ছেলে
গোলাপগঞ্জে ছেলের মারধরে বাবার মৃত্যুর অভিযোগ
সিলেটের গোলাপগঞ্জে ছেলে রাজু আহমদের (৩০) মারধরে কামরান মিয়া (৬০) নামে এক বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার বোনও আহত হয়েছেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিলে উপজেলার পৌর এলাকার স্বরসতি গ্রামে এ ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ফরিদপুরে ছেলের মৃত্যুর খবরে বাবার মৃত্যু
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে রাজু তার বাবাকে মারধর করে। বাবাকে বাঁচাতে তার বোন এগিয়ে আসলে তাকেও সে মারধর করে। পরে কামরানকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের বলেন, এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত ছেলে রাজু ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে এসেছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ২ ছেলের মারধরে বাবার মৃত্যুর
১ মাস আগে
বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে চাচার মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বাবা-ছেলের কথা কাটাকাটি ও ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার ছুরির আঘাতে ইসমাইল হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জেলার ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামে নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
স্থানীয়রা জানায়, রাত ১১টার দিকে নিজ বাড়িতে বাবা মিলন ও তার ছেলে রবিউল পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়া করছিল।
এ সময় চাচা ইসমাইল তাদের থামাতে গেলে ভাতিজা রবিউল বুকে, পেটে ও পিঠে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ভারতের বিহারে ধর্মীয় উৎসবের সময় পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু
১ মাস আগে
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা ও ছেলের
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিরিনা খাতুন ও তার ছেলে ইশতিয়াক আহমেদ শিমুল নামে দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুর দিকে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ২ জনের মৃত্যু
নিহতরা হলেন- হলেন চারিপাড়া গ্রামের হেলাল উদ্দিন মাস্টারের স্ত্রী শিরিনা খাতুন এবং তার মেডিকেল পড়ুয়া ছেলে ইশতিয়াক আহমেদ।
স্থানীয়রা জানায়, জলমটর দিয়ে পানি উঠানোর জন্য পুকুরে নামেন শিমুল। এসময় ছেঁড়া তারে শিমুল বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে মা শিরিন আক্তার এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় ঘটনাস্থলেই মারা যান মা ও ছেলে।
বারবারিয়া ইউনিয়নের বিট অফিসার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম বলেন, আমরা এখনো ঘটনাস্থলে কাজ করছি। কোনো অভিযোগ না থাকলে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশার চালক নিহত
পাখি ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
৫ মাস আগে
মাকে হত্যার দায়ে ছেলেসহ ৩ জনের মৃত্যুদণ্ড
কুষ্টিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় মা মমতাজ বেগমকে হত্যার দায়ে ছেলে মুন্না বাবুসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ জুন) কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আমিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
পরে তাদের কড়া পুলিশ পাহারায় জেলা কারাগারে নেওয়া হয়।
আসামিরা হলেন, মিরপুর থানার কাঠদহর চর গ্রামের মৃত ফজল বিশ্বাসের ছেলে মুন্না বাবু, ইয়াছিন আলির ছেলে রাব্বী আলামিন এবং ইনছার বিশ্বাসের ছেলে আব্দুল কাদের।
এর মধ্যে মুন্না বাবুর আপন চাচা আব্দুল কাদের।
কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার এবং আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ জানুয়ারি মিরপুর উপজেলার কাঠদহর চর এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন মমতাজ বেগম।
এ ঘটনায় তার ভাই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মিরপুর থানায় মামলা করেন। পরে সন্দেহমূলকভাবে মমতাজের ছেলে মুন্না বাবুকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের জিজ্ঞাসাবাদে মুন্না জানান, মাদক সেবনে বাধা দেওয়ায় চাচা আব্দুল কাদেরের পরামর্শ ও সহযোগিতায় তিনি মাকে হত্যা করেন।
পরে লাশ একটি বস্তায় ভরে বাড়ির পাশের পুকুরের কাদার মধ্যে পুঁতে রাখে। মুন্নার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পুকুর থেকে মমতাজের লাশ উদ্ধার করে।
পরে এই হত্যাকাণ্ড তাদের দায় স্বীকার করে দণ্ডপ্রাপ্ত মুন্না ও রাব্বী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, দীর্ঘ শুনানি এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত বুধবার এই রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: বগুড়ায় স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, ৩ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে শিশু ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
৫ মাস আগে
ডেমরায় ছেলের আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ
ঢাকার ডেমরায় ছেলের আঘাতে ৬৫ বছর বয়সী এক বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
নিহত উন্মেষ সরকার রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকার সুরেশ সরকারের ছেলে।
আরও পড়ুন: কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা, পিকআপ চালক নিহত
সোমবার (২৭ মে) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাতি অঙ্গন মিত্র জানান, তিনি শুনেছেন উম্মেশ সরকারকে তার নিজের ছেলে বিষ্ণু সরকার আঘাত করেছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহতের বুকের বাম পাঠে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
নিহতের প্রকৃত কারণ উদঘাটনে ডেমরা থানা ঘটনা তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: যশোরে বাস উল্টে নিহত ২, আহত ৪
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় জেলাগুলোতে নিহত ৭
৫ মাস আগে
কালবৈশাখী ঝড়ে ঘরচাপায় ছেলেসহ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু
কালবৈশাখী ঝড়ে বসতঘরের নিচে চাপা পড়ে কিশোরগঞ্জের করিমগঞ্জে এক অন্তঃসত্ত্বা নারী ও তার পাঁচ বছরের ছেলের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ মে) রাত সাড়ে ১১টার দিকে নিয়ামতপুর ইউনিয়নের হাজীপাড়া ঘোনার বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: তাপপ্রবাহে মৃত্যু-স্বাস্থ্যহানির ঝুঁকিতে গবাদিপশু, ব্যাপক ক্ষতির আশঙ্কা
নিহতরা হলেন- আব্দুল কাইয়ুমের ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছা. রুপতারা ও তার পাঁচ বছরের ছেলে তাইজুল।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে ঝড় বৃষ্টির সময় ঘরে ঘুমিয়ে ছিলেন রুপতারা ও তার ছেলে তাইজুল। এ সময় ঘরের উপরে থাকা একটি রঙিলা কাঠের গাছ ঝড়ে উপড়ে ঘরের উপর পড়ে যায়। এ সময় ঘরের নিচে চাপা পড়েন রুপতারা ও তার ছেলে তাইজুল। ঘটনাস্থলে তাইজুল মারা যায়। স্থানীয়রা আহত রূপতারাকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
ময়মনসিংহে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
৬ মাস আগে
সিরাজগঞ্জে মাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জে মা রশিদা খানমকে গলাকেটে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।
রবিবার (১০ মার্চ) সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় দেন।
আসামি নাহিদ ইমরান সিরাজগঞ্জ জেলা সদরের খোর্দ্দ শিয়ালকোল গ্রামের তোজাম্মেল হকের ছেলে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় স্ত্রীসহ ৩ জনকে হত্যা: সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আইনজীবী জেবুন্নেসা জেবা রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় নিহতের ছোট ছেলে নাছিম ইমরান নিশাত বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দায়ের করেন।
মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, নিয়ন ক্রিকেট জুয়ায় আসক্ত হয়ে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণ হওয়ায় তিনি হতাশাগ্রস্ত হয়ে বিভিন্ন সময় মায়ের কাছে টাকা দাবি করতেন।
কিন্তু মা টাকা দিতে অস্বীকার করায় এ নিয়ে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটির একপর্যায়ে নিয়ন মাকে হত্যা করেন।
ঘটনার পর থেকে দীর্ঘদিন পালিয়ে থাকার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর নিয়ন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
স্বাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রবিবার দুপুর ১২টার দিকে আসামির উপস্থিতিতে বিজ্ঞ আদালত উল্লেখিত রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: কুমিল্লায় যুবলীগ নেতা হত্যায় ১০ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জে মা ও ২ ছেলেকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
৮ মাস আগে
বাবাকে মারধর করায় ছেলের ২০ দিনের কারাদণ্ড
চাঁদপুর সদর উপজেলায় বাগাদী ইউনিয়নের সোবহানপুর গ্রামে বাবা বশিরুল্লাহ পাটোয়ারিকে মারধর করার দায়ে ছেলে ফারুক হোসেনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বাগাদী ইউনিয়নের সোবহানপুর গ্রামে বশিরুল্লাহ পাটওয়ারীর বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার ছেলে ফারুককে এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।
আরও পড়ুন: নাটোরে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
স্থানীয় বাসিন্দারা জানান, ফারুক অটোরিকশাচালক ছিলেন। তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। এরপর তার স্ত্রী একাধিকবার বাবার বাড়ি চলে যান। মাদকের জন্য টাকা না দেওয়ায় বাবাকে মারধর করেন ফারুক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত বলেন, ফারুক হোসেন রবিবার সকালে বাড়িতে তার বাবাকে মারধর করেছেন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে ফারুককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সচেতনভাবে দোষ স্বীকার করেন। ফলে তার অপরাধ আমলে নিয়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ মুহসীন আলমসহ পুলিশ সদস্যরা।
আরও পড়ুন: গাজীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র দায়িত্বরত শিক্ষককে কারাদণ্ড
মানবতাবিরোধী অপরাধ: শেরপুরের ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
৮ মাস আগে
শেরপুরে বাবাকে খুনের অভিযোগে ছেলে আটক
শেরপুরের শ্রীবরদীতে ছেলের হাতে বাবা খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সাজিদ হোসেনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙা বানিয়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত আবুল কালাম আজাদের দুই ছেলে এক মেয়ে।
আরও পড়ুন: বিয়ের ৪ দিনের মাথায় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
স্থানীয়রা জানায়, আজাদ ছোট ছেলের কাছেই থাকতেন। তিনি ১০ থেকে ১২ দিন আগে ঢাকা থেকে শ্রীবরদীর গ্রামের বাড়িতে আসেন। বুধবার রাতে তার ছেলে সাজিদও ঢাকা থেকে বাড়িতে আসেন। হঠাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে সাজিদ বসত ঘরে ঢুকে তার বাবাকে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং সেই হাতুড়ির আঘাতে তিনি মারা যান।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা অভিযুক্ত ছেলেকে আটক করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: জয়পুরহাটে ১০টি স্বর্ণের বার জব্দ, আটক ৩
পাটগ্রামে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক
৯ মাস আগে
দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল মা ও ছেলের
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার (লাহিনী-সান্দিয়ারা) সড়কের বাঁধবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার সেনাসদস্য রহমত আলীর স্ত্রী মোছা. ছালমা খাতুন ও তার ছেলে স্মরণ।
আরও পড়ুন: বছরের প্রথম মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ৩৫ জনের, আহত ২৯
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, দাওয়াত খেয়ে স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেল যোগে শহর থেকে কুমারখালী উপজেলার পাইকপাড়ায় নিজ বাড়ি ফিরছিলেন সেনা সদস্য রহমত আলী।
তিনি আরও জানান, বাঁধবাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তার স্ত্রী ছালমা খাতুন ও সন্তান স্মরণ।
তিনি জানান, দুর্ঘটনায় গুরুতর আহত সেনা সদস্যকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রহমত আলী নামে এক সেনা সদস্যকে ভর্তি করা হয়েছে।
তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।
আরও পড়ুন: কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল অটোচালকের, আহত ৩
টেকনাফে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই শিশুর
৯ মাস আগে