সাবেক সেনা কর্মকর্তা
৮ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১৬ আগস্ট) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এ রিমান্ডের আদেশ দেন। এর আগে বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে জিয়াউল আহসানকে আদালতে নিয়ে আসা হয়। তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।
আরও পড়ুন: হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর
মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. সজিব মিয়া তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। জিয়াউল আহসানের পক্ষে তার বোন আইনজীবী নাজনীন নাহার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।
শুনানি শেষে তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিউ মার্কেট থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম (৪৫) একটি মামলা করেন।
আরও পড়ুন: টুকু, পলক ও সৈকত ১০ দিনের রিমান্ডে
আরও ৩ দিনের রিমান্ডে আন্দালিব পার্থ
৪ মাস আগে
সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনা ‘ক্রসফায়ার’ সংস্কৃতির উদাহরণ মাত্র: টিআইবি
কক্সবাজারে সম্প্রতি পুলিশের গুলিতে একজন সাবেক সেনা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই, বরং তা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতিকে স্বাভাবিকতায় রূপান্তরের একটি উদাহরণ মাত্র বলে মনে করে টিআইবি।
৪ বছর আগে
সাবেক সেনা কর্মকর্তার হত্যাকারীদের চিহ্নিত করুন: বিএনপি
কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে সাবেক সেনা কর্মকর্তাকে (মেজর) হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছে বিএনপি।
৪ বছর আগে