ্যুতিক চুলার দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা
এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন সারাদেশে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধের নির্দেশ দেন। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘আমি নিজেও লাইসেন্সবিহীন হাসপাতালে ভুক্তভোগী। সুতরাং আমি কখনই এই বিষয়ে ছাড় দেব না। দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে। অনুমোদনহীন হাসপাতালকেও ছাড় দেওয়া হবে না।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাসে টাইম বোমার মতো বস্তু উদ্ধার
৯ মাস আগে
দিনাজপুর ও মৌলভীবাজারের লাইসেন্সবিহীন ইটভাটা বন্ধের নির্দেশ
দিনাজপুর ও মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে লাইসেন্সবিহীন পরিচালিত সব ইটভাটা সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে দুই সপ্তাহের মধ্যে অগ্রগতিও জানাতে বলা হয়েছে। একইসঙ্গে লাইসেন্স ব্যতীত পরিচালিত সব ইটভাটার তালিকা আগামী ৬ সপ্তাহের মধ্যে প্রস্তুত করে আদালতে এফিডেভিট আকারে দাখিলের জন্য সংশ্লিষ্ট দুই জেলার জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি লাইসেন্সবিহীন পরিচালিত সব ইটভাটা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বে-আইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি’র) এক আবেদনে সোমবার (৩১ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ, তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন (সংশোধিত ২০১৯) অনুসারে কোনো ইটভাটা লাইসেন্স ছাড়া চলতে পারে না এবং চালালে দুই বছরের সাজার বিধান আছে। তারপরও দিনাজপুর ও মৌলভীবাজারে লাইসেন্সবিহীন পরিচালিত সব ইটভাটার বিরুদ্ধে প্রশাসন কোনো কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না।
আরও পড়ুন: চট্টগ্রামে অবৈধ ইটভাটা সাতদিনের মধ্যে বন্ধের নির্দেশ
তিনি বলেন, বিবাদীদের নিষ্ক্রিয়তার কারণে প্রশাসনের চোখের সামনে লাইসেন্সবিহীন ইটভাটাগুলো পরিচালিত হচ্ছে। যা সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে ও বায়ু দূষণের মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট পিটিশন দায়ের করে। আদালত শুনানি শেষে দিনাজপুর ও মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত সকল লাইসেন্সবিহীন ইটভাটা সাত দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আদালত লাইসেন্স ব্যতীত পরিচালিত সব ইটভাটার তালিকা আগামী ৬ সপ্তাহের মধ্যে প্রস্তুত করে আদালতে দাখিলের জন্য দুই জেলার জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের পরিচালকসহ অন্যদের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: ইটভাটা শ্রমিকের সন্তানদের জন্য ‘অনুশীলন মজার স্কুল’
২ বছর আগে
চৌগাছায় ১০ ক্লিনিকের ৩টি লাইসেন্সবিহীন, নবায়ন নেই ৭টির
যশোরের চৌগাছা শহরে ১১টি প্রাইভেট ক্লিনিক ও তিনটি ডায়াগস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে মালিকানা জটিলতায় বন্ধ রয়েছে একটি ক্লিনিক। অন্য দশটির মধ্যে সাতটির নেই নবায়ন আর তিনটির নেই কোনো লাইসেন্সই!
৪ বছর আগে