শয্যা
অক্সিজেন ও করোনা রোগীদের শয্যা বাড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ
সারাদেশের হাসপাতালে অক্সিজেন সরবরাহ এবং করোনা রোগীদের শয্যা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বিভাগ ও জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)।
বৃহস্পতিবার (৮ জুলাই) সারাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে জণগনের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি করণীয় ও চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সকল বিভাগ ও জেলার সাথে ভিডিও কনফরেন্সিংয়ের মাধ্যমে এই নির্দেশনা দেয়া হয়।
আরও পড়ুন: কোভিড-১৯: খুলনা বিভাগে একদিনে মৃত্যু ৫১
প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস কোভিড -১৯ এর উপসর্গযুক্ত ব্যক্তিদের অবশ্যই ঘরে থাকার এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসন কর্তৃক আইসোলেশন নিশ্চিত করার নির্দেশ দেন।
ড. আহমদ কায়কাউস সভার সভাপতিত্ব করেন।
আরও পড়ুন: রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৮ মৃত্যু
স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে করোনায় প্রাণ গেল ২ জনের, শনাক্ত ৬৭
৩ বছর আগে
করোনা হাসপাতালে এখন ৬০ শতাংশ শয্যা খালি: স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালের ৬০ শতাংশ শয্যা এখন খালি পড়ে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
৪ বছর আগে