সিবিআই
নারদা কেলেঙ্কারি: জামিন পেলেন পশ্চিমবঙ্গের ২ মন্ত্রী
ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ এর হাতে আটকের পর অবশেষে জামিন পেলেন পশ্চিমবঙ্গ সরকারের দুই জ্যেষ্ঠ মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসে অপর দুই নেতা। ঘুষ গ্রহণের অভিযোগে ‘নারদা কেলেঙ্কারি’ হিসেবে পরিচিত এই ঘটনায় সিবিআই তাদের আটক করে।
শুক্রবার কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির সমন্বিত বেঞ্চ বর্তমানে গৃহবন্দী থাকা তৃণমূলের চার নেতা, মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী সুব্রত মুখার্জি, সাবেক মন্ত্রী এবং সাংসদ মদন মিত্র ও কলকাতার সাবেক মেয়র শোভন চ্যাটার্জিকে, জামিন প্রদান করে।
আরও পড়ুন: ঘুষ নেয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের ২ মন্ত্রী গ্রেপ্তার
অভিযুক্তদের আইনজীবী ফোন কলের মাধ্যমে ইউএনবিকে জানান, হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন আবেদন গ্রহণ করে একটি শর্তে জামিন প্রদান করেছেন। জামিনে থাকাকালীন এই নেতারা কখনও গণমাধ্যমের কাছে নারদা কেলেঙ্কারি মামলা বা অন্য মামলার ব্যাপারে কথা বলতে পারবেন।
এর আগে গত ২১ মে আদালত এই নেতাদের গৃহবন্দী রাখার আদেশ দেয় আদালত।
১৬৮৯ দিন আগে
সুশান্ত রাজপুতকে কেউ হত্যা করেনি: মেডিকেল প্রতিবেদন
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে কেউ হত্যা করেনি। তিনি আত্মহত্যাই করেছিলেন বলে এক মেডিকেল প্রতিবেদনে জানানো হয়েছে।
১৯২৬ দিন আগে
সুশান্ত সিং রাজপুতকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে: পারিবারিক আইনজীবী
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পারিবারিক আইনজীবী বিকাশ সিং দাবি করেছেন, এই মামলায় ফরেনসিক পরীক্ষা চালিয়ে যাওয়া অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এআইএমএস) চিকিৎসকরা তাকে বলেছেন, সিনেমার তারকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যদিও মুম্বাই পুলিশ জানিয়েছে সে আত্মহত্যা করেছে।
১৯৩৪ দিন আগে
সুশান্তের মৃত্যু: রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় শুক্রবার অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করবে ভারতীয় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)।
১৯৬২ দিন আগে
সুশান্তের মৃত্যুর ঘটনা তদন্তে সিবিআইকে বিহারের মুখ্যমন্ত্রীর সুপারিশ
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা সিবিআইকে তদন্তের জন্য মঙ্গলবার সুপারিশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার।
১৯৮৬ দিন আগে