শোকের মাস
শুরু হলো শোকের মাস
শুরু হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর মাস।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে তার পরিবারের অধিকাংশ সদস্যসহ হত্যা করে একদল বিপথগামী সেনা কর্মকর্তা।
১৫ আগস্টের এই হত্যাকাণ্ড জাতির ইতিহাসের সবচেয়ে কুৎসিত অধ্যায় কারণ আত্মস্বীকৃত খুনিরা শুধু বঙ্গবন্ধুকে নয়, বরং তার পরিবারের সঙ্গে জড়িত অনেককে হত্যা করেছে।
১৫ আগস্টের হত্যাকাণ্ডে শহীদদের মধ্যে ছিলেন- বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাদ, ভাগ্নে ও প্রখ্যাত সাংবাদিক শেখ ফজলুল হক মনি, তার গর্ভবতী স্ত্রী আরজু মনি এবং সামরিক সচিব কর্নেল জামিল।
সেসময় বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় বেঁচে যান।
আগস্ট মাস আরও একটি হত্যার ষড়যন্ত্রের ইতিহাস ধারণ করে আছে।
১৯৭৫ সালে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন, সেই মহল ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাসবিরোধী সমাবেশে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে গ্রেনেড ছুড়ে হত্যার চেষ্টা করে।
স্প্লিন্টারের আঘাত নিয়ে শেখ হাসিনা অল্পের জন্য বেঁচে গেলেও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত ও ৫০০ জন আহত হয়।
এই নৃশংস হামলার কথা জাতি কখনো ভুলতে পারবে না।
শোকের মাসে প্রতিবছরের মতো এবারও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
৪ মাস আগে
আজ থেকে শুরু হলো শোকের মাস
১৯৭৫ সালের যে মাসে জাতি তার সর্বশ্রেষ্ঠ নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছিল, সেই মাস আজ থেকে শুরু হয়েছে।
১৫ আগস্টের হত্যাকাণ্ড জাতির ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়। কিছু অসন্তুষ্ট সেনা সদস্য শুধু জাতির পিতাকেই হত্যা করেনি, সঙ্গে তার পরিবারের বেশিরভাগ সদস্যকেও হত্যা করেছে।
আত্মস্বীকৃত খুনিরা অন্ধকার রাতে ১০ বছর বয়সী শেখ রাসেলকেও রেহাই দেয়নি।
আরও পড়ুন: শুরু হলো শোকের মাস
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান।
বর্বরোচিত হত্যাকাণ্ডের কথা স্মরণ করে জাতি ভারাক্রান্ত হৃদয়ে আগস্ট মাসটিকে শোকের মাস হিসেবে পালন করে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শোকের মাস পালনে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
আরও পড়ুন: আগস্ট: বাঙালির শোকের মাস শুরু
শোকের মাস আগস্ট শুরু
১ বছর আগে
শুরু হলো শোকের মাস
বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর মাস শুরু হয়েছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপদগামী সেনা কর্মকর্তা জাতির জনকসহ পরিবারের অধিকাংশ সদস্যদের হত্যা করে।
১৫ আগস্টের হত্যাকাণ্ডটি জাতির ইতিহাসের সবচেয়ে কুৎসিত অধ্যায় কারণ আত্মস্বীকৃত খুনিরা শুধু জাতির প্রতিষ্ঠাতাকে একাই হত্যা করে নাই, আরও অনেককেও হত্যা করেছে।
আরও পড়ুন: শোকের মাস আগস্ট শুরু
১৫ আগস্টের হত্যাকাণ্ডে শহীদদের মধ্যে ছিলেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাদ, ভাগ্নে ও প্রখ্যাত সাংবাদিক শেখ ফজলুল হক মনি, তার গর্ভবতী স্ত্রী আরজু মনি এবং সামরিক সচিব কর্নেল জামিল। তাদেরকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে হত্যা করা হয়।
বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা জার্মানিতে থাকার কারণে তারা বেঁচে যান।
যারা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন, ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাসবিরোধী সমাবেশে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে গ্রেনেড দিয়ে হত্যার চেষ্টা করেছিলেন।
আরও পড়ুন: শোকের মাসে ফরিদপুর আ’লীগের খাদ্য সহায়তা বিতরণ
তবে, এতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ তার দলের ২৪ জন নিহত ও ৫০০ জন আহত হলে অল্পের জন্য শেখ হাসিনা হামলা থেকে রক্ষা পান।
এই জঘন্য হামলার কথা জাতি কখনো ভুলতে পারবে না।
এ উপলক্ষে প্রতি বছর ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলো মাসব্যাপী কর্মসূচি পালন করে। এ বছরও এর ব্যতিক্রম হবে না।
২ বছর আগে
শোকের মাসে ফরিদপুর আ’লীগের খাদ্য সহায়তা বিতরণ
কোভিড-১৯ মহামারি ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২ হাজার ৫৫০ জন দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ।
শনিবার দুপুরে শেখ জামাল স্টেডিয়ামে এই খাদ্য সহায়তা অনুষ্ঠান বিতরণ করা হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, মহামারি করোনাভাইরাস ও শোকের মাস উপলক্ষে আমরা সদর উপজেলার ১২টি ইউনিয়নের প্রত্যেকটিতে ১০০ পরিবার এবং পৌর সভার ২৭টি ওয়ার্ডে প্রত্যেকটিতে ৫০ পরিবারের মাঝে ১০ কেজি চাল ও দুই কেজি চাউল বিতরণ করেছি।
জেলা আওয়ামী লীগের এই কর্মসূচি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেয়া হয়েছে বলে তিনি জানান।
অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা আওয়ামী লীগ নেতা বিশিষ্ট শিল্পপতি এ.কে আজাদ।
এসময় অন্যানের মধ্যে আওয়ামী লীগ নেতা বিপুল ঘোষ, ঝর্ণা হাসান, মহিলা লীগের আইভি মাসুদ, যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ফরিদপুরে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
ফরিদপুরে উদ্ধার হওয়া কুমির বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে
৩ বছর আগে
আগস্ট: বাঙালির শোকের মাস শুরু
আজ পহেলা আগস্ট। ইতোমধ্যেই শুরু হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অকালেই হারানোর মাস আগস্ট। তাই আগাস্ট বাঙালি-বাংলাদেশিদের জন্য শোকের।
স্বাধীনতার মাত্র কয়েক বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা কর্মকর্তা জাতির পিতাকে তার পরিবারের অধিকাংশ সদস্যের সাথে হত্যা করে।
ওই বর্বরোচিত হামলার সময় বর্তামন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং ছোট মেয়ে শেখ রেহানা জার্মানিতে অবস্থান করায় বেঁচে যান।
আরও পড়ুন: স্বাধীনতা ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রমাণ করে ১৫ আগস্ট ও জেল হত্যা: প্রধানমন্ত্রী
প্রতিবছর ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো ১৫ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করে থাকে। তবে করোনভাইরাস প্রাদুর্ভাবের কারণে এ বছর কর্মসূচির ধরন আলাদা হবে।
এ বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন করবে জাতি। শ্রদ্ধাভরে স্মরণ করবে তার কীর্তি এবং এদেশের মানুষের জন্য তার আজীবন ত্যাগের কথা।
শুধু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডই নয় এই আগস্টেই আওয়ামী লীগের সমাবেশে ছোঁড়া হয় গ্রেনেড হামলা। এছাড়াও ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার ঘটনাও ঘটে এই মাসেই।
আরও পড়ুন: ৫ আগস্টের পরও বিধিনিষেধ বহালের সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের
তৎকালীন বিএনপির শাসনামলে ২০০৪ সালের ২১ আগস্টের এই গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং অন্তত ৫০০ নেতাকর্মী আহত হয়।
এছাড়াও ২০০৫ সালের ১৭ আগস্ট আধা ঘণ্টার ব্যবধানে সারা দেশের ৬৩ জেলার ৩০০টি স্থনে ৫০০টির ও বেশি সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে।
৩ বছর আগে
শোকের মাস আগস্ট শুরু
শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোকের মাস আগস্ট।
৪ বছর আগে