পুলিশ প্রধান
জাতিসংঘ পুলিশ প্রধানের সঙ্গে আইজিপি’র ‘ফলপ্রসূ’ বৈঠক
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের সঙ্গে জাতিসংঘ পুলিশ প্রধান লুইস কারিলহো এর দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশকে অন্যতম প্রধান পুলিশ সদস্য প্রেরণকারী দেশ উল্লেখ করে কারিলহো শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
তিনি পূর্ব তিমুর ও হাইতিতে পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশের সদস্যদের যে উঁচু মানের পেশাদারিত্ব ও দায়িত্ববোধ দেখেছেন তা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালি ও ডিআর কঙ্গোতে কর্তব্যরত বাংলাদেশ পুলিশের সদস্যদের পেশাদারিত্বেরও প্রশংসা করেন তিনি।
কারিলহো বলেন, বাংলাদেশ শান্তিরক্ষা কার্যক্রমে নারী পুলিশ সদস্য মোতায়েন করে আসছে, যা নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আরও পড়ুন:জাতিসংঘ পুলিশ, সংস্থা ও জাতীয় কর্তৃপক্ষসহ সকলের সমন্বয় প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
এ সময় ড. বেনজীর আহমেদ বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের যে কোনো প্রয়োজনে সাড়া দিতে বাংলাদেশ পুলিশ সদা প্রস্তুত রয়েছে।
বিশেষ করে আফ্রিকার ঝুঁকিপূর্ণ শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের দক্ষ ও পেশাদারী বিশেষায়িত ইউনিট মোতায়েনের অনুরোধ জানান আইজিপি।
এক্ষেত্রে তিনি সোয়াট, ক্যানাইন, রিভারাইন ও গার্ড পুলিশ এবং ফরেনসিক ইউনিটসহ বিভিন্ন বিশেষায়িত ইউনিট মোতায়েন এবং জাতিসংঘ পুলিশের জন্য বিভিন্ন কর্মসূচি ও প্রশিক্ষণ আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতার কথা তুলে ধরেন।
তিনি জাতিসংঘ সদর দপ্তর ও শান্তিরক্ষা কার্যক্রমের মাঠ পর্যায়ে উচ্চ পদে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের নিয়োগের অনুরোধ জানান।
বৈঠকে শান্তিরক্ষা মিশনের জন্য বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহের বিষয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসডিজি বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের তাৎপর্যপূর্ণ অবদানের কথা তুলে ধরেন আইজিপি।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশ আগামী দিনগুলোতেও সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জাতিসংঘ পুলিশ প্রধান।
জাতিসংঘের শান্তি পদক্ষেপ ও বৈশ্বিক সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করে আইজিপি জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. সাদেকুজ্জামান ও পুলিশ হেডকোয়ার্টার্সের ওভারসিজ অ্যান্ড ইউএন অপারেশন শাখার অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:সন্ত্রাসবাদ মোকাবিলায় ও চরমপন্থা প্রতিরোধে বাংলাদেশের ইতিবাচক ভূমিকা প্রশংসা জাতিসংঘের
পাকিস্তানে বন্যা: ১৬ কোটি ডলারের জরুরি সহায়তার আবেদন জাতিসংঘের
২ বছর আগে
সান আন্তোনিতে ৪৬ অভিবাসীর লাশ উদ্ধার
দক্ষিণ-পশ্চিম সান আন্তোনিওর একটি প্রত্যন্ত রাস্তায় সোমবার সন্দেহভাজন অভিবাসী সম্বলিত একটি ট্রাক্টর-ট্রেলার থেকে ৪৬ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া আরও ১৬ জনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
সোমবার পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকম্যানস জানিয়েছেন সন্ধ্যা ৬ টার দিকে একজন নগর কর্মী প্রথম এ সংবাদ পেয়েছিলেন।
পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকম্যানস জানান, ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার প্রচেষ্টার অংশ ছিল। ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে তবে তারা মানব পাচারের সঙ্গে পুরোপুরি যুক্ত কিনা তা স্পষ্ট নয়।
ফায়ার চিফ চার্লস হুড বলেছেন, তাপজনিত অসুস্থতায় হাসপাতালে নেয়া ১৬ জনের মধ্যে ১২ জন প্রাপ্তবয়স্ক এবং চারজন শিশু। ধারণা করা হচ্ছে ট্রেলারে প্রচুর গরম এবং পানি না থাকায় তারা ডিহাইড্রেটেড ছিল।
আরও পড়ুন: ইউক্রেনে শপিং মলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই, স্ট্যান্ড ধসে নিহত ৪
২ বছর আগে
মগবাজার বিস্ফোরণ তদন্তে দ্রুত ইতি টানতে নারাজ আইজিপি
মগবাজার বিস্ফোরণ ঘটনার কারণ উদঘাটন করতে আলাদা বিশেষ তদন্ত কমিটি গঠন করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ। রবিবার সন্ধ্যায় মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় এক বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত আট জন নিহত ও ৫০ জন আহতের খবর পাওয়া গেছে।সোমবার বিস্ফোরণ স্থল পরিদর্শনের যেয়ে গণমাধ্যমকে এতথ্য জানান পুলিশ প্রধান।
আরও পড়ুন: মগবাজার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৮
বেনজির আহমেদ বলেন, ‘বিস্ফোরণের কারণ উদঘাটনে পুলিশ ফায়ার সার্ভিসের সাথে যৌথভাবে কাজ করবে। এছাড়া ঘটনা তদন্তে বোম্ব ডিসপোজাল ইউনিটের কর্মকর্তাসহ পুলিশ একটি আলাদা তদন্ত কমিটি করবে।’এসময় এই বিস্ফোরণে জঙ্গী সম্পৃক্ততার ব্যাপারে জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, ‘জঙ্গী হামলার মাধ্যমে বোমা বিস্ফোরণের ক্ষেত্রে সাধারণত তিন-চার দিকে ক্ষয়ক্ষতি হয়। কিন্তু এই বিস্ফোরণের ফলে ক্ষতি হয়েছে শুধু একদিকে।’
আরও পড়ুন: ভারতে সিলিন্ডার বিস্ফোরণে ৭ জনের মর্মান্তিক মৃত্যু, ভবন ধ্বস
তার মতে, মিথেন গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে, খুব সহজেই মগবাজার বিস্ফোরণের ব্যাপারে দ্রুত ইতি টানবেন না বলে জানিয়ে দেন আইজিপি বেনজির আহমেদ।এসময় তিনি সাধারণ জনগণকে লকডাউন চলাকালীন সময়ে ঘরে থাকার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
৩ বছর আগে
সিনহার হত্যা দুই বাহিনীতে কোনো প্রভাব ফেলবে না
টেকনাফে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা অফিসার খুনের ঘটনায় একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করে এতে পুলিশ ও সেনা বাহিনীতে কোনো ধরণের বিরূপ প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন দুই বাহিনীর প্রধান।
৪ বছর আগে