বিদ্যুতের তার
শিগগিরই শেষ হচ্ছে না হাতিরঝিলে চলাচলকারী যাত্রীদের ভোগান্তি
ভূগর্ভস্থ বিদ্যুতের তারের কাজের জন্য রাস্তা খোঁড়াখুঁড়িতে চরম ভোগান্তির শিকার হাতিরঝিলের দক্ষিণাঞ্চলে চলাচলকারী যাত্রীরা। এদিকে এ বিপত্তি থেকে মুক্তি পেতে যাত্রীদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এক দিকে খোঁড়াখুঁড়ি, অপরদিকে বর্ষা- নগরীর যাত্রীদের দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে। মূলত হাতিরঝিল সড়ক ব্যবহার করে যেসব যাত্রী দ্রুত গুলশান বা রামপুরা থেকে মগবাজারে পৌঁছাতে চান তাদেরই এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে গেছে এবং প্রায়ই যানবাহন গর্তে আটকে যাচ্ছে।
সরকারি সূত্রে জানা গেছে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) তাদের ওভারহেড তারগুলো প্রতিস্থাপনের জন্য এলাকার রাস্তা খননের মাধ্যমে উচ্চ ভোল্টেজের ভুগর্ভস্থ তারগুলো স্থাপন করছে।
ডিপিডিসির মহাপরিকল্পনার অংশ হিসেবে হাতিরঝিলের ওভারহেড ট্রান্সমিশন লাইনগুলো মাটির নিচে চলে যাচ্ছে।
পিজিসিবির একজন কর্মকর্তা বলেন, ডিপিডিসির তার স্থাপনের কাজগুলো সম্পন্ন হয়েছে। তবে পিজিসিবির কাজ এখনও চলছে। আর এটি সম্পূর্ণ হতে দুই সপ্তাহেরও বেশি সময় লাগবে।
আরও পড়ুন: ধোলাইখাল জলাধারের পরিবেশ হাতিরঝিলের চাইতে সুন্দর ও নান্দনিক হবে: মেয়র তাপস
১ বছর আগে
হাজীগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল বৃদ্ধ দম্পতির
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বসত ঘরের পাশেই কবুতরের খাঁচায় দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামে মিজি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- মো. মমিন মিজি (৭০) এবং তার স্ত্রী নুরজাহান বেগম (৬০)। এই দম্পতির এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানায়, নিজ বাড়িতে কবুতর পালন করতেন মমিন মিজি। প্রায় সময় বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলার উৎপাত কমাতে খাঁচার দুই পাশে বিদ্যুতের তার জড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে রিকশাচালক দগ্ধ
স্থানীয়রা আরও জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে কবুতর দেখতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান মমিন মিজি। দেখতে পেয়ে তাকে উদ্ধার করতে গিয়ে স্ত্রী নুরজাহানও বিদ্যুতায়িত হন।
বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে বিদ্যুতের মেইনসুইচ বন্ধ করে, তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ইউএনবিকে জানান, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাটি জানতে পেরেছি।
আরও পড়ুন: বন্যার পানিতে বিদ্যুতের তার, সিলেটে যুবলীগ নেতার মৃত্যু
মাগুরায় বিদ্যুতের তারে জড়িয়ে হনুমানের মৃত্যু
১ বছর আগে
টাঙ্গাইলে বিদ্যুতের তারে জড়িয়ে নৌকাডুবি: মা-ছেলেসহ নিহত ৫
টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুতের তার স্পর্শে নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে