হাওর অঞ্চল
হাওর অঞ্চলের প্রতিটি সড়ক হবে এলিভেটেড: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বিঘ্নে পানি প্রবাহ, জলজ চাষ ও সুষ্ঠু নৌপথ বজায় রাখার জন্য হাওর অঞ্চলের প্রতিটি সড়ক হবে এলিভেটেড।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি যে প্রতিটি হাওর, বিল ও জলাভূমি এলাকায় প্রতিটি সড়ক এলিভেটেড হবে।’
আরও পড়ুন: রাষ্ট্রপতি মিঠামইনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন
তিনি আরও বলেন, ‘সমস্ত সড়ক উঁচু করা হবে যাতে বর্ষাকালে পানি প্রবাহ বাধাগ্রস্ত না হয়, মাছ ও নৌকা চলাচলে বাধা না পড়ে এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত না হয়। …এতে করে ক্যান্টনমেন্ট থেকে সিলেট ও ঢাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।’
শেখ হাসিনা বলেন, হাওর এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে মিঠামইনের ক্যান্টনমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হবে।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় হাওর অঞ্চলের মানুষ বেঁচে থাকার জন্য সবসময় সংগ্রাম করে।
প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৯৭০ সাল থেকে এ এলাকা থেকে বার বার নির্বাচিত হয়েছেন এবং জনগণের সেবা করেছেন। এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে থেকে এবং তাদের ভালো-মন্দ সময়ে নিরবচ্ছিন্ন সঙ্গী হয়ে তিনি তাদের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করেছেন।
আরও পড়ুন: নির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিষয়ে নীরব বিএনপি
১ বছর আগে
হাওর অঞ্চলের সংস্কৃতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় রাষ্ট্রপতির নামে ‘আব্দুল হামিদ শিল্পকলা একাডেমি ও আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র’ নির্মিত হচ্ছে।
কেন্দ্রটি হাওর অঞ্চলের সংস্কৃতিক চর্চা ও প্রসারে বিশেষ ভূমিকা পালন করবে। হাওর অঞ্চলের সংস্কৃতি স্বতন্ত্র ও অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন। এই অঞ্চলের সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিরূপণ ও সাংস্কৃতিক অনুষঙ্গ পর্যালোচনার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘হাওর অঞ্চলের সংস্কৃতি’ বিষয়ক গবেষণার উদ্যোগ গ্রহন করেছে।
গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে ১৬ নভেম্বর, বুধবার বিকালে জাতীয় নাট্যশালায় সেমিনার আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আরও পড়ুন: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফারিয়ার সিনেমা
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বিশিষ্ট লোকগবেষক মু. আ. লতিফ, লেখক ও গবেষক আমিনুর রহমান সুলতান, লেখক ও সাংবাদিক সঞ্জয় সরকার, লেখক ও গবেষক গাজী মহিবুর রহমান, সামস সাঈদ, পার্থ তালুকদার, সাইফ বরকতুল্লাহ, জাকারিয়া মন্ডল, সত্যজিৎ রায় মজুমদার প্রমুখ সেমিনারে অংশগ্রহন করেন।
২ বছর আগে
হাওর অঞ্চলের মৎস্যসম্পদ উন্নয়নে পরিকল্পনা নেয়া হয়েছে: মন্ত্রী
হাওর অঞ্চলের মৎস্যসম্পদ উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
তিনি বলেন, ‘প্রাকৃতিক পরিবেশ স্বাভাবিক রেখে হাওর অঞ্চল কীভাবে উন্নত করা যায় এ লক্ষ্যে একাধিক পরিকল্পনা নেয়া হয়েছে। বিশেষ করে হাওর অঞ্চলের মৎস্যসম্পদ কীভাবে বৃদ্ধি করা যায়, কীভাবে মৎস্যসম্পদকে জাতীয় অর্থনৈতিক সম্পদে পরিণত করা যায় সে লক্ষ্যে সরকার কাজ করছে।’
রবিবার (১২ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলার মিঠামইন হাওরে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এ অনুষ্ঠান আয়োজন করে।
শিগগিরই কিশোরগঞ্জে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের হাওর মৎস্য গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে বলে এসময় মন্ত্রী জানান।
আরও পড়ুন: মৎস্য খাতে বাংলাদেশ স্বর্ণালী অধ্যায় সৃষ্টি করছে: প্রাণিসম্পদমন্ত্রী
প্লাস্টিক বা অন্যান্য বর্জ্যের কারণে মৎস্যসম্পদ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় জানিয়ে রেজাউল করিম বলেন, ‘প্লাস্টিক বর্জ্যের কারণে মাছের ডিম নষ্ট হয়, প্রজনন বাধাগ্রস্ত হয়। হাওড়ের মধ্যে প্লাস্টিক জাতীয় বা অন্যান্য বর্জ্য কেউ যাতে না ফেলে সে জন্য জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
তিনি বলেন, এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকে সোচ্চার হতে হবে। প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে গেলে আমরা সবাই এর ক্ষতির মুখোমুখি হবো। তাই হাওরের পরিবেশ রক্ষায় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ ও মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আছিয়া আলম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও সুবোল বোস মনি, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দেশ-বিদেশে রুখে দাঁড়াতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী
৩ বছর আগে
অল ওয়েদার রোডে নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ
হাওর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রামকে যুক্ত করা ‘অল ওয়েদার রোডে’ নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
৪ বছর আগে
নেত্রকোনার হাওরে নৌকাডুবি: শিশুসহ ১৭ লাশ উদ্ধার
নেত্রকোণার মদন উপজেলার গোবিন্দশ্রীর রাজালীকান্দা হাওরে নৌকা ডুবে শিশুসহ ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
৪ বছর আগে