শীতলক্ষ্যা
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ ২ শিশুর লাশ উদ্ধার
নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (২৮ আগস্ট) সকালে বন্দর উপজেলার ময়মনসিংহ পট্টি ফেরিঘাট সংলগ্ন নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: পিরোজপুরে নিখোঁজের ৩৭ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার
মৃত শিশুরা হলো- বন্দরের কাজীবাড়ি এলাকার বাবুল গাজীর ছেলে বিল্লাল (৮) এবং আলাউদ্দিন মাঝির ছেলেইসমাইল (৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল দুইশিশু নদীতে গোসল করার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। সোমবার সকালে শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে। বন্দর ফায়ার সার্ভিস কর্মীরা তাদের লাশ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় বন্দর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার
ময়মনসিংহে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার
১ বছর আগে
শীতলক্ষ্যায় জাহাজের ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেলবাহী জাহাজের ট্যাংক বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (৩জুন) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. হুমায়ুন (৫৪), মো. ইমতিয়াজ (৪২), মো. রুবেল (৩৮), মো. সোহেল(৩৮), মো. ইমন (৩৫) ও মো. রাকিব (২৪)।
দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা থেকে ছয়জন দগ্ধ অবস্থায় এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) বাচ্চু মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
১ বছর আগে
নিখোঁজের ৩ দিন পর শীতলক্ষ্যায় মিলল বুয়েট শিক্ষার্থীর লাশ
নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নিহত ফারদিন নূর পরশ (২৪) নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকার কাজী নূরউদ্দিন রানার ছেলে।
তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
৪ নভেম্বর পরশ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তার সঙ্গে যোগাযোগও করা যাচ্ছিল না।
আরও পড়ুন: নিখোঁজের ১৬ ঘণ্টা পর পদ্মা নদী থেকে বুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
পরে তার বাবা রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জে একটি কটন মিলের ঠিক পেছনে নদীতে লাশটি ভাসতে দেখা যায়।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: ১৫ বন্ধুর রিমান্ড মঞ্জুর
নাটোরের বড়াল নদীতে নিখোঁজ বাগানকর্মীর লাশ উদ্ধার
১ বছর আগে
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় নৌকাডুবে নিহত ৩
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে শুক্রবার বন্দর এলাকায় ফেরির ধাক্কায় নৌকা ডুবে তিন জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার জিমি (২০), শাওন (১৬) ও রিফাত (১৭)। নৌকার আরও ১১ যাত্রী সাঁতরে নিরাপদে কুলে উঠতে সক্ষম হন। তবে কেউ নিখোঁজ হননি।
রাত ৯টার দিকে ১৪ জন যাত্রী নিয়ে নবীগঞ্জ ফেরি ঘাট থেকে হাজীগঞ্জ ঘাটে যাওয়ার উদ্দেশে নৌকাটি রওয়ানা দেয়।
আরও পড়ুন: গড়াই নদীতে নৌকাডুবি, নিখোঁজ ১
নৌকার সামনের অংশ অতিরিক্ত বোঝাই হয়ে যাওয়ায় ফেরিতে ধাক্কা মারলে জাহাজটি কাত হয়ে যায়।
নৌকার সামনের অংশে যাত্রী বেশি থাকায় সামনের অংশটি দেবে ছিল। এরই মধ্যে ইঞ্জিন চালিত নৌকাটি থেমে থাকা ফেরির সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বিভাগের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, নৌকাডুবির দুই ঘণ্টা পর রাত ১১টার দিকে নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে শাওন ও জিমির লাশ উদ্ধার করা হয়। মধ্যরাতে রিফাতের লাশ পাওয়া যায়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৩৪ জেলে নিখোঁজ
নারায়ণগঞ্জ সদরের নৌ পুলিশের উপপরিদর্শক মো. ফোরকান (এসআই) জানান, দুর্ঘটনার পর নৌকায় ধারণক্ষমতার বেশি যাত্রী নেয়ার অপরাধ মাঝি আলমগীরকে আটক করা হয়েছে।
২ বছর আগে
আ.লীগ দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে: শেখ হাসিনা
আওয়ামী লীগ সব সময় নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে ক্ষমতায় আসে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘ইতিহাস জুড়ে আওয়ামী লীগ সব সময় জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে।’
সোমবার শীতলক্ষ্যা নদীর ওপর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান সেতু এবং মধুমতি নদীর ওপর বাংলাদেশের প্রথম ছয় লেনের সেতু উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করে নপ্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং সৌদি আরবের রাষ্ট্রদূত ইশা ইউসেফ আল দুহাইলান বক্তব্য দেন।
সেতুগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী।
অনুষ্ঠানে সেতু প্রকল্পের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
পড়ুন: দেশের প্রথম ৬ লেনের সেতু উদ্বোধন প্রধানমন্ত্রীর
তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২ বছর আগে
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: মৃতের সংখ্যা বেড়ে ১০
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় মঙ্গলবার আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল সকাল ৮টার দিকে ডেমরা এলাকার আব্দুল্লাহ আল জাবের আদনানের (৩৫) লাশ এবং পরে সকাল সাড়ে ১০টার দিকে আরোহী (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করে।
লঞ্চের দুই যাত্রী এখনও নিখোঁজ রয়েছে এবং তাদের সন্ধানে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের তথ্য মতে, রবিবার দুপুর আড়াইটার দিকে মুন্সিগঞ্জগামী এমভি আফসার উদ্দিন লঞ্চটি ‘রূপসী ৯’ মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায়।
আরও পড়ুন: শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ৮ জনের বিরুদ্ধে বিআইডব্লিউটিএ’র দুই মামলা
শীতলক্ষ্যায় ৩০ যাত্রী নিয়ে লঞ্চডুবি
২ বছর আগে
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ৮ জনের বিরুদ্ধে বিআইডব্লিউটিএ’র দুই মামলা
নারায়ণগঞ্জের আল-আমিন নগরের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় জাহাজটির আট কর্মচারীর বিরুদ্ধে দুটি মামলা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (নৌ নিরাপত্তা) বাবু লাল বৈদ্য বাদী হয়ে সোমবার নারায়ণগঞ্জের বন্দর থানায় ও নৌ আদালতে মামলা দুটি করেন বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামাল।
নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, পুলিশের করা মামলায় আটক মালবাহী জাহাজের চালক, গ্রিজার প্রকৌশলীসহ ছয়জন কর্মচারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়েছে বলেও জানান ওসি।
এদিকে সোমবার থেকে নারায়ণগঞ্জ-চাঁদপুর ও মুন্সীগঞ্জ রুটে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ।
আরও পড়ুন: শীতলক্ষ্যায় লঞ্চ দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ৮
বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামাল বলেন, ‘এই রুটে লঞ্চ চলাচল বন্ধের অনেক কারণের মধ্যে রয়েছে লঞ্চ চালকদের দক্ষতার অভাব, অসাবধানতা, ছোট আকারের নৌযান।’
সোমবার নদী থেকে আরও দুটি লাশ উদ্ধারের পর এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।
সোমবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মোহাম্মদ শাহজাহান শিকদার জানান, সকালে নদী থেকে ৪০ বছর বয়সী আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
লঞ্চের চার যাত্রী এখনও নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- ঢাকার ডেমরা এলাকার আব্দুল্লাহ আল জাবের আদনান (৩৫), মুন্সীগঞ্জের মোসলেম উদ্দিন হাতেম (৫৫), আরোহী ও জোবায়ের হোসেন।
আরও পড়ুন: শীতলক্ষ্যায় ৩০ যাত্রী নিয়ে লঞ্চডুবি
এর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ ভোর সাড়ে ৫টার দিকে শীতলক্ষ্যা নদী থেকে ডুবে যাওয়া লঞ্চ ‘এমভি আফসার উদ্দিন’ উদ্ধার করে।
তবে লঞ্চের ভেতরে কোনো লাশ পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের তথ্য মতে, রবিবার দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জগামী এমভি আফসার উদ্দিন লঞ্চটি ‘রূপসী ৯’ মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায়।
২ বছর আগে
শীতলক্ষ্যায় লঞ্চ দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ৮
নারায়ণগঞ্জের আল-আমিন নগরের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।
সোমবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মোহাম্মদ শাহজাহান শিকদার জানান, সকালে নদী থেকে ৪০ বছর বয়সী আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
লঞ্চের চার যাত্রী এখনও নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।
এছাড়া সোনারগাঁওয়ের হরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে খায়রুন ফাতেমা নামে ৩০ বছর বয়সী এক নারীর লাশ সকালে নদী থেকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শীতলক্ষ্যায় ৩০ যাত্রী নিয়ে লঞ্চডুবি
২ বছর আগে
শীতলক্ষ্যায় লঞ্চ দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ৭
নারায়ণগঞ্জের আল-আমিন নগরের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। সোমবার সকালে নিহত আরেক জনের লাশ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে তারা লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান, নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।
লঞ্চের ১৯ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।
এর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে শীতলক্ষ্যা নদী থেকে ডুবে যাওয়া লঞ্চ ‘এমভি আফসার উদ্দিন’কে উদ্ধার করে।
তবে লঞ্চের ভেতরে কোনো লাশ পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।
আরও পড়ুন: শীতলক্ষ্যায় লঞ্চডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৬, জাহাজ আটক
২ বছর আগে
শীতলক্ষ্যায় ৩০ যাত্রী নিয়ে লঞ্চডুবি
শীতলক্ষ্যা নদীতে প্রায় ৩০ যাত্রী নিয়ে একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে।
রবিবার বিকালে নারায়ণগঞ্জের আল আমিন নগরের কাছে একটি পণ্যবাহী জাহাজের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর জানায়, দুপুর আড়াইটার দিকে পণ্যবাহী জাহাজ এমভি সিটি-৯ এর ধাক্কায় মুন্সীগঞ্জগামী লঞ্চটি নদীতে উল্টে যায়।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট যাত্রীদের উদ্ধারে কাজ করছে বলে জানা গেছে।
আরও পড়ুন: ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ড: নিহতের সংখ্যা বেড়ে ৫০
২ বছর আগে