নোবেল
নোবেল বিজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের তদন্ত
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইয়ের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ২০২২ সালে অর্থনীতিতে নোবেলজয়ী ফিলিপ ডিবভিগের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগের তদন্ত শুরু করেছে। তবে, অভিযুক্ত অর্থনীতিবিদ ডিবভিগ বিষয়টিকে ‘পেশাদার প্রতিদ্বন্দ্বিতা’ বলে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
ডিবভিগ আরেক মার্কিন অর্থনীতিবিদ ডগলাস ডায়মন্ডের সঙ্গে ব্যাংক থেকে আকস্মিক টাকা তোলার হিড়িক (ব্যাংক রান) ঘটনাটি ব্যাখ্যা করে পরিচিতি লাভ করেন। ‘ব্যাংক ও অর্থনৈতিক সংকটগুলোর ওপরে গবেষণা’র জন্য তিনি ২০২২ সালের অক্টোবরে যৌথভাবে ডায়মন্ড ও বেন বারন্যাংকির সঙ্গে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
তার আইনজীবী অ্যান্ড্রু মিলটেনবার্গ দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছেন, সেন্ট লুইয়ের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ অফিসে গত কয়েক সপ্তাহ ধরে তাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ডিবভিগ দীর্ঘদিন ওই বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্কিং ও ফিনান্সের অধ্যাপক।
মিল্টেনবার্গ বলেছেন যে অভিযোগগুলো ‘প্রকৃতপক্ষে ভুল।’
তার মন্তব্যের জন্য ইমেইলে তার সঙ্গে এপি থেকে যোগাযোগ করলে তিনি কোনো সাড়া দেননি।
আরও পড়ুন: 'আমি তোমাদের সবাইকে মেরে ফেলব': রোমে কফি শপে ঢুকে ৩ জনকে হত্যা
ব্লুমবার্গ নিউজ জানিয়েছে যে তারা এই ইমেলগুলো পর্যালোচনা করেছে। যে ইমেইলগুলোতে ডিবভিগের বিরুদ্ধে চতুর্থ অফিস ক্যাম্পাসের যৌন হয়রানির অভিযোগগুলো পরিচালনা করছে।
ব্লুমবার্গ অক্টোবর থেকে অন্তত তিনজন সাবেক ছাত্রকে ডিবভিগ-এর বিরুদ্ধে করা অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে আরও জানা যায়, তাদের সাতজন সাবেক শিক্ষার্থীর একটি দল ডিবিভিগের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। সাক্ষাত্কারে বেশিরভাগ নারীই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন।
নোবেল ইকোনমিক সায়েন্সেস প্রাইজ কমিটির চেয়ারম্যান টোরে এলিংসেন ব্লুমবার্গকে বলেছেন যে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস যারা পুরস্কারের তত্ত্বাবধান করে। এ ধরনের অভিযোগগুলো তদন্ত পরিচালনা করার জন্য তারা একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে, তা নিশ্চিত করার জন্য রয়্যাল সুইডিশ একাডেমি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।
এলিংসেন ব্লুমবার্গকে বলেছেন, ‘যতক্ষণ না ইউনিভার্সিটি প্রমাণ করতে পারবে না যে ডিবভিগ কোনো অপরাধ করেছে, আমি মনে করি আমরা ততক্ষণ তাকে তার মহান বৈজ্ঞানিক কৃতিত্বের একই রকম সম্মান করবো।
নোবেল শান্তি পুরস্কার ও ফাউন্ডেশনও এপি থেকে পাঠানো ইমেল বার্তাগুলোর প্রতিক্রিয়া জানায়নি।
শুক্রবার এপি থেকে বিশ্ববিদ্যালয়ের ইমেইল ও ফোনে পাঠানো বার্তারও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জুলি ফ্লোরি ব্লুমবার্গকে বলেছেন যে তারা নির্দিষ্ট ক্ষেত্রে মন্তব্য করে না, তবে যৌন অসদাচরণকে গুরুত্ব সহকারে নেয় এবং যে কোনও অভিযোগ তদন্ত করবে।
মিল্টেনবার্গ বলেছেন যে তিনি অভিযোগের সময় সম্পর্কে সন্দেহ পোষণ করেন।
উল্লেখ্য যে ডিবভিগের নামে পুরস্কার ঘোষণার পরে কিন্তু নির্ধারিত পুরস্কার অনুষ্ঠানের আগে অভিযোগগুলো করা হয়।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এটি পেশাদার প্রতিদ্বন্দ্বিতার কারণে হয়েছে।’
আরও পড়ুন: আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ চলার সময় মার্কিন সাংবাদিকের মৃত্যু
ইউক্রেনে পদক্ষেপের সমালোচনাকারী রাশিয়ানের ৮২ বছরের কারাদণ্ড
‘ আলাদা হওয়া অণুকে একত্রিত’ করার উপায় উদ্ভাবনের জন্য নোবেল পেলেন তিন বিজ্ঞানী
এ বছর রসায়নে নোবেল পুরস্কার তিন বিজ্ঞানীকে সমান অংশে দেয়া হয়েছে। নোবেল প্রাপ্তরা হলেন- ক্যারোলিন আর. বার্টোজি, মর্টেন মেলডাল এবং কে. ব্যারি শার্পলেস।
ওষুধ প্রস্তুতে ব্যবহার করা যেতে পারে এমন ' আলাদা হওয়া অনুগুলোকে একত্রিত করার' উপায় প্রযুক্তি উদ্ভাবনের জন্য তাদেরকে পুরস্কার দেয়ার জন্য মনোনীত করা হয়েছে।
বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের সেক্রেটারি জেনারেল হ্যান্স এলেগ্রেন সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে বিজয়ীদের ঘোষণা করেন।
তাদের কাজটি ‘ক্লিক কেমিস্ট্রি’ এবং ‘বায়োর্থোগোনাল প্রতিক্রিয়া’ হিসেবে পরিচিত। ক্যান্সারের ওষুধ তৈরি ও ডিএনএ মানচিত্র তৈরি করতে এবং নির্দিষ্ট সামগ্রী তৈরির উদ্দেশ্যে এটি ব্যবহৃত হয়।
নোবেল বিজয়ী বার্তোজি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের, মেলডাল ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের এবং শার্পলেস ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস রিসার্চের সঙ্গে যুক্ত।
আরও পড়ুন: পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন ৩ বিজ্ঞানী
শার্পলেস এর আগে ২০২১ সালে নোবেল পুরস্কার জিতেছিলেন। তিনিই পঞ্চম ব্যক্তি যিনি দু’বার পুরস্কার পেলেন।
গত বছর পুরস্কারটি দেয়া হয়েছিল বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট এবং ডেভিড ডব্লিউসিকে। নোবেল কমিটি বলেছে, ম্যাকমিলানের অণু তৈরির উদ্ভাবন এবং পরিবেশগতভাবে পরিচ্ছন্ন উপায় খুঁজে বের করার জন্য ‘ইতোমধ্যেই মানবজাতির প্রচুর উপকার হচ্ছে।’
মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার মূল চালিকাশক্তি নিয়ান্ডারথাল ডিএনএর গোপন রহস্য উন্মোচনের জন্য এ সপ্তাহে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার জিতেছেন সুইডিশ বিজ্ঞানী সভান্তে পাবো।
আরও পড়ুন: কোভিড-১৯: ২০২০ সালের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল
এছাড়া মঙ্গলবার পদার্থবিজ্ঞানে যৌথভাবে পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। ফরাসী অ্যালেইন অ্যাসপেক্ট, আমেরিকান জন এফ. ক্লাজার এবং অস্ট্রিয়ান অ্যান্টন জেইলিংগার। তারা দেখিয়েছেন যে ক্ষুদ্র কণাগুলো আলাদা হয়ে গেলেও একে অপরের সঙ্গে একটি
সংযোগ বজায় রাখতে পারে।এটি একটি ঘটনা যা ‘অনুমিত পরিমাণ জড়িয়ে ফেলা’ নামে পরিচিত। যা বিশেষ কম্পিউটিং এবং তথ্য নিরাপদ করতে ব্যবহার করা যেতে পারে।
বৃহস্পতিবার সাহিত্যের মাধ্যমে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছে। আগামী শুক্রবার ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে এবং সোমবার অর্থনীতির পুরস্কার ঘোষণা করা হবে।
পুরস্কারগুলোর একটিতে নগদ পুরস্কার রয়েছে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার (প্রায় ৯ লাখ মার্কিন ডলার)। যা আগামী ১০ ডিসেম্বরে বিজয়ীদের কাছে হস্তান্তর করা হবে৷ ১৮৯৫ সালে পুরস্কারের নির্মাতা সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া একটি উইল থেকে পুরস্কারের অর্থ আসে৷
আরও পড়ুন: আজ থেকে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু
চিকিৎসাশাস্ত্রে নোবেল জিতেছেন সুইডিশ বিজ্ঞানী সভান্তে প্যাবো
মানব বিবর্তনের ওপর গবেষণার জন্য এই বছরের চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডিশ বিজ্ঞানী সভান্তে প্যাবো। সোমবার সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে নোবেল কমিটির সেক্রেটারি টমাস পার্লম্যান চিকিৎসায় নোবেল বিজয়ীর নাম ঘোষণা করেন।প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়।
চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা দেয়া শুরু হলো। ৪ অক্টোবর পদার্থবিদ্যা, ৫ অক্টোবর রসায়ন, ৬ অক্টোবর সাহিত্যে এবং ৭ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সর্বশেষ ১০ অক্টোবর অর্থনীতিতে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ করা হবে ২০২২ সালের নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা।
আরও পড়ুন: আগা খান স্থাপত্য পুরস্কার জিতেছে বাংলাদেশের ২ প্রকল্প
নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২২ সালে চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনবিজ্ঞানী সভান্তে প্যাবো। বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে প্যাবোকে।
গত বছর ডেভিড জুলিয়াস ও আরডেম প্যাটাপোটিয়ান মানবদেহ তাপমাত্রা ও স্পর্শ অনুভূতি নিয়ে গবেষেণার জন্য এ পুরস্কার জিতেছিলেন।
পুরস্কার হিসেবে দেয়া হবে নগদ ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার (প্রায় ৯লাখ মার্কিন ডলার)। আগামী ১০ ডিসেম্বরে পুরস্কার হস্তান্তর করা হবে। এ অর্থ পুরস্কারের প্রবর্তক সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া একটি উইল থেকে অর্জিত। ১৮৯৫ সালে আলফ্রেড নোবেলে মারা যান।
আরও পড়ুন: মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: এবার বিশেষ জুরি পুরস্কার পেল ‘আদিম’
২ বাংলাদেশি নাগরিকের সম্মানসূচক ব্রিটিশ পুরস্কার লাভ
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী
করোনা মহামারির জন্য দুই বছর নীরবে উদযাপনের পর সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে রবিবার নোবেল বিজয়ী বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে।
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন কবি, শিল্পী, নাট্যকার, ঔপন্যাসিক, সেইসঙ্গে একজন সুরকার যার কাজ ১৯ শতকের শেষের দিকে এবং ২০ শতকের প্রথম দিকে বাংলা সাহিত্য ও সঙ্গীতকে নতুন রূপ দিয়েছিল।
১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকো বাড়িতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ। তিনি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা দেবীর ১৩ জন জীবিত সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন।
১৯১৩ সালে গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার জেতার পর তিনি এশিয়ার প্রথম নোবেল বিজয়ী হন।
তার দুটি গান এখন বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত।
আরও পড়ুন: রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী রবিবার
রবীন্দ্রনাথ রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয়ে উপন্যাস, ছোটগল্প, গান, নাটক এবং প্রবন্ধ লিখেছেন। গীতাঞ্জলি, গোরা এবং ঘরে-বাইরে, চোখের বালি তাঁর বিখ্যাত রচনাগুলোর মধ্যে অন্যতম।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি হামিদ জন্মবার্ষিকী উদযাপনের জন্য পরিকল্পনা করা সকল অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে বলেন, ‘পঁচিশে বৈশাখের আহ্বান যেন প্রতিটি বাঙালির হৃদয় স্পর্শ করে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, ‘আমি বিশ্বাস করি, বিশ্বকবির জীবন দর্শন ও তাঁর সৃষ্টি বাঙালিদের চিরকাল শোষণ-বঞ্চনামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে অনুপ্রাণিত করবে।’
বাংলাদেশ টেলিভিশন, বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার রবীন্দ্রনাথের জীবন ও কর্ম তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।
প্রতি বছরের মতো, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ঠাকুরের জীবন ও কর্মের উপর পারফরম্যান্স এবং বক্তব্যের মাধ্যমে রবীন্দ্রনাথের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করার জন্য অনুষ্ঠানের আয়োজন করেছে।
আরও পড়ুন: টিআইসিতে তির্যকের নাটক রবীন্দ্রনাথের ‘রাজা’
রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালিত হচ্ছে
ড. ইউনূসের ব্যাংক হিসাব তলব
বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের ব্যাংক হিসাব তলব করেছে। তাঁর সব ধরনের অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ডে লেনদেনের তথ্য চেয়ে বৃহস্পতিবার ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বিএফআইইউ।
সংস্থাটি মঙ্গলবারের মধ্যে গ্রামীণ ব্যাংকের এই প্রতিষ্ঠাতার সব লেনদেনের রেকর্ড পাঠাতে বলেছে।
বিএফআইইউ’র একটি সূত্র জানায়, বিভিন্ন সংস্থাকে ড. ইউনূসের ব্যাংক লেনদেনের তথ্য দিতে বলা হয়েছে। অন্য কোনো সংগঠন ইউনূসের এসব তথ্য চায়নি। নিজস্ব প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক এ তথ্য চেয়েছে।
জানা গেছে, ২০১৬ সালে ইউনূস ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নেয় বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ইউনুস ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংকের সূচনা থেকেই এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। ২০১১ সালে সরকার তাকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়ে হেরে যান ইউনূস। সে সময় ইউরোপের বিভিন্ন দেশের আইনপ্রণেতারা, সেইসঙ্গে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, ইউনূসের পক্ষে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য সরকারকে চাপ দেন।
আরও পড়ুন: 'অলিম্পিক লরেল' পেয়ে আমি অভিভূত: ড. ইউনূস
জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ’ পুরস্কার পেলেন ড.ইউনূস
৪০ নোবেল বিজয়ীর সাথে সাক্ষাতের সুযোগ পেলেন চৌদ্দগ্রামের মেয়ে আফরিনা
বিশ্বে এ যাবতকালে রসায়নে নোবেল পুরস্কার পাওয়া ৪০ জন বিজ্ঞানীর সাথে দেখা করার সুযোগ পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা গ্র্যাজুয়েট খন্দকার আফরিনা হক।
কুমিল্লার চৌদ্দগ্রামের মেয়ে আফরিনা চৌদ্দগ্রামের মিয়ার বাজার উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও কুমিল্লা মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ভর্তি হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে।
লিন্ড্যাও নোবেল লরিয়েটের ৭১ তম মিলনমেলায় যোগ দিতে জার্মানিতে যাবেন তিনি। যেখানে ৪০ জন নোবেল বিজয়ীর সাথে সাক্ষাতের পাশাপাশি তিনি রসায়নে বিশ্বের সেরা ৬০০ বিজ্ঞানীর সাথে নিজের গবেষণা অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।
তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় ব্যাচ এবং বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এম ফিল করছেন।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী নারীরা: প্রধানমন্ত্রী
বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্সের পৃষ্ঠপোষকতায় নানা যাচাই-বাছাই শেষে বাংলাদেশ থেকে মনোনীত কয়েকজনের মধ্যে মাত্র দুইজনকে এবার আমন্ত্রণ জানিয়েছে লিন্ড্যাও নোবেল লরিয়েট কমিটি। তাদেরই একজন খন্দকার আফরিনা হক।
এই আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে খন্দকার আফরিনা হক বলেন, ‘এতো বড় কোনো সুযোগ পাবো সেটা ভাবিনি। এটা স্বপ্নের মতো।যারা রসায়নে নোবেল পেয়েছেন তারা তো পুরো পৃথিবীর সেরাদের সেরা। তাদের সামনে থেকে দেখাই তো ভাগ্যের ব্যাপার। তার মধ্যে আমি আবার তাদের সাথে নিজের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছি এটা অকল্পনীয়।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে এ যাবতকালে সর্বোচ্চ ফলাফলধারী আফরিনা হক শুরু থেকেই ছিলেন গবেষণামুখী। স্নাতকে ৩.৮৯ এবং স্নাতকোত্তরে ৩.৯২ পেয়ে অসাধারণ ফলাফল করা আফরিনা পূর্বের গবেষণা প্রকাশনা এবং রসায়নে আরও গবেষণার আগ্রহের কারণে এই আমন্ত্রণ পেয়েছেন।
আফরিনা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির শুরু থেকেই পড়াশোনা এবং গবেষণার প্রতি আগ্রহ ছিল। কুবি থেকেই আমার গবেষণার হাতেখড়ি। এখন বুয়েটে আল নকীব চৌধুরী স্যারের অধীনে গবেষণা করছি। তিনিই আমাকে এই ইভেন্টে আবেদন করতে বলেছিলেন।’
তিনি বলেন, ‘স্যার যে আমাকে এটার জন্য যোগ্য ভেবেছেন তাতেই আমি আনন্দিত ছিলাম। শেষ পর্যন্ত লিন্ড্যাও নোবেল লরিয়েট কমিটি থেকে যখন আমন্ত্রণও পেয়ে গেলাম তখন সেটা আমার কাছে কতো বড় ব্যাপার তা শব্দ দিয়ে বোঝানো সম্ভব না।’
লিন্ড্যাও নোবেল লরিয়েট মিটিংয়ের এবারের মিলনমেলায় বিশ্বের নানা প্রান্ত থেকে আফরিনার মতো এমন তরুণ ও যোগ্য এক হাজার রসায়ন গবেষক যোগদানের সুযোগ পাচ্ছেন।
আরও পড়ুন: প্রবাসীদের আরও বেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
এই সুযোগ পেতে কী কী মাপকাঠি পূর্ণ করতে হয়েছে জানতে চাইলে আফরিনা বলেন, ‘তারা মূলত দেখেছে একাডেমিক ফলাফল কেমন, গবেষণার দক্ষতা এবং আগ্রহ। আমি এগুলো দিয়েই আবেদন করেছিলাম।’
আফরিনা বলেন, ‘আমি আমার শিক্ষকদের কাছে কৃতজ্ঞ। তারাই আমাকে গড়েছেন আর আমি আমার পরিশ্রম করেছি, পড়াশোনা করেছি। তারই ফলাফল পেলাম।’
আফরিনার এমন সাফল্যে খুশি তার শিক্ষকেরাও। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সৈয়দুর রহমান বলেন, ‘আফরিনা শুরু থেকেই মেধাবী ও পরিশ্রমী ছিল। গবেষণার প্রতি ঝোঁক ছিল। লিন্ড্যাও নোবেল লরিয়েটে উদীয়মান রসায়নবিদ হিসেবে তার এই আমন্ত্রণ পাওয়ার সংবাদ বিভাগের জন্য খুবই গর্বের। এমন শিক্ষার্থীরাই বিভাগের সম্পদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তারকা। আমরা তার আরও সাফল্য প্রত্যাশা করি।’
উল্লেখ্য, লিন্ড্যাও নোবেল লরিয়েট মিটিংগুলো শরীরবিদ্যা, চিকিৎসা, পদার্থবিদ্যা এবং রসায়ন এই তিনটি প্রাকৃতিক বিজ্ঞানের নোবেল পুরস্কারের বিষয়ে ফোকাস করে হয়ে থাকে৷ প্রতিটি লিন্ড্যাও মিটিং বিভিন্ন সেশন, বক্তৃতা, আলোচনা, মাস্টার ক্লাস, প্যানেল ডিসকাশন এবং নোবেল বিজয়ীদের সাথে তরুণ বিজ্ঞানীদের জ্ঞান, ধারণা এবং অভিজ্ঞতা বিনিময়কে কেন্দ্র করে সাজানো হয়।
আরও পড়ুন: বিশ্বকে জলবায়ু অভিবাসীদের দায়িত্ব ভাগ করে নিতে হবে: প্রধানমন্ত্রী
শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক
চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা ও রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতভ। মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় কাজ করার জন্য শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রৈশ অ্যান্ডারসেন শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করেন।
রৈশ অ্যান্ডারসেন বলেন, ‘স্বাধীন, মুক্ত ও তথ্যভিত্তিক সাংবাদিকতা ক্ষমতার অপব্যবহার, মিথ্যা ও যুদ্ধের অপপ্রচার রুখে দিতে পারে।’
তিনি বলেন, ‘মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া বিভিন্ন জাতির মধ্যে সফলভাবে বন্ধুত্ব, নিরস্ত্রীকরণ ও বিশ্বকে আরও ভালো করা কঠিন হবে।’
নোবেল কমিটি জানায়, সাংবাদিক রেসা ২০১২ সালে নিউজ ওয়েবসাইট র্যাপলার প্রতিষ্ঠা করেন। যা ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বিতর্কিত ও বর্বর মাদক বিরোধী অভিযানের ওপর বিশ্লেষণমূলক আলোপাত করে। এছাড়া তিনি ও র্যাপলার দেখিয়েছেন কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব ছড়ানো, বিরোধীদের হয়রানি ও জনগণের আলোচনা নিয়ন্ত্রণ করা হয়।
আরও পড়ুন: সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার আব্দুর রাজ্জাক
সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার আব্দুর রাজ্জাক
চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তানজানিয়ার আব্দুর রাজ্জাক গুরনাহ। বৃহস্পতিবার সুইডিশ একাডেমি যুক্তরাজ্য ভিত্তিক এই লেখককে নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করেছে।
সুইডিশ একাডেমি বলছে, উপনিবেশবাদের প্রভাব নিয়ে আপসহীন ও সহনুভূতিশীল লেখনির স্বীকৃতি স্বরূপ আব্দুর রাজ্জাক গুরনাহকে এ পুরস্কার দেয়া হয়েছে।
গুরনাহ ১৯৪৮ সালে জানজিবারে জন্মগ্রহণ করেন। তবে কিশোর বয়সেই শরণার্থী হিসেবে তিনি যুক্তরাজ্যে যান। সম্প্রতি কেন্ট বিশ্ববিদ্যায়ের উত্তর উপনিবেশবাদ সাহিত্য বিভাগের অধ্যাপক হিসেবে অবসর নেয়া এই অধ্যাপক ১০টি উপন্যাসের লেখক। এগুলোর মধ্যে রয়েছে প্যারাডাইস, বাই দ্য সি ও ডেজারশন।
আরও পড়ুন: পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
চলতি বছরে জাপান, জার্মানি ও ইতালির তিন বিজ্ঞানী পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। বিজয়ীরা হলেন জাপানের স্যুকুরো মানাবে (৯০), জার্মানির ক্লাউস হাসেলমান (৮৯) ও ইতালির জর্জিও পারিসি (৭৩)।
তাদের মধ্যে স্যুকুরো মানাবে ও ক্লাউস হাসেলমান পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ফিজিক্যাল বা ভৌত মডেল তৈরি, পরবর্তনশীলতা পরিমাপ ও নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক উষ্ণতার বিষয়টি অনুমানের জন্য যৌথভাবে এ পুরস্কারের অর্ধেক পেয়েছেন।
অন্যদিকে পারমাণবিক ও গ্রহীয় পরিসরে ভৌত ব্যবস্থা বা ফিজিক্যাল সিস্টেমের বিশৃঙখলা ও উঠানামা পরস্পরের ওপর কী প্রভাব ফেলে তা আবিষ্কারের জন্য পুরস্কারের বাকি অর্ধেকটা পেয়েছেন ইতালির জর্জিও পারিসি।
আরও পড়ুন: নিলাম তত্ত্বের জন্য অর্থনীতিতে নোবেল পেলেন ২ আমেরিকান
মঙ্গলবার রয়েল সুইডিস একাডেমির মহাসচিব গোরান হ্যানসন বিজয়ীদের নাম ঘোষণা করেন। এর আগে সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী হিসবে যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস ও আর্ডেম প্যাটাপোসিয়ানের নাম ঘোষণা করা হয়।
এছাড়া পর্যায়ক্রমে রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতে অসামান্য অবদান রাখার জন্য নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
আরও পড়ুন: শান্তিতে নোবেল পেল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি
সাহিত্যে নোবেল পেলেন আমেরিকান কবি লুইস গ্লাক
অর্থনীতিতে বাঙালিসহ ৩ জনের নোবেল জয়
ঢাকা, ১৪ অক্টোবর (ইউএনবি)- ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পর এবার দ্বিতীয় বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিৎ ব্যানার্জি।