অবৈধভাবে বালু উত্তোলন
ফেনীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩২ জনের বিরুদ্ধে মামলা
ফেনীর পরশুরামে মুহুরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে আওয়ামী লীগ নেতা মিরু চৌধুরীকে প্রধান আসামি করে এবং নাগরিক কমিটির সংগঠক ইমাম হোসেন সজীবসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।
পরশুরাম পৌর ভ‚মি অফিসের ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. ইয়াছিন বাদী হয়ে সোমবার (২৮ এপ্রিল) রাতে মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত) ৪/৫/১১/১৫ ধারায় এই মামলা দায়ের করেন।
মামলার এজহারে বলা হয়, মুহুরী নদীর বিলোনীয়া খেয়াঘাটের ১০০ গজ দক্ষিণ থেকে বাউরখুমা মৌজার দক্ষিণ সীমানা পর্যন্ত মুহুরি নদীর বালুমহাল (প্রথম অংশ) ১৪৩০ বাংলা সনে পূর্ণ মেয়াদে শাপলা টেডার্সের স্বত্ত্বাধিকারী মিরু চৌধুরীর নামে ইজারা দেওয়া হয়েছিল। ইজারাদারদেরকে পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশগত ও অবস্থানগত ছাড়পত্র জমা দেবেন এই শর্তে মিরু চৌধুরীকে ইজারা চুক্তি সম্পাদন করা হয়। কিন্তু পরবর্তীতে মিরু চৌধুরী ছাড়পত্র জমা না দেওয়ায় তাকে ওই বালুমহালের কার্যাদেশ ও দখল দেয়নি জেলা প্রশাসক। এরপর ১৪৩২ বাংলা সনে ইজারার লক্ষ্যে দরপত্র আহ্বান করা হলেও অদ্যাবধি চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়নি। ১৪৩১ বাংলা সনের শুরু হতে অদ্যাবধি ওই বালুমহাল ইজারাবিহীন অবস্থায় আছে।
বালু মহালের কার্যাদেশ ও দখল প্রদান না করা সত্ত্বেও আইন অমান্য করে মিরু চৌধুরী ইমাম হোসেন সজিবের সঙ্গে একটি চুক্তিপত্রের মাধ্যমে বালুমহাল সাবলীজ দেয়, যা সম্পূর্ণ বেআইনি।
এরপর সজিবের নেতৃত্বে চলতি বছরের ৩ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মুহুরি নদী থেকে ড্রেজার দিয়ে বেআইনিভাবে দুই কোটি পচিশ লাখ টাকার নয় লাখ ঘনফুট বালু অবৈধভাবে উত্তোলন করে নদীর উভয় পাড়ে বিক্রির উদ্দেশে স্তুপ করে রাখে। নিয়মনীতির তোয়াক্কা না করে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের কারণে নদীর তলদেশ থেকে মাটি সরে গিয়ে নদীর পাড় নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং নদীর পাড়ের জমি ও বসতঘর ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।
আরও পড়ুন: বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি: পরিবেশ উপদেষ্টা
আসামিরা হলেন- আওয়ামী লীগ নেতা মীর আহমেদ চৌধুরী (৬০), মো. ইমাম হোসেন সজীব (৩৫), হাবিব উল্যা (৫০), পিংকু ভুঞা (৩৮), মো. হারুন ভুঞা (৩৫), ছায়দুল হক হাজারী (৩৫), আলী হোসেন (৪০), আবদুল মুনাফ (৪৮), আবদুল কাদের (৩৭) আবদুস সামাদ (৩৪), মো. মোস্তফা আবদুল হামিদ (৩৩), মো. রিপন (৪০), মো. এমরান (৪২), স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মনসুর (২৮), মির্জানগর ইউনিয়ন যুবদলের সদস্য মো. ফারুক (২৭), মো. শিশু (৩৮), মির্জানগর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মো. শাহজালাল (৩৩), মো. ছিদ্দিক (৩৫), মো. আলম (২৯), মোহাম্মদ বাবুল (২৯), মনছুর আলী (৫০), মাহবুল হক (৫১), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহার সর্দার (৪৫), বাবুল মিয়া (৩৯), আবদুর রহিম (৪০), হারেছ মিয়া (৩৮), জাহিদুল করিম (৩৯), মোহাম্মদ বাবু (২৫), মোহাম্মদ কাইয়ুম (৩৬), নুরুন্নবী (হোনা মিয়া) (৪৫), আমির হোসেন (৪২), জাকির হোসেন (৪০),
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, নুরুল হাকিম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৫ দিন আগে
অবৈধভাবে বালু উত্তোলনকালে জাফলংয়ে ৬১টি নৌকা জব্দ, গ্রেপ্তার ৩
সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীর বিভিন্ন স্থানে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। অভিযানে এসময় ৬১টি নৌকা জব্দসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ৩ বালু উত্তোলনকারীর কারাদণ্ড
গ্রেপ্তাররা হলেন- কোম্পানিগঞ্জের কলাবাড়ি লংপুরবস্তির মিন্নাত আলী (২৮), একই উপজেলার মধ্য রাজনগর গ্রামের আব্দুল মুতলিব (২৫) এবং সুনামগঞ্জের রামানিপুর গ্রামের সুকেশ বিশ্বাস (৪২)।
ইউএনও তৌহিদুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬১টা বালুবাহী নৌকা জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। যেকোনো মূল্যে সব ধরনের অবৈধ তৎপরতা বন্ধে প্রশাসন জিরো ট্রলারেন্স নীতি অবলম্বন করে আসছে।’
অভিযানকালে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুলসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
এ ঘটনায় গোয়াইনঘাট থানার তহশিলদার শফিকুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় জরিমানা
বেলকুচিতে অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ২ জনের কারাদণ্ড
২৭৮ দিন আগে
মাগুরায় ৩ ড্রেজার মেশিন জব্দ, এক লাখ টাকা জরিমানা
শালিখা উপজেলার ভুলবাড়ীয়া বিলের ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি ড্রেজার মেশিন ও ৩০০ ফুট পাইপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৬১৯ দিন আগে
অবৈধভাবে বালু উত্তোলনে হুমকির মুখে কৃষি জমি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিলকেন্দুাই গ্রামে ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতায় হুমকির মুখে পড়েছে অনেক কৃষি জমি।
১৬৭৪ দিন আগে
ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন: বসত-বাড়ি ও ফসলি জমি নদী গর্ভে বিলীন
ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কোথাও কোথাও ১৩০ থেকে ১৪০ ফুট গভীরতা সৃষ্টি হয়েছে। এতে বন্যার স্রোতে কাছাকাছি থাকা ১৪৫টি বসত-বাড়ি ও ৬০ একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
১৭০৬ দিন আগে
কুড়িগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের কারাদণ্ড
জেলার ফুলবাড়ীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে কৃষি জমির বালু উত্তোলন করার অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১৭৩১ দিন আগে