নৌকাডুবে
কুমিল্লায় নৌকাডুবে ভাই-বোন নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে নৌকাডুবে ভাই-বোন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিডডা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আনিসুর রহমানের ছেলে তানভীর রহমান (১৬) এবং মেয়ে মেডিকেল কলেজ পড়ুয়া অরণ্য আক্তার অনামিকা (২০)।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ও স্থানীয়রা জানায়, শুক্রবার আনুমানিক বেলা ১১টায় তানভীর ও অনামিকা তাদের মামাতো ভাইদের সঙ্গে খাটরা গ্রামসংলগ্ন ডাকাতিয়া নদীতে ঘুরতে যান। এসময় প্রবল বাতাসে নৌকা উল্টে নদীতে ডুবে যায়। সাঁতার কেটে অন্যরা তীরে উঠতে পারলেও তারা দুই ভাই-বোন ডুবে যান।
পরে গ্রামবাসীর দীর্ঘ পাঁচ ঘণ্টা চেষ্টার পরে তানভীরকে মৃত অবস্থায় ডাকাতিয়া নদী থেকে উদ্ধার করে। আর বোনকে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের লোক ও ডুবুরিরা মিলে উদ্ধার করে।
আরও পড়ুন: মাগুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে কলেজছাত্রীর মৃত্যু
১ বছর আগে
সিরিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবে ৩৪ জনের মৃত্যু
সিরিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবে ৩৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, লেবানন থেকে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ৩৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। জাহাজটিতে থাকা বিশ জনকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তারা উপকূলীয় শহর টার্তুসে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: লিবিয়া থেকে ইতালি আসার পথে নিহত ৭ অভিবাসীর পরিচয় শনাক্ত
মন্ত্রণালয় জানায়, নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সূত্রের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, নৌকাটিতে লেবানিজ, সিরিয়ান ও অন্যান্য দেশের ১২০-১৫০ জন অভিবাসী ছিল। তারা সাইপ্রাসের উদ্দেশে রওনা হয়েছিল।
আরও পড়ুন: বাহামাস উপকূলে অভিবাসী বহনকারী নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু
ইতালি যাওয়ার পথে ৭ অভিবাসীর মৃত্যু, উদ্ধার ২৮০
২ বছর আগে
ফেঞ্চুগঞ্জে স্কুলে যাওয়ার পথে নৌকাডুবে শিক্ষার্থী নিহত
সিলেটের ফেঞ্চুগঞ্জে স্কুলে যাওয়ার পথে নৌকাডুবে মোর্শেদ জাহান ফেরদৌসী (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে।বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় বুড়িকেয়ারি হাওরে এ দুর্ঘটনা ঘটে।মোর্শেদ জাহান ফেরদৌসী উপজেলার ছত্রিশ গ্রামের সেজুল মিয়ার মেয়ে এবং স্থানীয় ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টায় স্কুলে যাওয়ার জন্য নৌকায় করে বেশ কয়েকজন শিক্ষার্থী বুড়িকেয়ারি হাওর পাড়ি দেয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় ১৭-১৮ জনকে স্থানীয়রা উদ্ধার করলেও পানিতে তলিয়ে যায় মোর্শেদ জাহান ফেরদৌসী।’পরে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশের উপস্থিতিতে স্থানীয় জেলেদের মাধ্যমে তার লাশ উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
আরও পড়ুন: মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরে পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
২ বছর আগে
নবীনগরে নৌকাডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু, সন্তান নিখোঁজ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদীতে ঢেউয়ে নৌকা উল্টে পানিতে ডুবে রিয়াদ (৩০) ও লিজা আক্তার (২৫) নামের স্বামী-স্ত্রী মারা গেছে। সোমবার বেলা ২টার দিকে উপজেলার ভৈরবনগর-উরখুলিয়ার মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত রিয়াদ উপজেলার কাইতলার দুলাল মিয়ার ছেলে। এই ঘটনায় মারিয়া (৭) নামের তাদের শিশু সন্তান নিখোঁজ রয়েছে।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম জানান, রিয়াদ, লিজা ও তাদের শিশু সন্তান মারিয়াসহ পরিবার নিয়ে সিলেটে থাকেন। সোমবার তারা নবীনগরে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তিতাস নদীতে নৌকা ভ্রমণে বের হয়। ভৈরবনগর-উরুখুলিয়ার মাঝামাঝি আসলে পাশ দিয়ে যাওয়া স্পিডবোটের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়।
তিনি জানান, এই ঘটনায় রিয়াদ ও লিজার মরদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। বাকি আরও তিনজন সাতরে তীরে উঠে আসে। তবে তাদের শিশু সন্তান মারিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন: মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বিশ্বজুড়ে এক দশকে পানিতে ডুবে ২৫ লাখ প্রাণহানি
৩ বছর আগে
যমুনায় নৌকাবাইচ দেখতে এসে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
সিরাজগঞ্জ, ১২ অক্টোবর (ইউএনবি)- সিরাজগঞ্জে নৌকাবাইচের সময় নৌকাডুবে এক প্রতিযোগীসহ নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর দক্ষিণ পাশ থেকে উদ্ধার করা হয়েছে।
৫ বছর আগে