সদর থানা
বগুড়া সদর থানার সামনে ছুরিকাঘাতে শিক্ষক নিহত, পুলিশসহ আহত ৩
বগুড়া সদর থানার সামনে ছুরিকাঘাতে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন৷ এ ঘটনায় পুলিশের দুই সদস্য ও এক পথচারী আহত হন।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় নিহত ১
এ ঘটনায় মেন্দি খায়রুল (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মেন্দি খায়রুল বগুড়া শহরের ফুলবাড়ি এলাকার বাসিন্দা এবং সম্রাট পিত্তিরাজের ছেলে।
নিহত শিক্ষক রেজাউল করিম পান্না বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি ফুলবাড়ী এলাকার বাসিন্দা।
আহতরা হলেন, বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহাদাৎ হোসেন, গোলাম কিবরিয়া ও পথচারী আব্দুর রউফ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনাটি নিশ্চিত করে জানান, থানার মোড়ে মেন্দি নামের ওই যুবক কলেজ শিক্ষক পান্নাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে বাধা দিতে গেলে দুই পুলিশ সদস্য ও এক পথচারী আহত হন।
পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই কলেজ শিক্ষকের মৃত্যু হয়।
তিনি আরও জানান, আটক মেন্দি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনি ওই শিক্ষককে ছুরিকাঘাত করেছেন।
আরও পড়ুন: বরিশালে বাসের ধাক্কায় পুলিশ উপপরিদর্শক (এসআই) নিহত
সিলেটে সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ী নিহত
১ বছর আগে
বগুড়ায় টাকা না দেয়ায় নাতির হাতে নানী খুন
বগুড়ায় ৩০ হাজার টাকা না পেয়ে নানী আছিয়া বেওয়াকে (৭০) খুন করেছে নাতি ইয়াকুব আলী (১৯)। এ ঘটনায় পুলিশ নাতিকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার রাতে বগুড়া সদর থানার শেখেরকোলা ইউনিয়নের শেখেরকোলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। ইয়াকুব বগুড়া সদরের বালাকৈগাড়ী গ্রামের মিলন প্রামাণিকের ছেলে।
বুধবার দুপুর সাড়ে ১২টায় বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া তার কার্যালয়ে হত্যাকাণ্ড নিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত একমাত্র আসামি গ্রেপ্তার ইয়াকুব আলী পেশায় একজন লেদ শ্রমিক।
পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, জমি জমার ভাগ বাটোয়ারা নিয়ে তার মা ও বাবার সাথে নানীর বিরোধ ছিল। সম্প্রতি নানী আছিয়া বেওয়া তার একটি গরু বিক্রি করে ৩০ হাজার টাকা ঘরে রাখে। এ খবর পেয়ে সে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টায় নানীর বাড়ি যায়। এরপর সে নানীকে দোকানে পাঠিয়ে নানীর ঘরে ৩০ হাজার টাকা খুঁজতে থাকে। এমন সময় নানী এলে সে নানীর কাছে ৩০ হাজার টাকা দাবি করে। নানী টাকা দিতে না চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে নানীর গলায় চাকু দিয়ে আঘাত করে সে।
আরও পড়ুন: ঈদে কেনাকাটার টাকা চেয়ে না পাওয়ায় স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
এই সময় নানীর শাড়ীর আঁচলে রাখা ২ হাজার ৮০০ টাকা নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি বাড়ির পাশের ডোবায় ফেলে পালিয়ে যায় সে। এরপর ঘটনাস্থলেই আছিয়া বেওয়া মারা যান।
পুলিশ রাতেই লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
৩ বছর আগে
সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান স্ট্যান্ড রিলিজ
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক আদেশে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয়।
আরও পড়ুন: বগুড়ায় ছুরিকাঘাতে পুলিশের এসআই জখম
পুলিশ সদর দপ্তরের নির্দেশে ঢাকার সিআইডিতে তাকে যোগদান করতে বলা হয়। ওসি আসাদুজ্জামান পুলিশ সদর দপ্তরের আদেশ পাওয়ার পর সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর বোরহানের কাছে দায়িত্ব বুঝিয়েও দিয়েছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশ বাবার পিস্তলের গুলিতে ছেলের ‘আত্মহত্যা’
ইন্সপেক্টর বোরহান তাৎক্ষণিক বদলির বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে বদলি করা হয়েছে। তবে কী অভিযোগে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে তা তিনি বলতে পারেননি।
আরও পড়ুন: সাতক্ষীরার যশোরেশ্বরী কালিমন্দিরে পূজা দিলেন মোদি
৩ বছর আগে
বগুড়ায় ঘরজামাইকে ‘পিটিয়ে হত্যা’
বগুড়ার সোনাতলায় এক ঘরজামাইকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
৪ বছর আগে