লঘুচাপ
লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নিয়মিত বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আরও পড়ুন: ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে সুষ্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি দুর্বল হয়ে মৌসুমি বায়ু অক্ষের সঙ্গে মিলিত হতে পারে।
মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, সুষ্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আরও পড়ুন: দেশজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর
৩ মাস আগে
লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হতে পারে। এর প্রভাবে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
৪ মাস আগে
লঘুচাপের প্রভাবে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার প্রভাবে দেশজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানা যায়।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে যে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।
এতে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
৪ মাস আগে
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত, আরও ঘনীভূত হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এর অবস্থান- ১৪ দশমিক ৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক ১° পূর্ব দ্রাঘিমাংশ।
যা আজ (২২ অক্টোবর) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
এটি আরও ঘনীভূত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্ব্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে
নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। তাই, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে অধিদপ্তর।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতেও বলা হয়েছে। সেইসঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, আজ সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে; তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাছাড়া, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন: টানা দ্বিতীয় দিনের মতো বিশ্বের সবচেয়ে দূষিত ঢাকার বাতাস
আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে শুষ্ক আবহাওয়া থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর
১ বছর আগে
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) বুলেটিনে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: ঢাকা সোমবার সকালে বিশ্বের তৃতীয় দূষিত বাতাসের শহর
বুলেটিনে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
এছাড়া ঢাকা, রাজশাহী, পাবনা, ফেনী ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: ঢাকার বাতাসের মান মঙ্গলবার সকালে ‘মধ্যম’
৫ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর
১ বছর আগে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে লঘুচাপে পরিণত হয়েছে: আবহাওয়া অফিস
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিযেছে, ‘দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপটি একই এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপ অবস্থান করছে।’
মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজশাহী, নেত্রকোণা, খুলনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং দেশের অন্যান্য স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন: বিশ্বের চতুর্থ দূষিত শহর ঢাকা
চুয়াডাঙ্গায় আবারও টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা
১ বছর আগে
বঙ্গোপসাগরে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে: আবহাওয়া অফিস
আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে শনিবার জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আরও পড়ুন: নিম্নচাপ দুর্বল হতে পারে: আবহাওয়া অফিস
এতে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেতুলিয়ায়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে: আবহাওয়া অফিস
দেশে আরও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
২ বছর আগে
বঙ্গোপসাগরে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে: আবহাওয়া অফিস
আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ।
এতে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবনতি হতে পারে।
এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে আরও প্রয়োজনীয় নির্দেশনা সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করার পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়াও উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ২৫ অক্টোবর বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে
বৃহস্পতিবার সকালে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’
দেশে আরও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
২ বছর আগে
বাংলাদেশের উপকূলে সুপার সাইক্লোন ‘সিতারাং’ আঘাত হানার সম্ভাবনা নেই: ত্রাণ প্রতিমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট সুপার সাইক্লোন ‘সিতারাং’ বাংলাদেশের উপকূলে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই।
বুধবার সচিবালয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে এখনও কোনো নিম্নচাপ তৈরি হয়নি।
আরও পড়ুন: নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে: ত্রাণ প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, গ্লোবাল ফোরকাস্ট সেন্টার (জিএফএস) একটি বার্তা দিয়েছে যে সুপার সাইক্লোন ‘সিতারাং’ চলতি মাসে উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে।
জিএফএস কে উদ্ধৃত করে তিনি আরও বলেন, ১৭ অক্টোবর উপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে এবং এটি একটি ঘূর্ণিঝড়ে ঘনীভূত হবে। এটি পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং অন্ধ্র প্রদেশ হয়ে সুন্দরবনে আঘাত হানতে পারে।
এটি ঘূর্ণিঝড় আম্ফানের মতো হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের আবহাওয়াবিদরা পর্যবেক্ষণ করছেন এবং রিপোর্ট করেছেন যে উপসাগরে এখনও কোনও নিম্নচাপ তৈরি হয়নি।’
আরও পড়ুন: গৃহহীনদের ঘর নির্মাণে কাজ করছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী
এনামুর আরও বলেন, ‘যদি ঘূর্ণিঝড়টি এই অঞ্চলে আঘাত হানে। তবে এটিকে থাইল্যান্ডের নামকরণ করা ‘সিতারাং’ বলা হবে।’
জাপান ও ভারতের আবহাওয়া বিভাগ বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করবে। ‘আমরা যখন সিদ্ধান্তে আসবো তখন আমরা আমাদের প্রস্তুতির বিষয়ে ব্যবস্থা নেব।’
তিনি আরও বলেন, সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও সরকার ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন: বন্যায় ক্ষতি ৮৬,৮১১ কোটি: ত্রাণ প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় মাঠ পর্যায়ের সব প্রশাসন, জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।
‘সাধারণত আমরা বিষণ্ণতার পরে প্রস্তুতিমূলক কাজ শুরু করি।’
প্রতিমন্ত্রী বলেন, সাইক্লোন শেল্টার তৈরি করতে হবে। ‘আমরা সেখানে শুকনো খাবার, পানীয় জল এবং নগদ অর্থ প্রদান করব।’
২ বছর আগে
লঘুচাপ: সাতক্ষীরায় বৃষ্টিপাত অব্যাহত, বেড়িবাঁধের ৩৫ পয়েন্ট ঝুঁকিতে
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে চতুর্থ দিনেও সাতক্ষীরায় বুধবার সকাল থেকে হালকা ঝড়ো হাওয়ার সাথে সাথে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
এছাড়া উপকূলীয় এলাকার জরাজীর্ণ ৩৫টি পয়েন্টে প্রায় ৬২ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে।
আরও পড়ুন: ৭২ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা: আবহাওয়া অফিস
শ্যামনগরের গাবুরার ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম জানান, থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। নদীতে জোয়ারের সময় বাতাসের তীব্রতা বাড়ছে। ইতোমধ্যে ভারী বর্ষণের কারণে সহস্রাধিক বিঘা মৎস্য ঘের পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া গাবুরা, নাপিতখালি, জেলেখালিসহ কয়েকটি পয়েন্টে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। ওই সব এলাকায় যেকোনো সময় বাঁধ ভেঙে যেতে পারে। ইতোমধ্যে উপকূলীয় সব নদীর পানি অনেক বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ: কক্সবাজারে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়াসহ হালকা ও মাঝারী ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
২ বছর আগে