গোলাপগঞ্জ
গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
নিহত রিমন রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের ইসরাব আলীর ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চাচাতো ভাই বদরুল ও সাদিক আহমদের মধ্যে মোটরসাইকেল বিক্রির ১০ হাজার টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এই টাকা নিয়ে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। সম্প্রতি সাদিক মোটরসাইকেলটি আটকে রাখেন।
শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এ ঘটনায় রিমন আহমদ বদরুলের পক্ষে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সাদিক আহমদ উত্তেজিত হয়ে রিমনকে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাদিক একই গ্রামের মজির উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
৩ সপ্তাহ আগে
গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মসজিদের ইমাম খুনের অভিযোগ
সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মাওলানা রুহুল আমীন (৩৭) নামে এক ইমাম খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৫টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর একটি ভাড়া বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
এসময় স্ত্রী নাদিয়া বেগমকে (৪০) আটক করা হয়।
আরও পড়ুন: বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা সবার দায়িত্ব: উপদেষ্টা
নিহত ইমাম রুহুল আমিন ডৌবাড়ি ইউনিয়নের লামা ডেমি গ্রামের শহীদুর সাসিন্দা এবং হিলালপুরের একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।
পুলিশ জানায়, স্ত্রী নাদিয়া স্বামী রুহুল আমীনকে হত্যা করে খাটের নিচে লুকিয়ে রাখেন। এরপর এলাকাবাসী বাসার খাটের নিচ থেকে রুহুলের লাশ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ স্ত্রীকে আটক করে।
স্থানীয়রা জানায়, নিহত মাওলানা রুহুল আমিন গত ১৫ দিন আগে দ্বিতীয় বিয়ে করেছিলেন। এর আগে ২০২০ সালে প্রথম স্ত্রী নাদিয়া বেগমকে বিয়ে করেন। রুহুল আমীনের সঙ্গে তার দীর্ঘদিন থেকেই পারিবারিক মনমালিন্য চলে আসছিল।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে রুহুল আমীনকে অচেতন করে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার নেতৃত্বে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে: আসিফ নজরুল
১ মাস আগে
গোলাপগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় নারীর মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় রফিয়া বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টায় উপজেলার এমসি একাডেমি ও কলেজের পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিয়া বেগম (৬০) বিয়ানীবাজার উপজেলার ছরিয়া গ্রামের মজির উদ্দিনের স্ত্রী।
আরও পড়ুন: শ্রীনগরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান, রফিয়া বেগম এমসি একাডেমি ও কলেজের সামনে পায়ে হেঁটে তার বড় মেয়ে তানজিনা আক্তারের বাসা থেকে ছোট মেয়ে হেলেন বেগমের বাসা যাচ্ছিলেন।
সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়ক পারাপারের সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। প্রাইভেটকারটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে চালক পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় সাইকেলের আরোহী নিহত
১ মাস আগে
গোলাপগঞ্জে ছেলের মারধরে বাবার মৃত্যুর অভিযোগ
সিলেটের গোলাপগঞ্জে ছেলে রাজু আহমদের (৩০) মারধরে কামরান মিয়া (৬০) নামে এক বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার বোনও আহত হয়েছেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিলে উপজেলার পৌর এলাকার স্বরসতি গ্রামে এ ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ফরিদপুরে ছেলের মৃত্যুর খবরে বাবার মৃত্যু
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে রাজু তার বাবাকে মারধর করে। বাবাকে বাঁচাতে তার বোন এগিয়ে আসলে তাকেও সে মারধর করে। পরে কামরানকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের বলেন, এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত ছেলে রাজু ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে এসেছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ২ ছেলের মারধরে বাবার মৃত্যুর
১ মাস আগে
সিলেটে শেখ হাসিনাসহ ৯১ জনের নামে হত্যা মামলা
সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিন ইউনিয়নের বারোকোর্ট এলাকায় গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সানি আহমদের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
নিহত সানি আহমদের বাবা সোমবার (২ সেপ্টম্বর) সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের দ্বিতীয় আদালতে মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: ৫ মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া
সানি আহমদের বাবা কয়ছর আহমদ (৫৫) উপজেলার কুমারপাড়া শিলঘাট এলাকার মৃত ওয়াহিত আলীর ছেলে।
মামলায় উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ, বিজিবি, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের কর্মীরা দেশি-বিদেশি অস্ত্র-শস্ত্র দিয়ে অতর্কিত গুলি করতে থাকে। এতে সানি গুলিবিদ্ধ হয়।
এসময় তাকে উদ্ধার করতে গেলে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে সবাই চলে গেলে সানির রক্তাক্ত দেহ ছাত্রজনতা উদ্ধার করে স্থানীয় গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সাবেক স্থানীয় সরকার মন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
ছাত্রদল নেতা নুরু হত্যা: ফজলে করিমসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা
২ মাস আগে
সিলেটে গুলিতে ২ জন নিহত
সিলেটের গোলাপগঞ্জে গুলিতে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- ধারাবাহর গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩) ও উপজেলার শিলঘাটের বাসিন্দা সানি আহমদ (১৮)।
গুলিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাহিন আহমদ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের সামনে থেকে ছাত্র-জনতা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় তাদের সরিয়ে দিতে চায় পুলিশ। সেখানে বিজিবিও উপস্থিত ছিল। একপর্যায়ে পুলিশ ও বিজিবির সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ শুরু হয়। বিভিন্ন মসজিদে ঘোষণা দিয়ে এসময় এলাকাবাসীও সংঘর্ষে জড়িত হন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সংঘর্ষে নিহত ৪, থানা-দুই সংসদ সদস্যের বাড়িতে হামলা
প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ছাত্র-জনতা ও এলাকাবাসী পুলিশ-বিজিবির দিকে ইট-পাটকেল ছুঁড়ে এবং পুলিশ-বিজিবি গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ ও বিজিবি পিছু হটতে বাধ্য হয়।
সংঘর্ষ গোলাপগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়ে। দুপুর ২টার দিকে পৌর এলাকার ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কিছু মানুষ জড়ো হয়। সেখানে পুলিশ ও বিজিবি এলে উত্তেজনা দেখা দেয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তাজ উদ্দিন ও সানি আহমদ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরকার পতনের একদফা দাবিতে আজ রবিবার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি পালনে বেলা সাড়ে ১১টা থেকে সড়কে নেমেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে সিলেট নগরের কোর্ট পয়েন্টে পুলিশ-আন্দোলনকারী পাল্টাপাল্টি ধাওয়ার পর সংঘর্ষ হয়। একপর্যায়ে নগরের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের ইটপাটকেলের জবাবে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে। এতে এক কিশোর গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন। দুপুর ১টা থেকে জিন্দাবাজার, চৌহাট্টা, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, মিরবক্সটুলা, নয়াসড়ক কুমারপাড়া ও আম্বরখানাসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা অবস্থান নেয়। সড়ক ব্যারিকেড দিয়ে তারা যান চলাচল বন্ধ করে দেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আরও পড়ুন: নরসিংদীতে আন্দোলনকারীদের উপর আ. লীগ কর্মীদের গুলি, পিটিয়ে ৬ কর্মীকে হত্যা, গুলিবিদ্ধ ৪
পাবনায় আ.লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৩ শিক্ষার্থী নিহত
৩ মাস আগে
গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সানজু আহমদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে পুরকায়স্থ বাজার-গোলাপগঞ্জ সড়কের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
নিহত সানজু উপজেলার দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ ছাদিরের ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ি থেকে পুরকায়স্থ বাজার যাওয়ার সময় পিকআপের ধাক্কায় সানজু সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) (মিডিয়া অফিসার) পার্থ সারথী দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
সিলেটে জুন মাসে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত
৪ মাস আগে
গোলাপগঞ্জে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের মেয়ে সুহেদা বেগম (১০) ও মাজেদা বেগম (৫)।
স্থানীয়রা জানায়, কুশিয়ারা নদীতে সাঁতার কাটার একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে যায় তারা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারে নামে স্থানীয়রা। পরে বিকাল ৩টার দিকে জাল ফেলে তাদের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আমীন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বালতির পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
৫ মাস আগে
সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাব্বি আহমদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
রাব্বি গোলাপগঞ্জ পৌরসভা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের রণকেলী দক্ষিণভাগ গ্রামের শামেল আহমদের ছেলে।
ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, চার দিন আগে গোলাপগঞ্জ পৌরসদরের কদমতলা এলাকায় একটি দোকানে টাইলস ফিটিংয়ের কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বি গুরুতর আহত হয়।
পরে তাকে সিলেটে নিয়ে একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা পৌনে ১১টার দিকে তিনি মারা যান।
রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির অন্যতম সদস্য, রণকেলী নুরুপাড়া ইয়ং সোসাইটির প্রধান উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌরসভা এলাকার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম রাব্বির মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
৬ মাস আগে
সিলেটে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জে ঝড় চলাকালে বজ্রপাতে আছকির আলী নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জ বাজারে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।
আরও পড়ুন: দিনাজপুরে বজ্রপাতে নিহত ২, আহত ৪
আছকির আলী গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাজারের ব্যবসায়ী ও পৌর শহরের টিকরবাড়ি গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যরা বলছেন, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আছকির আলী শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পখে ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতের বিকট শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মাথায় আঘাত পান। আশপাশের ব্যবসায়ীরা ও উপস্থিত লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বজ্রপাতের ঝুঁকি এড়াতে কুড়িগ্রামে তালগাছের চারা রোপন
মাগুরায় বজ্রপাতে ২ জনের মৃত্যু
৭ মাস আগে