সলঙ্গা
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ কৃষিশ্রমিক নিহত
সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচ কৃষিশ্রমিক নিহত ও ছয় জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫), আবুল বাশারের ছেলে মনির হোসেন (৩৪), একই থানার বাঁশবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম (৪৫) ও গুরুদাসপুর উপজেলার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)।
পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোরে হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রীবাহী একটি লেগুনা নাটোর যাওয়ার পথে সলঙ্গা থানার রামারচর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার তিন যাত্রী নিহত আরও আট জন আহত হয়।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে হায়দার আলী নামের একজন ও হাটিকুমরুল গোলচত্বর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। আহত অন্যদের সিরাজগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনাকবলিত লেগুনা ও ট্রাক থানা হেফাজতে রাখা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়ুন: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২ বছর আগে
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নারীসহ নিহত ৪
সিরাজগঞ্জে যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে ব্যাটারি চালিত একটি ভ্যানকে চাপা দিলে ভ্যানের চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাসের ১৯ যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের জেলার সলঙ্গার গোজা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনাস্থল থেকে জানান, রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস শুক্রবার সকাল ১০টার দিকে মহাসড়কের গোজা ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং উল্টে ব্যাটারি চালিত ভ্যানটির ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নারীসহ চার ভ্যানযাত্রী নিহত ও ১৯ বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় পাঠিয়েছেন। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে পৃথক ট্রেন দুর্ঘটনায় নিহত ২
মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
২ বছর আগে