শুভেচ্ছা
শারদীয় শুভেচ্ছা জানাল আওয়ামী লীগ
দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দলের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়।
আরও পড়ুন: নিরপরাধ নেতা-কর্মীদের গ্রেপ্তার বন্ধের আহ্বান আওয়ামী লীগের
ফেসবুকের পোস্টটিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা।
অন্ধকার ভেদ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের পুনর্জাগরণ হবে, এটাই আমাদের বিশ্বাস।
আরও পড়ুন: সাবের হোসেনের জামিন পাওয়া নিয়ে প্রশ্ন রিজভীর
২ মাস আগে
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়
ঈদুল আজহা উপলক্ষে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৭ জুন) গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এদিন সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির শীর্ষ নেতারা।
এরপর ঢাকা দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
৬ মাস আগে
সায়মা ওয়াজেদকে স্বাস্থ্যমন্ত্রীর শুভেচ্ছা
প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পাওয়ায় তাকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ১ ফেব্রুয়ারি থেকেই অটিজম বিশেষজ্ঞ ও সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়মা ওয়াজেদকে আগামী পাঁচ বছরের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণের তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আরও পড়ুন: সোমবার দেশি-বিদেশি সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন শেখ হাসিনা
বর্তমান পরিচালক ড. পুনাম ক্ষেত্রপাল সিং ৩১ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন এবং আগামী ১ ফেব্রুয়ারি থেকেই পূর্ণ দায়িত্ব পালন করবেন সায়েমা ওয়াজেদ পুতুল।
এদিকে সায়মা ওয়াজেদ পুতুলের এই সম্মানজনক অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন বর্তমানে জেনেভায় অবস্থানরত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৫৪তম নির্বাহী বোর্ড মিটিংয়ে সায়মা ওয়াজেদের এই দায়িত্বপ্রাপ্তি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো এত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে এরকম দায়িত্বশীল ও সম্মানজনক পদে দায়িত্ব পেলেন। এই প্রাপ্তিতে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি (সায়মা ওয়াজেদ) অটিজম আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করে ইতোমধ্যেই বিশ্বব্যাপী পরিচিত। তার মতো একজন দক্ষ ব্যক্তিত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে দায়িত্বপ্রাপ্তিতে চিকিৎসা ক্ষেত্রে এ অঞ্চলে আগামীতে নিশ্চিত অগ্রগতি আসবে।
মন্ত্রী আরও বলেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী কন্যা। তিনি জানেন কীভাবে কাজগুলো করতে হবে। তার এই দায়িত্বপ্রাপ্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গর্ব অনুভব করছে, এবং সায়মা ওয়াজেদের আগামী দিনগুলোর উত্তরোত্তর সাফল্য কামনা করছে।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের বক্তব্যকালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম সেখানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নতুন পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ডিক্যাব
কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউর শুভেচ্ছা
১১ মাস আগে
কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউর শুভেচ্ছা
দৈনিক কালের কণ্ঠের ১৫ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠানটিতে কর্মরত ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক কালের কণ্ঠ পরিবারকে এ শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: সাইবার নিরাপত্তা আইনের বিপজ্জনক ধারা নিয়ে ডিআরইউ’র উদ্বেগ
নেতারা বলেন, দৈনিক কালের কণ্ঠ মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে।
নেতারা আরও বলেন, প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা পেশাদারিত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন।
আরও পড়ুন: ডিআরইউ নির্বাচন: সভাপতি শুভ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন
১১ মাস আগে
৫২তম বিজয় দিবসে বাংলাদেশিদের শুভেচ্ছা ভারতের
বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে দেশের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এক বার্তায় বলেছেন, ‘৫২তম বিজয় দিবসে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং বাংলাদেশের সরকার ও জনগণকে উষ্ণ শুভেচ্ছা!’
তিনি বলেন, ভারত-বাংলাদেশ মৈত্রী (বন্ধুত্ব) কেবল তার জনগণের স্বার্থেই কাজ করেনি, একটি দৃষ্টান্তও তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রও বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে।
দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, ‘শুভ বিজয় দিবস, বাংলাদেশ।’
মার্কিন দূতাবাস বলেছে, তারা স্বাধীনতা আদায়ের লক্ষ্যে বাংলাদেশের জনগণের ‘সাহস ও আত্মত্যাগ’কে অভিবাদন জানায়।
এতে আরও বলা হয়েছে, ‘এই দিনটি ঐক্য, শান্তি ও সমৃদ্ধির অনুপ্রেরণা অব্যাহত রাখুক।’
আরও পড়ুন: ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
ঢাকা-লন্ডন অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্ব অব্যাহত রয়েছে: সারাহ কুক
১ বছর আগে
৫২তম বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫২তম মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সকল মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিগত বছরের মতো এবারও প্রধানমন্ত্রী ঢাকার মোহাম্মদপুরের গজনবী রোডের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু ও সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার আজ সকালে মুক্তিযোদ্ধাদের হাতে এসব সামগ্রী হস্তান্তর করেন।
স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ২ ঈদ ও পহেলা বৈশাখসহ প্রতিটি জাতীয় দিবস ও উৎসবে তাদের স্মরণ করায় মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মোহাম্মদপুরে ১৩ তলা আবাসিক ও বাণিজ্যিক ভবন মুক্তিযোদ্ধা টাওয়ার-১ নির্মাণসহ তাদের পুনর্বাসনে বড় ধরনের পদক্ষেপ নেওয়ায় তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যুদ্ধাপরাধী ও তাদের পরিবারের সদস্যরা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
তারা আশা প্রকাশ করেন, শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ বিজয়ী হবে।
তারা বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সুরক্ষিত থাকবে।
দীর্ঘ ৯ মাস ব্যাপী মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে দেশ স্বাধীন হওয়ার দিনটিকে স্মরণ করে জাতি আজ ৫২তম বিজয় দিবস উদযাপন করছে।
আরও পড়ুন: বিজয় দিবসে জাতির পিতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বিজয় দিবস: জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা
১ বছর আগে
রাশিয়ার দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশিদের ঈদুল আজহার শুভেচ্ছা
ঢাকায় রুশ দূতাবাস বলেছে, বাংলাদেশে ঈদুল আযহার চেতনা পুরোপুরি অনুভব করা যায়।
এসময় লাখ লাখ মুসলমানের আবাসস্থল হিসেবে রাশিয়া বাংলাদেশসহ বিদেশি দেশগুলোর সঙ্গে মানবিক সম্পর্ক উন্নয়নে মুসলিম সম্প্রদায়ের অবদানের প্রশংসা করে।
মঙ্গলবার দূতাবাসের অন্তর্বর্তীকালীন চার্জ ডি অ্যাফেয়ার্স একাতেরিনা সেমেনোভা ঈদুল আজহা উপলক্ষে সারাবিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, ‘এই আনন্দময় উৎসব সুখ, সমৃদ্ধি এবং সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করার শক্তি বয়ে আনুক। ঈদ মোবারক!’
তিনি বলেন, ‘রাশিয়ান দূতাবাস এবং আমার পক্ষ থেকে আমি বাংলাদেশি মুসলমানদের পাশাপাশি হজ পালনকারী সকল মুসলমানকে ঈদুল আজহা উপলক্ষে আমার উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাতে চাই।’
আরও পড়ুন: সংসদের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদের জামাত
কূটনীতিক বলেছেন, এই উৎসব সবসময় ইতিবাচক উদ্যোগ এবং সহানুভূতি, আত্ম-উন্নতি ও আধ্যাত্মিক উন্নয়নের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে।
সেমেনোভা বলেছেন, কীভাবে ধর্মীয় সহনশীলতা এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রচার করা, অন্যান্য বিশ্বাসের বৈচিত্র্য গ্রহণ করা এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে সংযোগ তৈরি করা যায়, তা গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বাংলাদেশের মুসলমানরা কীভাবে তাদের বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে আনন্দঘন পরিবেশে এই উৎসব উদযাপন করতে সমবেত হয়, তা দেখাটাও আনন্দের বিষয়।
রাশিয়ান কূটনীতিক বলেছেন, ‘প্রত্যেকে এখানে অন্যকে সাহায্য করার উদারতা ও আতিথেয়তার মাধ্যমে এই ছুটির চেতনাকে সম্পূর্ণরূপে অনুভব করতে পারে।’
আরও পড়ুন: জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুত, বৃষ্টি হলেও নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে: মেয়র তাপস
ঈদে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার
১ বছর আগে
উত্তরসূরি মোহাম্মদ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি আবদুল হামিদের শুভেচ্ছা
রাষ্ট্রপতি আবদুল হামিদ তার উত্তরসূরি মোহাম্মদ সাহাবুদ্দিনকে দেশের ২২তম রাষ্ট্রপ্রধান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।
সোমবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ইউএনবিকে বলেন, আবদুল হামিদ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফোনে শুভেচ্ছা জানান এবং তার সাফল্য কামনা করেন।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দলের মনোনীত প্রার্থী সাহাবুদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
রবিবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সাহাবুদ্দিনের জমা দেয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সিইসি এ ঘোষণা দেন।
আরও পড়ুন: মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত
নির্বাচনী তফসিল অনুযায়ী রবিবার সাহাবুদ্দিনের জন্য দুটি মনোনয়নপত্র জমা দেয়া হয় এবং আজ যাচাই-বাছাই শেষে একটি বৈধ বলে গ্রহণ করা হয়। অন্য মনোনয়নপত্র গ্রহণের প্রয়োজন ছিল না।
বিকালে এ সংক্রান্ত গেজেট জারি করা হয়।
ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। কারণ সংসদে প্রতিনিধিত্বসহ অন্য কোনো রাজনৈতিক দল রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কোনো নাম প্রস্তাব করেনি।
রাষ্ট্রপতি হামিদ চলতি বছরের ২৩ এপ্রিল তার মেয়াদ পূর্ণ করতে চলেছেন।
সংবিধান অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার ৬০ থেকে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
আরও পড়ুন: মোহাম্মদ সাহাবুদ্দিনই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি
দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু
১ বছর আগে
বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানালেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কেউন গত পাঁচ দশকে আর্থ-সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জনের জন্য বাংলাদেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন: বিজয় দিবস: মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
বিজয় দিবস উপলক্ষে এক বার্তায় বলেন, ‘আমি ২০২৩ সালে কোরিয়া ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের জন্য আমাদের যৌথ উদযাপনের অপেক্ষায় রয়েছি যা দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের দুই দেশের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি হবে।’
রাষ্ট্রদূত বলেন, বিংশ শতাব্দীতে তাদের জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সংগ্রামের একই রকম অস্থির ইতিহাসের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ, কোরিয়া প্রজাতন্ত্র এ বছর বাংলাদেশের বিজয় দিবস উদযাপনে আন্তরিকভাবে যোগ দিয়েছে।
আরও পড়ুন: দুই বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘হাজারো কণ্ঠে দেশগান’
২ বছর আগে
ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী মেলোনিকে শেখ হাসিনার শুভেচ্ছা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জর্জিয়া মেলোনিকে ইতালির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রীকে এক চিঠিতে উল্লেখ করেন, ‘ইতালীয় প্রজাতন্ত্রের মন্ত্রী পরিষদের সভাপতি হিসেবে আপনার নিয়োগের জন্য বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে সত্যিই খুব আনন্দ হচ্ছে।’
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে শেখ হাসিনা ইতালির বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কারণ তারা মেলোনির দূরদর্শী নেতৃত্বে ঐতিহাসিক ম্যান্ডেটের পক্ষে ভোট দিয়েছেন এবং ইতালির ইতিহাসে তাদের প্রথম নারী নেতা হিসেবে তাকে নির্বাচিত করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত যে সমস্ত প্রতিকূলতা ও বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও ইতালি আপনার ক্যারিশম্যাটিক নেতৃত্বের অধীনে অর্থনৈতিক সমৃদ্ধির একটি বিস্তৃত পথ খুঁজে পাবে।’
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও ইতালির মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক বিভিন্ন মাত্রায় বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ ও আন্তর্জাতিক উদ্বেগের বিষয়ে সাধারণ অবস্থানের ওপর বিশেষ মনোযোগ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা আরও সম্ভাবনাময় খাত যেমন কৃষি, আইসিটি, সিভিল এভিয়েশন এবং উৎপাদন শিল্পে বিদ্যমান সম্পর্ককে আরও প্রসারিত ও শক্তিশালী করতে আগ্রহী।’
আরও পড়ুন: নির্বাচনে জয়ের জন্য জর্জিয়া মেলোনিকে অভিনন্দন জানালেন মোদি
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু আমরা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, আমি বিশ্বাস করি এখনই সময় এসেছে সহযোগিতার পুরো ধারাকে পুনরুজ্জীবিত করার। এই বিষয়ে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’
শেখ হাসিনা মেলোনিকে তার সুবিধামতো বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি জর্জিয়া মেলোনিকে তার সুস্বাস্থ্য ও সুখ এবং ইতালির বন্ধুত্বপূর্ণ জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য তার শুভেচ্ছা জানিয়েছেন।
ইতালির ডানপন্থী ঘরানার দল ব্রাদার্স অব ইতালি-এর ব্যানারে নির্বাচিত এই নেতা অফিস শুরু করেন ২২ অক্টোবর।
আরও পড়ুন: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে শেখ হাসিনার অভিনন্দন
প্রধানমন্ত্রীর জাপান সফর: বিনিয়োগ ও বড় প্রকল্পে অর্থায়ন খুঁজবে বাংলাদেশ
২ বছর আগে