চীনের ভ্যাকসিন
সরকার করোনার নামে ব্যবসা করছে: বিএনপি
কোভিড ভ্যাকসিন নিয়ে বর্তমান সঙ্কট বিষয়ে সরকারের পদক্ষেপ নেয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার একে করোনাভাইরাসের নামে ব্যবসায়ের অভিযোগ করেছেন।
তিনি বলেন, 'সরকার কারও কাছে কৈফিয়ত দিতে বাধ্য নয়। কারণ এর সাথে জনগণের কোনও যোগাযোগ নেই। সুতরাং, সরকার করোনাভাইরাস মহামারি নিয়ে ব্যবসা করছে।'
আরও পড়ুন: বিএনপিকে ক্ষমা চেয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর
বিএনপি নেতা বলেন, 'আমরা সরকারকে আগেই সতর্ক করেছিলাম যে ভ্যাকসিন কোনও একক উত্স থেকে নেয়া উচিত নয়। কিন্তু তারা তাদের নিজস্ব সুবিধার জন্য শুধুমাত্র একটি উত্স থেকে এই ভ্যাকসিন নিয়েছে। ফলস্বরূপ, দেশ এখন ভ্যাকসিন সঙ্কটের মুখোমুখি।'
মির্জা ফখরুল বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কর্মসূচিতে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাদের যারা বর্তমান সরকারের আমলে নিখোঁজ ও হত্যার শিকার হয়েছিলেন তাদের পরিবারের সদস্যদের জন্য ঈদ উপহার প্রদান করেন।
তিনি অভিযোগ করেন, ‘সরকার গত দেড় বছর ধরে করোনাভাইরাস মোকাবিলায় এবং জনগণের জন্য যথাযথ চিকিত্সা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেয়নি। 'তারা কীভাবে অর্থোপার্জন করতে পারে, কীভাবে দুর্নীতিতে জড়াতে হবে সে বিষয়ে তারা কাজ করেছে। তাই, জনগণ চিকিত্সা পাচ্ছে না এবং তারা আইসিইউ বেডের জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যাচ্ছেন।’
আরও পড়ুন: সরকার দেশকে ‘নরকে’ পরিণত করেছে: ফখরুল
বিএনপি নেতা বলেন, তাদের দল ভ্যাকসিনের বিকল্প উত্স হিসেবে রাশিয়া ও চীনের সাথে যোগাযোগ করার জন্য এক বছর আগে সরকারকে আহ্বান জানিয়েছিল। তবে তারা তা শোনেননি। 'প্রচুর সময় নষ্ট করার পরে তারা এখন চীন ও রাশিয়ার সাথে চুক্তি করতে যাচ্ছে। তারা এখন পরিষ্কার পানি উপেক্ষা করে কাদা পানি পান করছে।'
তিনি বলেন, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে বসে জাতীয় বিপর্যয় করোনাভাইরাস মোকাবিলায় সরকারের ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়া উচিত ছিল।
নিখোঁজের পরিবারের সদস্যদের ইঙ্গিত করে ফখরুল বলেন, তাদের দলের নেতারা নিখোঁজ হওয়ার কারণে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের শক্তি তাদের নেই। 'এটিও সম্ভব নয়। প্রতিবছর এ জাতীয় ঘটনাগুলো আমাদের আবেগময় করে তোলে এবং আমি যখন আপনাদের সামনে উপস্থিত হই তখন আমি নিজেকে দোষী বোধ করি। কারণ আমরা এখন পর্যন্তও পরিস্থিতি পরিবর্তন করতে পারিনি।'
ফখরুল বলেন, বিএনপির পাঁচ শতাধিক নেতা-কর্মী এক দশক ধরে নিখোঁজের শিকার হয়েছেন।
আরও পড়ুন: হেফাজত নেতাদের মুক্তির দাবি জানাল বিএনপি
বিভিন্ন অধিকার সংস্থার পরিসংখ্যানের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৬০১ জনকে নিখোঁজ করা হয়েছে এবং ২ হাজার ৮১৭ জন বিচার বহির্ভূত ও অন্যান্য হত্যার শিকার হয়েছেন।
বিএনপির এই নেতা সতর্ক করেছিলেন, 'এত লোককে প্রাণ দিতে হয়েছে এবং এত বেশি তরুণকে চলে যেতে হয়েছে ... সরকার ও আওয়ামী লীগকে অবশ্যই একদিন ক্ষতিগ্রস্ত পরিবার এবং গোটা জাতির কাছে জবাবদিহি করতে হবে।'
৩ বছর আগে
চীনের ভ্যাকসিনের ফল সন্তোষজনক হলে স্বাস্থ্যকর্মীদের ওপর প্রয়োগ: স্বাস্থ্য সচিব
চীনের সাইনোভ্যাক কোম্পানির ভ্যাকসিন পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্তোষজনক ফলাফল পাওয়া গেলে বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের ওপর প্রয়োগের জন্য অনুমোদন দেয়া হবে বলে মঙ্গলবার জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।
৪ বছর আগে