গোলাপগঞ্জ
গোলাপগঞ্জে জঙ্গল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের গোলাপগঞ্জে একটি জঙ্গল থেকে মো. মঞ্জুর আহমদ (৪২) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার পশ্চিম সুনামপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে।
বুধবার (২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে গোলাপগঞ্জ থানার পুলিশ পশ্চিম সুনামপুর গ্রামে পৌঁছে ৩টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: সিলেটে কলেজ শিক্ষার্থী তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে মঞ্জুর আত্মহত্যা করে থাকতে পারেন। লাশটিতে পচন ধরেছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা—তা নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর।
তিনি আরও জানান, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে তারা প্রথমে লাশটির খবর জানতে পারেন।
১৩৪ দিন আগে
গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যান হানিফ গ্রেপ্তার
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সাবেক মেয়র আব্দুল হানিফ খাঁনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে আব্দুল হানিফের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা।
ওসি মনিরুজ্জামান মোল্যা জানান, আব্দুল হানিফ খান উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সরকার পতনের পর থেকে তিনি কয়েকদিন পলাতক ছিলেন। বেশ কয়েকটি মামলার আসামি তিনি।
আরও পড়ুন: লাউয়াছড়ায় ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
উচ্চ আদালত থেকে কয়েকটি মামলায় আগাম জামিন নিয়ে আব্দুল হানিফ খান বাড়িতে ফিরে এসেছিলেন বলে জানান তিনি।
ওসি জানান, তাকে অন্য আরেকটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট করেননি তিনি।
১৮২ দিন আগে
সিলেটে ভূমিধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু
টানা বৃষ্টিতে সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
রবিবার (১ জুন) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে উপজেলার লাক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই এলাকার রিয়াজ উদ্দিন (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া খাতুন (১৫) ও ছেলে আব্বাস উদ্দিন (১৩)।
পুলিশ ও স্থানীয়রা জানান, পরিবারটি দীর্ঘদিন ধরে একটি টিলার নিচু অংশে বসবাস করে আসছিল। টানা ভারী বৃষ্টির কারণে রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে টিলার একটি বড় অংশ ধসে পড়ে তাদের বাড়ির ওপর, এতে তারা ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা স্থানীয়দের সহায়তায় সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: অতি ভারী বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা: বিএমডি
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশের ধারণা, দীর্ঘস্থায়ী ভারী বৃষ্টি টিলার কাঠামোকে দুর্বল করে দিয়েছে এবং সেটি হঠাৎ ধসে পড়ার কারণ হয়েছে।
স্থানীয় প্রশাসন সুরক্ষার স্বার্থে ঝুঁকিপূর্ণ পাহাড়ি ঢালের কাছে বসবাসরত লোকজনকে নিরাপদ এলাকায় স্থানান্তরের জন্য অনুরোধ জানিয়েছে, যাতে ভবিষ্যতে আরও বড় কোনো দুর্ঘটনা এড়ানো যায়। এ ঘটনার পর থেকে স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১৮৭ দিন আগে
সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় লাকি বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
শনিবার (৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে হেতিমগঞ্জ মোল্লাগ্রামে একটি কলোনি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
লাকি জকিগঞ্জ উপজেলার ফুলতলি এহলাশাহ গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। স্বামী আব্দুর পেশায় টমটম চালক। তারা গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ মোল্লাগ্রামে কলোনিতে ভাড়া থাকতেন।
আরও পড়ুন: ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের
পুলিশ জানায়, খবর পেয়ে ঘরের ভেতর থেকে টিনের নিচে স্টিলের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাকি বেগম নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া তাদের মধ্যে পারিবারিক কোনো মনোমালিন্যের খবর পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। লাশ সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
২১৫ দিন আগে
সিলেটে ‘দায়ের কোপে’ বাবার মৃত্যুর অভিযোগ, ছেলে আটক
সিলেটের গোলাপগঞ্জে ছেলে সুলতান আহমদের দায়ের কোপে দুলু মিয়া (৬০) নামে এক ব্যক্তি খুন হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ছেলেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, দুলু মিয়ার ছেলে প্রবাস (ফ্রান্স) ফেরত সুলতান সাত মাস আগে দেশে ফেরেন। ফেরার পর থেকে তার বাবার সঙ্গে ঝামেলা লেগেছিল। এই ঝামেলার জেরে নিজ বাড়িতে বাবাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন ছেলে সুলতান।
আরও পড়ুন: সাভারে ট্রাকচাপায় পুলিশের উপপরিদর্শকের মৃত্যু, চালক আটক
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। এ সময় ছেলেকে আটক করে নিয়ে যায়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, ‘পরিবার সূত্রে জানা গেছে—সুলতানের মানসিক সমস্যা রয়েছে। তাই এমন হত্যার ঘটনা ঘটিয়েছেন।’
২৫২ দিন আগে
গোলাপগঞ্জে ডাকাত সন্দেহে তিনজনকে গণপিটুনি, মোটরসাইকেলে আগুন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিমাদল মোকামবাজারে ডাকাত সন্দেহে তিনজন গরু চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
আটকরা হলেন— জৈন্তাপুরের হরিপুর এলাকার জমির উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলার বইটিকর এলাকার ফখরুল ইসলাম ও দক্ষিণ সুরমার মোগলাবাজারের জয়নাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্দেহভাজন তিনজন মোটরসাইকেলে করে ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা ধাওয়া দিয়ে তাদের আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন। পরে আটক তিনজনকে একটি দোকানের ভেতরে আটকে রাখা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার নিমাদল মোকামবাজারে ডাকাত সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়ে মোটরসাইকেলটিতে পুরিয়ে দেয়। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যেতে চাইলে তাদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়ে উত্তেজিত জনতা। পরি ভোর পৌনে ৪টার দিকে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে এবং পুলিশ তিনজনকে আটক করে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে ৩ জনকে গণপিটুনি
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যেতে চাইলে হাজারো উত্তেজিত জনতা গাড়ি লক্ষ্য করে টিল ছুঁড়ে মারেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছালে আমরা তিনজনকে আটক করে নিয়ে আসি। গণপিটুনিতে তিনজন আহত হয়েছেন। ‘
তিনি বলেন, ‘তাদের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে থানায় নিয়ে আসা হয়েছে। আটকদের বিরুদ্ধে স্থানীয় এক ব্যক্তি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’
২৭৪ দিন আগে
সিলেটে দুই বাসের সংঘর্ষ, আহত ২০
সিলেটের গোলাপগঞ্জে বিআরটিসি ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আহতদের কারও অবস্থা গুরুতর নয়।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জের দাঁড়িপাতন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে নিহত ১
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা হয়েছে। এতে উভয় বাসের ২০ যাত্রী আহত হন। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি হেফাজতে নিয়েছে।
৩০৭ দিন আগে
গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
নিহত রিমন রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের ইসরাব আলীর ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চাচাতো ভাই বদরুল ও সাদিক আহমদের মধ্যে মোটরসাইকেল বিক্রির ১০ হাজার টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এই টাকা নিয়ে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। সম্প্রতি সাদিক মোটরসাইকেলটি আটকে রাখেন।
শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এ ঘটনায় রিমন আহমদ বদরুলের পক্ষে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সাদিক আহমদ উত্তেজিত হয়ে রিমনকে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাদিক একই গ্রামের মজির উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
৪০৫ দিন আগে
গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মসজিদের ইমাম খুনের অভিযোগ
সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মাওলানা রুহুল আমীন (৩৭) নামে এক ইমাম খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৫টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর একটি ভাড়া বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
এসময় স্ত্রী নাদিয়া বেগমকে (৪০) আটক করা হয়।
আরও পড়ুন: বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা সবার দায়িত্ব: উপদেষ্টা
নিহত ইমাম রুহুল আমিন ডৌবাড়ি ইউনিয়নের লামা ডেমি গ্রামের শহীদুর সাসিন্দা এবং হিলালপুরের একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।
পুলিশ জানায়, স্ত্রী নাদিয়া স্বামী রুহুল আমীনকে হত্যা করে খাটের নিচে লুকিয়ে রাখেন। এরপর এলাকাবাসী বাসার খাটের নিচ থেকে রুহুলের লাশ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ স্ত্রীকে আটক করে।
স্থানীয়রা জানায়, নিহত মাওলানা রুহুল আমিন গত ১৫ দিন আগে দ্বিতীয় বিয়ে করেছিলেন। এর আগে ২০২০ সালে প্রথম স্ত্রী নাদিয়া বেগমকে বিয়ে করেন। রুহুল আমীনের সঙ্গে তার দীর্ঘদিন থেকেই পারিবারিক মনমালিন্য চলে আসছিল।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে রুহুল আমীনকে অচেতন করে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার নেতৃত্বে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে: আসিফ নজরুল
৪১১ দিন আগে
গোলাপগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় নারীর মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় রফিয়া বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টায় উপজেলার এমসি একাডেমি ও কলেজের পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিয়া বেগম (৬০) বিয়ানীবাজার উপজেলার ছরিয়া গ্রামের মজির উদ্দিনের স্ত্রী।
আরও পড়ুন: শ্রীনগরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান, রফিয়া বেগম এমসি একাডেমি ও কলেজের সামনে পায়ে হেঁটে তার বড় মেয়ে তানজিনা আক্তারের বাসা থেকে ছোট মেয়ে হেলেন বেগমের বাসা যাচ্ছিলেন।
সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়ক পারাপারের সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। প্রাইভেটকারটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে চালক পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় সাইকেলের আরোহী নিহত
৪৩১ দিন আগে