দলবদ্ধ ধর্ষণ
বাগেরহাটে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫
বাগেরহাটে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এক সন্তানের জননীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে পুলিশ পাঁচ তরুণকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার দিবাগত রাতে জেলার মোল্লাহাট উপজেলার ঘাটবিলা এলাকায় এ ঘটনা ঘটে।
ওই নারীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন: সিলেটে তরুণী ধর্ষণ: স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার
গ্রেপ্তাররা হলেন- বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের আকরাম শেখ, রাজিব শেখ, সোহাগ মোল্লা, নাসিম মোল্লা ও কমির শেখ।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, ওই নারী স্বামী-সন্তানসহ বিয়েবাড়ি গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে বাড়ির কয়েকজন তরুণ তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আলাদা মোটরসাইকেলে নিয়ে রওনা হয়। স্বামীকে রেখে তারা ওই নারীকে নিয়ে মোটরসাইকেলে আগে চলে আসে। পরে ঘাটবিলা এলাকায় দলবেঁধে ধর্ষণ করে।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে নারীকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে চার যুবককে আটক করে। পরে ধাওয়া করে আরও একজনকে আটক করা হয়।
এঘটনায় নির্যাতনের শিকার ওই নারী বাদি হয়ে আটজনের নাম উল্লেখ করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। ওই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা ওই বিয়ে বাড়ির পরিবারের সদস্য এবং তাদের স্বজন বলে পুলিশ জানায়। অপর আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
আরও পড়ুন: সিলেটে কিশোরী ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা: যুবকের মৃত্যুদণ্ড
৮ মাস আগে
যশোরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৪
যশোরের ঝিকরগাছায় স্বামী পরিত্যক্তাকে দলবদ্ধভাবে ধর্ষণে জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
৪ বছর আগে