টেটা যুদ্ধ
ইউপি নির্বাচন পরবর্তী সংঘর্ষে রায়পুরায় নিহত ২, আহত ২০
নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খেয়াঘাট আমতলিতে এ সংঘর্ষের সময় টেটা ও গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
নিহত দু’জন হলেন- ওই ইউনিয়নের মানিক মিয়ার ছেলে রুবেল মিয়া (২৬), বাবুল মিয়ার ছেলে মামুন মিয়া (৩০)।
জানা গেছে, বাঁশগাড়ী ইউনিয়নে অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী চেয়ারম্যান জাকির হাসান রাতুল ও সাবেক চেয়ারম্যান কাজী আশরাফুল হকের মধ্যে বিরোধ চলে আসছিল। জাকির হাসান রাতুল নির্বাচিত হওয়ার পর সাবেক আশরাফুল হকের সমর্থকরা দুই মাস ধরে এলাকা ছাড়া ছিল।
এরই জের ধরে রবিবার সকালে আশরাফুল হকের সমর্থকরা এলাকায় প্রবেশ করতে চাইলে জাকির গ্রুপের লোকজন এতে বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে টেটা যুদ্ধ ও গোলাগুলি শুরু হয়।
এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে রুবেল মিয়া নিহত হয়। অন্যান্য আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত রুবেলের লাশ নরসিংদী সদর হাসপাতালে রয়েছে।
অপর দিকে এ ঘটনায় আহত মামুন মিয়াকে বানঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, সংঘর্ষে রুবেল মিয়া নামে একজন নিহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। অপরজন বাঞ্ছারামপুর এলাকায় মারা যাওয়ার খবর পেলেও নিশ্চিত হতে পারিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে শিক্ষকের স্ত্রীকে গলাকেটে হত্যা
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২
২ বছর আগে
শিবচরে টেটা বিদ্ধ হয়ে একজনের মৃত্যু, আহত ৫
মাদারীপুরের শিবচর উপজেলার কাবিলপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
৪ বছর আগে