আলোচনা
র্যাবের সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সংস্কার নিয়ে মার্কিন পক্ষ কোনো আলোচনা করেনি; বরং তারা র্যাবের বর্তমান কর্মকাণ্ডকে ‘সন্তোষজনক’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করা একটি জটিল প্রক্রিয়া এবং এতে সময় লাগতে পারে।’
আরও পড়ুন: সরকার সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণের জন্য ‘আইএলআইএস’ চালু করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, বাংলাদেশ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য সঠিক পথে রয়েছে, তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সময়সীমা নেই।
রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী সেক্রেটারি অব স্টেট ডোনাল্ড লুর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
এর আগে, সহকারী সচিব লু পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পৃথক ব্রিফিংয়ে দায়িত্ব পালনের সময় ‘মানবাধিকারকে সম্মান করার’ ক্ষেত্রে র্যাবের ‘অভূতপূর্ব অগ্রগতির’ প্রশংসা করেছেন।
লু সাংবাদিকদের বলেন, ‘র্যাব নিয়ে আমাদের বেশ ভালো আলোচনা হয়েছে। আপনি যদি এই সপ্তাহে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি দেখে থাকেন, তবে তারা স্বীকৃতি দিয়েছে এবং আমরা র্যাবের দ্বারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হ্রাসের অসাধারণ অগ্রগতি প্রত্যক্ষ করেছি।’
মার্কিন সিনিয়র এই কূটনীতিক আরও বলেছেন, ‘এটি একটি অভূতপূর্ব কাজ। এতে দেখা যায় যে র্যাব মানবাধিকারকে সম্মান করার মধ্য দিয়েও তার সন্ত্রাসবাদবিরোধী প্রচেষ্টা এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সক্ষম হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি লুকে জানিয়ে দিয়েছেন যে সরকার সবাইকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শনের অনুমতি দিচ্ছে।
তিনি বলেন, ‘কোন রাজনৈতিক দল শান্তিপূর্ণ বিক্ষোভ করলে আমরা কোন বাধা দেই না।’ তবে যদি তারা সরকারি সম্পত্তি ধ্বংস করে বা রাস্তা অবরোধ করে, তাহলেই পদক্ষেপ নেয়া হয়।
আরও পড়ুন: বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে জনদুর্ভোগ সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশ্ব ইজতেমায় মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ইরানের উপমন্ত্রী ও শাহরিয়ার আলমের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা
ইরানের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ড. মেহেদি সাফারি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাত করেছেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি আইওআরএ’র অধীনে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
বৃহস্পতিবার ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের এক ফাকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
ইরানের উপমন্ত্রী উল্লেখ করেন যে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, জ্বালানি, রাসায়নিক সার ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করার জন্য পররাষ্ট্র দপ্তরের পরামর্শ এবং যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক পারস্পরিক সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হওয়া উচিত।
শাহরিয়ার আলম সাফারিকে বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্য সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন এবং বাণিজ্য প্রতিনিধিদলের আরও সফরের আহ্বান জানান।
এসময় তারা আইওআরএ-এর অধীনে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আরওু পড়ুন: শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি শিপিং সংযোগ ও পিটিএ চায় বাংলাদেশ
ঢাকায় আইওআরএ'র মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু
প্রধানমন্ত্রীর জাপান সফরে ঢাকা-টোকিও সম্পর্ক আরও গভীর হবে: মোমেন
পুঁজিবাজার নিয়ে বিএসইসি’র সঙ্গে আলোচনায় বসবে আইএমএফ
পুঁজিবাজারের বর্তমান অবস্থা এবং ফ্লোর প্রাইসসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আগামী ৭ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠকে বসবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর প্রতিনিধি দল।
প্রক্রিয়াটির সঙ্গে জড়িত কর্মকর্তারা জানিয়েছেন, বন্ড বাজারের উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ, কমপ্লায়েন্স অবকাঠামো এবং বাজারে প্রয়োগের ব্যবস্থা নিয়েও বৈঠকে আলোচনা করা হবে।
বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সোমবার ইউএনবিকে বলেন, নিয়ন্ত্রক সংস্থা বৈঠকের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন: ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনায় বসেছে আইএমএফ দল
বৈঠকে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার ও নির্বাহী কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
চলমান দরপতন ঠেকাতে চলতি বছরের ২৮ জুলাই পুঁজিবাজারে বিএসইসি ফ্লোর প্রাইস পদ্ধতি শুরু করে।
এরপরও বাজার বাড়লেও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর দুই-তৃতীয়াংশ বর্তমানে সর্বনিম্ন মূল্যেই আটকে আছে। বিনিয়োগকারীদের ইচ্ছা থাকা সত্ত্বেও এসব কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারছেন না।
ফলে পুঁজিবাজারে লেনদেন ক্রমাগত কমছে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের মধ্যে বাংলাদেশের চাওয়া সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন থেকে বৈশ্বিক ঋণদাতা আইএমএফের একটি প্রতিনিধিদল ২৬ অক্টোবর ঢাকায় এসেছে।
আরও পড়ুন: আইএমএফের হিসাবে আরও কমে যাবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ!
আইএমএফের সঙ্গে ঋণ নিয়ে আলোচনা সন্তোষজনক: কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র
পরমাণু আলোচনায় গ্যারান্টি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান আবারও বলেছেন যে গ্যারান্টি বিষয়টি ইরানের জন্য ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরে যাওয়ার আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ।
হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মার্কিন ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) এর সঙ্গে এক সাম্প্রতিক সাক্ষাত্কারে এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
আমির-আব্দুল্লাহিয়ান এনপিআরকে বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে সৃষ্টি হয়েছে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ট্রাম্পের মতোই, গত কয়েক মাস ধরে পারমাণবিক আলোচনায় পরোক্ষ অংশগ্রহণের সময়েও ইরানের বিরুদ্ধে মাসে গড়ে এক বা দুটি নিষেধাজ্ঞা আরোপ করেছেন।’
তিনি বলেন, ‘আমরা মনে করি কূটনীতিই সমাধান এবং একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য আমরা আন্তরিক ও অটল।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে পাঠানো চুক্তির খসড়াটিতে প্রচুর পরিমাণে অস্পষ্টতা রয়েছে।
তিনি আরও বলেন, ইরান ‘একটি চুক্তির বিষয়ে আন্তরিক। তবে এবিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমেরিকান পক্ষের বাস্তবিক ইচ্ছা ও সাহস আছে কিনা তা আমরা জানি না।’
আরও পড়ুন: বিক্ষোভে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে: ইরানের রাষ্ট্রীয় টিভি
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দী বিনিময়ের বিষয়ে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, তেহরান মনে করে যে বিষয়টি পারমাণবিক চুক্তি থেকে আলাদা এবং এটি সম্পূর্ণ মানবিক।
তিনি আরও বলেন, ‘আমেরিকান পক্ষ তাদের প্রস্তুতি প্রকাশ করলে আমরা বন্দী বিনিময় করতে প্রস্তুত।’
উল্রেখ্য, ২০১৫ সালের জুলাই মাসে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরান পরমাণু চুক্তি স্বাক্ষর করে, যা আনুষ্ঠানিকভাবে জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামে পরিচিত। এসময় দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা অপসারণের বিনিময়ে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ইরান সম্মত হয়।
এরপর ওয়াশিংটন চুক্তিটি প্রত্যাহার করে এবং তেহরানের ওপর পুনরায় একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে। যার ফলে পরবর্তীতে চুক্তির কিছু শর্ত ভঙ্গ করে ইরান।
জেসিপিওএ-চুক্তিতে ফিরে যাওয়ার বিষয়ে ২০২১ সালের এপ্রিল মাসে ভিয়েনায় আলোচনা শুরু হয়েছিল। কিন্তু তেহরান ও ওয়াশিংটনের মধ্যে রাজনৈতিক মতপার্থক্যের কারণে ২০২২ সালের মার্চ মাসে সেটি স্থগিত করা হয়। পাঁচ মাস বিরতির পর অস্ট্রিয়ার রাজধানীতে সর্বশেষ পরমাণু আলোচনা অনুষ্ঠিত হয়।
৮ আগস্ট জেসিপিওএ- চুক্তিতে ফিরে যাওয়ার বিষয়ে খসড়া সিদ্ধান্তের চূড়ান্ত প্রতিবেদন পেশ করে ইইউ। পরে পরোক্ষভাবে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র ইইউ’র প্রস্তাবের ওপর এক প্রক্রিয়ায় মতবিনিময় করেছে, যা এখনও পর্যন্ত কোন ইতিবাচক ফলাফল আনতে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন: অস্থিরতার মধ্যে ইরাকে জঙ্গি গোষ্ঠীর ওপর ইরানের হামলা
হিজাব ইস্যু: ইরানিদের ইন্টারনেট ব্যবহার বাড়াতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ
তুরস্ক-বাংলাদেশ বিজনেস ফোরামের আলোচনা সভা
তুরস্ক সফররত ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির(ডিসিসিআই)প্রতিনিধিদলের সাথে ইস্তাম্বুল চেম্বার অব কমার্স আয়োজিত ‘তুরস্ক-বাংলাদেশ বিজনেস ফোরাম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর ইস্তাম্বুল চেম্বার অব কমার্সের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা বৃদ্ধিতে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমানের নেতৃত্বে ৮৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল বর্তমানে তুরস্ক সফর করছে।
অনুষ্ঠানের শুরুতে তুরস্ক চেম্বারের নির্বাহী কমিটির সদস্য বুরহান পোলাত তার স্বাগত বক্তব্যে বলেন, তুরস্ক ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক দীর্ঘদিনের।
তিনি উল্লেখ করেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময়, কারণ দেশটি গত কয়েক দশকে ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। তিনি বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে বাজার সম্প্রসারণের পাশাপাশি রপ্তানিমুখী পণ্যের বহুমুখীকরণের উপর জোরারোপ করেন।
আরও পড়ুন: মেক্সিকোতে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী
তিনি বলেন, বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য তুরস্ক একটি অপার সম্ভাবনাময় বাজার হতে পারে। সম্প্রতি বাংলাদেশ চামড়া, ওষুধ, তৈরি পোশাক ও হালকা প্রকৌশল শিল্পে আশাব্যঞ্জক উন্নতি সাধন করতে পেরেছে। এছাড়াও তিনি দু’দেশের বেসরকারি খাতের উদ্যোক্তাদেরকে নিয়মিত যোগাযোগ রক্ষা করার আহ্বান জানান।
বুরহান পোলাত দু’দেশের বাণিজ্য সম্প্রসারণে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করেন।
ইস্তাম্বুল চেম্বার অব কমার্স প্রায় ছয় লক্ষাধিক ব্যবসা প্রতিষ্ঠান সম্বলিত বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য সংগঠন। বাংলাদেশি বিনিয়োগকারীদের এ দেশে ব্যবসা সম্প্রসারণে ইস্তাম্বুল চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৮ হাজার ৭১ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার। যদিও দ্বিপক্ষীয় বাণিজ্য বাংলাদেশের অনুকূলে রয়েছে তবে তা তরান্বিত করার জন্য দু’দেশের উদ্যোক্তাদের আরও বেশি হারে বিনিয়োগে উৎসাহিত হতে হবে। কারণ বর্তমান বাণিজ্যের পরিমাণ মোটেও সন্তোষজনক নয়।
তিনি বলেন, তুরস্ক বাংলাদেশের জন্য ২৩তম বৃহৎ রপ্তানি গন্তব্যস্থল। বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগকারী দেশসমূহের মধ্যে তুরস্ক ২৯তম বৃহত্তম দেশ যে দেশের উদ্যোক্তারা বাংলাদেশে ইতোমধ্যে ৩০ দশমিক ৫১ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করেছে।
তিনি উল্লেখ করেন ডি-আট ভুক্ত দেশসমূহের মধ্যে কার্যকর অর্থনৈতিক যোগাযোগ স্থাপনে বাংলাদেশ ও তুরস্ক যৌথভাবে উদ্যোগ গ্রহণ করতে পারে। তিনি বাংলাদেশের শিল্পখাতের আধুনিকায়নে তুরস্কের প্রযুক্তি সহায়তা প্রদান, এসএমই খাতের সক্ষমতা বৃদ্ধি, যৌথ গবেষণা কার্যক্রম এবং এগ্রো ভেলু চেইনের উন্নয়নে তুরস্ককে এগিয়ে আসার আহ্বান জানান।
বিজনেস ফোরাম শেষে ঢাকা চেম্বারের প্রতিনিধিদের সঙ্গে ইস্তাম্বুল চেম্বারের প্রায় ৩৫০টির বেশি সদস্য প্রতিষ্ঠানের মধ্যকার বিটুবি ম্যাচ-মেকিং অনুষ্ঠিত হয় যেখানে দু’দেশের উদ্যোক্তারা বিনিয়োগ সম্ভাবনা, বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। বিটুবি সেশনে অংশগ্রহণকারী তুরস্কের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগের ইতিবাচক আগ্রহ প্রকাশ করেন।
এছাড়াও ইস্তাম্বুল চেম্বারের সভাপতি সেকিব এভডাচিভ এবং ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমানের মধ্যকার দ্বিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: মেক্সিকোতে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী
ফেসবুকে রোহিঙ্গা বিরোধী ঘৃণামূলক বক্তব্য রোধে ব্যর্থ হয়েছে মেটা, অ্যামনেস্টির নিন্দা
মির্জা ফখরুলের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রবিবার রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তাদের বৈঠক চলে।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বৈঠকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিশ্বে করোনায় আক্রান্ত ৬১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে
বৈঠক শেষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সমন্বয়ক আমির খসরু মাহমুদ চৌধুরি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক দীর্ঘদিনের।
তিনি বলেন, বৈঠকে তারা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
বিএনপি নেতাকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে বলেছি আমরা সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আলোচনা করেছি।’
উল্লেখ্য, গতরাতে রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউয়ে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ক্ষমতাসীন সরকার দলীয় কর্মীদের হামলায় আহত হওয়ার অভিযোগ করেছেন।
বিএনপির পররাষ্ট্র বিদেশ বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল হামলায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসার জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগের দিন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের হামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও তার স্ত্রীসহ চারজন আহত হন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ২ বিমানের সংঘর্ষে ৩ জন নিহত
বন্যায় চীনে লোহার খনিতে ১৪ জনের মৃত্যু, নিখোঁজ ১
আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অবসানের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার
যুক্তরাষ্ট্রের বিরোধী দলের নেতা এবং লেবার পার্টির প্রধান স্যার কেয়ার স্টারমার বলেছেন, 'বাংলাদেশ এবং যুক্তরাজ্য চমৎকার সম্পর্কের বন্ধনে আবদ্ধ এবং ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীদের মাধ্যমে তা আরও শক্তিশালী হয়েছে।'
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎকালে এই ব্রিটিশ নেতা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে চার দিনের সফরে লন্ডনে রয়েছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনা রানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এ সময় স্টারমার রানির স্মরণে তার শ্রদ্ধার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী
তারা সাবেক লেবার প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসনের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎ এবং ব্যক্তিগত সম্পর্কের কথাও স্মরণ করেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেয়া বাণীর জন্য লেবার নেতাকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
তিনি ২০১৬ সালে বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন। তিনি যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় লেবার পার্টির মাধ্যমে ক্রমবর্ধমান সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত লোক নির্বাচিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, লেবার পার্টি তরুণ প্রজন্মের নেতাদের প্রচার ও দেখভালের জন্য কাজ করছে যা আরও ব্রিটিশ-বাংলাদেশি তরুণদের আকৃষ্ট করবে।
এ সময় দুই নেতা ইউক্রেনের যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করেন। বিশেষ করে দক্ষিণ বিশ্বের ওপর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বের সাধারণ মানুষকে খাদ্য, জ্বালানি ও আর্থিক নিরাপত্তাহীনতা থেকে রক্ষা করতে আলোচনার মাধ্যমে সংঘাত নিষ্পত্তির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
একই সঙ্গে তিনি যুদ্ধের পরিপ্রেক্ষিতে আরোপিত নিষেধাজ্ঞাগুলো উন্নয়নশীল দেশগুলোর জনগণের ওপর প্রভাব ফেলছে কিনা তা পর্যালোচনার পরামর্শ দেন।
উভয় পক্ষ চলমান মুদ্রাস্ফীতি চাপ এবং জীবনযাত্রার ব্যয় সংকটের কারণে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের সম্ভাব্য প্রভাব সম্পর্কে মতামত বিনিময় করেন।
আরও পড়ুন: বাংলাদেশ টিকা গবেষণা ও উন্নয়নে অংশ নিতে আগ্রহী: প্রধানমন্ত্রী
লেবার পার্টির নেতা বলেন, তারা যুক্তরাজ্য এবং পশ্চিমের বড় খুচরা বিক্রেতাদের সঙ্গে তৈরি পোশাক প্রস্তুতকারকদের ব্যয় ভাগ করে নেয়ার পক্ষে সমর্থন অব্যাহত রাখবেন।
স্টারমার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের কোভিড-১৯ মহামারি মোকাবিলার প্রশংসা করেন। তিনি জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের সঙ্গে কাজ করতে লেবার পার্টির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যে জলবায়ু অংশীদারিত্বের প্রসারের প্রশংসা করেন।
শেখ হাসিনা লেবার পার্টির নেতাকে মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী উপস্থিতির কারণে বাংলাদেশের ওপর ক্রমবর্ধমান বোঝা সম্পর্কে অবহিত করেন।
তারা বাংলাদেশের সীমান্তের কাছাকাছি সাম্প্রতিক সশস্ত্র সংঘাতের বিস্তার নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে বাংলাদেশ তার ভূখণ্ডের অভ্যন্তরে সংঘাতের ছড়িয়ে পড়া প্রভাব সত্ত্বেও সর্বোচ্চ সংযম অনুশীলন করছে।
পরে মেরিলেবোনের লর্ড স্বরাজ পল তার সঙ্গে সৌজন্য টেলিফোন কল করেন।
যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের প্রবীণ সদস্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের জন্য তার প্রশংসা পুনর্ব্যক্ত করেন।
তিনি দু’দেশের মধ্যে শিক্ষা ও ব্যবসায়িক অংশীদারিত্ব আরও এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে স্বাগত জানাল যুক্তরাজ্য আ.লীগ
ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
তিন বছর পর প্রধানমন্ত্রী ভারত সফরে গেলেও দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী তাদের এগিয়ে যাওয়ার সঙ্গে বাংলাদেশকে পাশে চেয়েছেন। এছাড়া তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের ইতিবাচক সাড়া রয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রংপুরে দু’দিনের সফরে এসে নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
আরও পড়ুন: তেলের দাম বাড়ার পর পদত্যাগ করতে চেয়েছিলাম: বাণিজ্যমন্ত্রী
তিনি বলেন, বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন ভারতের ব্যবসায়ীরা। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে বিনিয়োগের জন্য নানা দাবি উত্থাপন করেছেন। প্রধানমন্ত্রী সেই দাবিগুলো শুনেছেন। তারা বাংলাদেশে জ্বালানি, ট্রান্সপোর্ট ও এগ্রো প্রসেসিং কার্যক্রমে বিনিয়োগে আগ্রহী হয়েছেন।
এছাড়া আদানী গ্রুপ সাড়ে চার হাজার কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে।
টিপু মুনশি আরও বলেন, বিশ্ব বাজারে সয়াবিন তেলের দাম কমেছে, কিন্তু দেশে ডলারের দাম বেড়েছে। ডলারের দামের সঙ্গে বিশ্ব বাজারে তেলের দাম সমন্বয় করা হচ্ছে। এতে করে দুই মাসের মধ্যে আরও এক ধাপ সয়াবিন তেলের দাম কমবে বলে আশা করছি।
তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া থেকে খাবার, চাল আমদানি করার উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে দেশে নিত্য পণ্যের দাম কমে আসবে।
এছাড়া টিসিবি’র মাধ্যমে এক কোটি অস্বচ্ছল পরিবারকে সাশ্রয়ী দামে খাদ্য সামগ্রী বিক্রির মাধ্যমে দেশের পাঁচ কোটি মানুষ এর সুবিধা পাচ্ছে। খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। দেশের মানুষের যেন কষ্ট না হয়, সেদিকে সরকারের লক্ষ্য রয়েছে।
এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, মাহিগঞ্জ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ টিটুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পোশাক শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীল হতে হবে: বাণিজ্যমন্ত্রী
কমতে পারে ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির আনুষ্ঠানিক আলোচনা শুরু আজ
গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ‘পুনরুদ্ধার’ করতে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা প্রণয়নে আজ (মঙ্গলবার) বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির পরিকল্পিত আলোচনা শুরু হবে।
মঙ্গলবার গুলশানে দলটির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
প্রথম দিন বিকাল ৫টায় তোপখানা রোডের কার্যালয়ে নাগরিক ঐক্যের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।
বিএনপির এই নেতা জানান, সোমবার রাতে তাদের দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: পদ্মা সেতু আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নয়: বিএনপি
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের স্থায়ী কমিটির বৈঠকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ (মঙ্গলবার) আমরা আলোচনা শুরু করছি।’
তিনি বলেন, তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করবেন।
বিএনপির এই নেতা বলেন, নাগরিক ঐক্যের সঙ্গে আজকের বৈঠকের পর পর্যায়ক্রমে অন্যান্য বিরোধী দলের সঙ্গে বসবেন তারা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি শুধু জোটের শরিকদের সঙ্গে নয়, অন্য সব রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করবে।
আরও পড়ুন: খালেদা জিয়া সম্পর্কে মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপির
জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা করবেন কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তারা জামায়াতসহ সব দলের সঙ্গে কথা বলতে চান।
২০ দলীয় জোটের অস্তিত্ব নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা এখনো ২০ দলীয় জোট বিলুপ্ত করেননি। ‘আমরা আলোচনার মাধ্যমে জোটের ভবিষ্যৎ চূড়ান্ত করবো।’
ঢাকায় রাশিয়ান হাউজের ‘অতীত-বর্তমান-ভবিষ্যত’ শীর্ষক আলোচনা
ঢাকাস্থ রাশিয়ান হাউজ- মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্ট এবং স্বদেশী অ্যাসসিয়েশন ‘রোডিনা’ এর অংশগ্রহণে ‘অতীত-বর্তমান-ভবিষ্যত’ শীর্ষক আলোচনার আয়োজন করে।
শনিবার রাশিয়ার ‘দেশপ্রেমিক মহাযুদ্ধ’- বিজয়ের ৭৭তম বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকাস্থ রাশিয়ান হাউজের প্রধান ম্যাক্সিম দোব্রোখোতভ এই অবিস্মরণীয় অনুষ্ঠানের জন্য সকলকে অভিনন্দন জানিয়েছেন এবং ১৯৪১-৪৫ সালব্যাপী রাশিয়ার করা মহান ‘দেশপ্রেমিক মহাযুদ্ধ’-এর ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
এসময় সম্মানিত অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ ভূঁইয়া ছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর মহিলা কলেজ (ঢাকা মেট্রোপলিটন মহিলা কলেজ) এর সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. শাজেদুল ইসলাম, মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবু তৌহিদ।
আরও পড়ুন: বাংলাদেশি চিকিৎসকদের ইন্টার্নশিপ দেবে রাশিয়া
নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের মূল ভূমিকা এবং সেই সময়ে সারা বিশ্বের জন্য এই বিজয়ের পরিণতি আজ অবধি সম্পর্কে বক্তারা বলেছিলেন। বিভিন্ন জাতীয় গণমাধ্যম, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন।
বক্তারা রাশিয়ার মহান দেশপ্রেমিক যুদ্ধের ২৭ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং যুদ্ধোত্তর বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং দেশের চলমান প্রকল্পে সহযোগিতার জন্য সোভিয়েত ইউনিয়ন ও বর্তমান রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেষে মহান দেশপ্রেমিক যুদ্ধে প্রাণ হারানো রাশিয়ান যোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আরও পড়ুন:রাশিয়ার পক্ষে যুদ্ধে করতে চান অনেক বাংলাদেশি, দূতাবাসের না
ঢাকা-মস্কো গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করবে: পুতিন