চামড়া পাচার
ভারতে চামড়া পাচাররোধে হিলি সীমান্তে সতর্কতা
কোরবানির পশুর চামড়া ভারতে পাচারের আশঙ্কায় দিনাজপুরের হিলি সীমান্তে সতর্কাবস্থা জারি করা হয়েছে। ঈদের দিন থেকে সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা কঠোর নজরদারি করবেন।
সোমবার রাতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রফিকুল ইসলাম জানান, হিলি সীমান্তসহ জয়পুরহাট ব্যাটালিয়নের অধীনে ৪১ কিলোমিটার সীমান্তের মধ্যে ২২ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেয়া রয়েছে। বাকি ১৯ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া নেই। তাই ওইসব এলাকা দিয়ে ভারতে চামড়া পাচারের আশঙ্কা থাকে। একারণে বিজিবি টহল জোরদারের নির্দেশ দেয়া হয়েছে।
পড়ুন: ঈদুল আজহা: হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ
তিনি বলেন, এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তের বিভিন্ন পয়েন্ট মনিটরিং করা হচ্ছে। ইতোমধ্যে বিজিবি সদস্যরা কাজ শুরু করেছেন। যাতে কেউ সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার করতে না পারে।
পড়ুন: হিলি দিয়ে সপ্তাহে ৩ দিন ভারতে যাতায়াতের সিদ্ধান্ত
কঠোর লকডাউনে স্বাভাবিক হিলি স্থলবন্দরের কার্যক্রম
পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত এই নজরদারি বলবত থাকবে বলে জানান তিনি।
৩ বছর আগে
খুলনায় নতুন চামড়া কেনায় আগ্রহ নেই ট্যানারি ব্যবসায়ীদের
খুলনার ট্যানারিতে প্রচুর চামড়া মজুত পড়ে আছে। বিক্রি না হওয়ায় বকেয়া পাচ্ছেন না মাঠ পর্যায়ের ব্যবসায়ীরা। ফলে করোনার প্রভাবে অর্থ সংকটে থাকা ব্যবসায়ীদের নতুন করে আর চামড়া কিনতে আগ্রহ নেই। আর এ কারণে চামড়ার দাম পাওয়া যাচ্ছে না।
৪ বছর আগে
চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতা
ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪ বছর আগে