আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
তেহরানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসান
বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় ‘ফেরেশতে’ সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান। এটি ‘ফেরেশতে’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসরে প্রদর্শন করা হয়েছে।
আর অভিনয়ের জন্য বরাবরের মতো বেশ প্রশংসিত হয়েছেন জয়া।
এবার ইরানের বৃহৎ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবেও দেখানো হলো ‘ফেরেশতে’।
আরও পড়ুন: শেষ হলো জয়া আহসানের প্রথম বলিউড সিনেমার শুটিং
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ইরানের তেহরানে শুরু হয়েছে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
এটি চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এ উৎসবে ৩৭টি সিনেমা তিনটি ভিন্ন ভিন্ন বিভাগে প্রতিযোগিতা করছে।
এরমধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে আছে ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’।
ফজর চলচ্চিত্র উৎসবে ‘ফেরেশতে’র উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন- তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান, ছবির নির্মাতা অতাশ জমজম এবং ছবির প্রধান চরিত্রে অভিনয় করা জয়া আহসান, সুমন ফারুক ও রিকিতা নন্দিনী শিমু।
আরও পড়ুন: অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটি করতে হয়েছে: জয়া আহসান
৯ মাস আগে
৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া ও আতিকের ‘পেয়ারা সুবাস’
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরে এবারও রয়েছে বাংলাদেশের সিনেমার নাম। প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ বা ‘দ্য সেন্ট অব সিন’।
উৎসবটির অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: জায়েদ খানের সদস্যপদ স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি
প্রতিযোগিতা বিভাগে ১২টি সিনেমার মধ্যে একটি ‘পেয়ারা সুবাস’। এছাড়াও এই বিভাগে রয়েছে আর্জেন্টিনা, রাশিয়া, চীন, ফ্রান্স ও জাপানের সিনেমা।
‘পেয়ারা সুবাস’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়া রয়েছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল প্রমুখ।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসর চলবে ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত।
উল্লেখ্য, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগত আসরে প্রতিযোগিতা বিভাগের তালিকায় ছিল বাংলাদেশের ‘আদিম’ সিনেমাটি। এমনকি এর পরিচালক যুবরাজ শামীম জিতেন নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড।
আরও পড়ুন: লাখ টাকায় বঙ্গবাজারের পোড়া লুঙ্গি কিনলেন তাহসান
ঈদ উপলক্ষে হইচই’র পর্দায় ‘মহানগর-২’
১ বছর আগে
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলো যারা
৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরের পর্দা নামলো রবিবার (২২ জানুয়ারি)। রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সন্ধ্যায় এর সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
সমাপনী আয়োজনে অতিথি, জুরি, নির্মাতা ও প্রযোজকদের উপস্থিতিতে ঘোষণা করা হয় এবারের উৎসবে বিজয়ী চলচ্চিত্র, তথ্যচিত্র, নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী ও চিত্রগ্রাহকের নাম।
আরও পড়ুন: হোলি আর্টিজান ট্র্যাজেডি নিয়ে ছবি মুক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি অবিন্তার মায়ের
এবারের উৎসবে দেখানো হয়েছে ৭১টি দেশের ২৫২টি সিনেমা। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হয়।
এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে রাশিয়ান সিনেমা ‘পোডেলনিকি’-এর জন্য সেরা সিনেমাটোগ্রাফি পুরস্কার বিজয়ী হন মিস্টার আর্টিওম আনিসিমভ। ভারতের ‘অপরাজিত’ সিনেমার জন্য সেরা স্ক্রিপ্ট রাইটার অনিক দত্ত এবং ভারতের ‘প্রপেদা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান কেতকী নারায়ণ।
এছাড়াও জাপানের সিনেমা ‘নাকোডো-ম্যাচমেকারস’ এর জন্য সেরা অভিনেতা হয়েছেন ইক্কেই ওয়াতানাবে। ইরানি সিনেমা ‘জেন্দেগি ভা জেন্দেগি’ এর পরিচালক হন আলী ঘাভিতান। শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পায় ইরানি সিনেমা ‘দ্য মাদার’। বিশেষ অডিয়েন্স পুরস্কার জয়ী চলচ্চিত্র বাংলাদেশ থেকে ‘জে কে ১৯৭১’ এবং অডিয়েন্স পুরস্কার জয়ী সিনেমা হলো বা হলো বাংলাদেশ থেকে ‘হাওয়া’।
স্পিরিচুয়াল ফিল্ম সেকশনে সেরা তথ্যচিত্র ‘মহাত্মা হাফকাইন (রাশিয়া), সেরা ফিচার ফিল্ম ‘ঘোর ফেরা’। বাংলাদেশ প্যানোরমা সেকশনে সেরা চলচ্চিত্র অ্যাওয়ার্ড পায় বাংলাদেশের সিনেমা ‘সাতাঁও’।
আরও পড়ুন: প্রথম বিবাহবার্ষিকীতে পরী ও রাজের কথা
অবশেষে মুক্তির অনুমতি পেল ‘শনিবার বিকেল’
১ বছর আগে
মহারাষ্ট্রের শর্ট ফিল্ম ফেস্টিভালের জুরি হলেন মনজুরুল ইসলাম মেঘ
ভারতের মহারাষ্ট্র প্রদেশের আওরাঙ্গবাদে অনুষ্টিতব্য রোশানী ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভালের জুরি হয়েছেন বাংলাদেশ সরকারের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদানপ্রাপ্ত চিত্রনাট্যকার ও চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ।
৪ বছর আগে